প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

@

@

@

@

@

@

তাহলে এখন ঘটনা কোন দিকে মোড় নিচ্ছে?

@


প্রফেসর আবদুল মান্নান

দুঃখজনক হলেও সত্য ভারতে এক সময় বাংলাদেশের বদনাম ছিল ভারতের পূর্বাঞ্চলের সকল জঙ্গিবাদী ও বিচ্ছিন্নতাবাদীদের আস্তানা বাংলাদেশে । পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল যে ভারতে গেলে কোন হোটেলে, বিশেষ করে পশ্চিম বঙ্গের বাইরে, কোন বাংলাদেশীর পক্ষে হোটেলে রুম ভাড়া পাওয়া দুস্কর ছিল । আমার এক পরিচিত জন বছর কয় আগে মুম্বাইয়ের সবচেয়ে নামি ও দামী হোটলে উঠেছিলেন । মধ্যরাতে তাকে পুলিশ ঘুম থেকে জাগিয়ে তার কাছে অনেক প্রশ্নের উত্তর খুঁজেছিল । এমন বিড়ম্বনায় অনেককে পরতে হয়েছে । পশ্চিম বঙ্গ কিছুটা ব্যতিক্রম বটে কিন্তু কোলকাতায় বাংলাদেশী বাঙালিদের অতি প্রিয় আবাসস্থল নিউ মার্কেটের আশে পাশের এলাকায় অবস্থিত হোটেলগুলিতে দিন রাত যে কোন সময় পুলিশ হানা দিতে পারে । এতে অনেকে বিরক্ত হন বটে তবে এটি রাজ্যের মানুষের জানমালের নিরাপত্তার জন্য অনেক সময় প্রয়োজনও হয়ে পরে । তবে বলতে হয় কোলকাতা বিমান বন্দরের ইমিগ্রেসনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা আগের তুলনায় অনেক বেশী বন্ধুভাবাপন্ন । চটজলদি সেখানে ইমিগ্রেসনের কাজ সেরে ফেলা যায় । ঠিক উল্টা চিত্র যুক্তরাষ্ট্রের বিমান বন্দর গুলিতে । সেখানে প্রায় সব মুসলমান নামধারীকেই ইমিগ্রেসনের কর্মকর্তারা ওসামা বিন লাদেনের মাসতুতু ভাই মনে করেন । নামের আগে পরে eআবদুলf eসৈয়দf বা eমোহাম্মদ বা আহম্মদf থাকলেই আর কথা নেই । পিছনের বিশেষ কামরায় আপানার ডাক পরার সম্ভাবনা উজ্জ্বল । ভিসার ছবির নিচে একটা বা দুটি তারকা থাকলে আপনি নিঃসন্দেহে একজন সন্দেহজনক ব্যক্তি । হয়তো পকেটে আপনি আনবিক বোমা বহণ করছেন । ভাগ্যিস ভারত বা বাংলাদেশ এখন পর্যন্ত তারকা পদ্ধতিতে ভিসা দেয়া শুরু করে নি । বিড়ম্বনা শুধু পাসপোর্ট জমা দেয়ার তারিখ পেতে ।
বাংলাদেশ এক সময় ভারতীয় জঙ্গীবাদী আর বিচ্ছিন্নতাবাদিদের অভয়ারণ্য ছিল তা অস্বীকার করার কোন জো নেই । এটি চলে আসছে সেই পাকিস্তান আমল হতে । মিজোরামের বিচ্ছিন্নতাবাদি নেতা লাল ডেংগাকে তার কার্যকলাপ চালানোর জন্য পাকিস্তান সরকারতো মতিঝিলে রীতিমতো দপ্তর খুলে দিয়েছিল । পার্বত্য চট্টগ্রামে গড়ে তুলে তাদের একাধিক প্রশিক্ষণ কেন্দ্র । পাকিস্তান ছাড়াও লালডেংগা চীনের কমিউনিষ্ট সরকার হতে বিস্তর আর্থিক ও অস্ত্র সহায়তা লাভ করে । চীনারা তাদের প্রশিক্ষণও দিয়েছিল । একাত্তরের মুক্তিযুদ্ধে মিজো ন্যাশনাল ফ্রন্টের (এমএনএফ) বিচ্ছিন্নতাবাদিরা পাকিস্তানি সৈন্যদের পাশাপাশি পাবর্ত্য চট্টগ্রাম অঞ্চলে মুক্তিবাহিনীর বিরুদ্ধে দীর্ঘ নয় মাস যুদ্ধ করেছে । ভারতের এই সব জঙ্গিদের সব সময় সার্বিক সহায়তা করেছে পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই । ১৯৭১ সনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্তিম লড়াই শুরু হলে ভারতীয় সেনা বাহিনীর জেনারেল এস এস উবানের অধীনে ভারতের স্পোশাল ফ্রন্টিয়ার ফোর্সকে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে আনা হয়েছিল বিচ্ছিন্নতাবাদি মিজোদের আখড়া ধ্বংস করার জন্য যা তারা সাফল্যের সাথে করেছিলেন । বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৫ সন পর্যন্ত ভারতীয় বিচ্ছিন্নতাবাদিদের সকল ধরণের সহায়তা বন্ধ ছিল । বঙ্গবন্ধুকে হত্যা করার পর পুনরায় বাংলাদেশে আইএসআই তাদের কর্মকান্ড শুরু করে যা ১৯৯১ সনে বেগম জিয়ার নেতৃত্বে সরকার ক্ষমতায় এলে তা আরো বেগবান হয় । বিএনপিfর রাজনৈতিক দর্শনই ছিল ভারত বিরোধিতা । ১৯৯১-৯৬ সময়কালে বাংলাদেশে নতুন নতুন জঙ্গিবাদী সংগঠন মাথাচাড়া দিয়ে উঠে যার অন্যতম কারণ জামায়াতে ইসলামের সাথে বিএনপিfর রাজনৈতিক মিত্রতা । বাংলাদেশে গত চল্লিশ বছরে অনেক ধর্মাশ্রয়ী রাজনৈতিক দলের জন্ম হয়েছে কিন্তু সাংগঠনিক ভাবে টিকে আছে জামায়াত কারণ তারা বিভিন্ন সময়ে সরকার হতে পরোক্ষ ও প্রত্যক্ষ ভাবে সহায়তা পেয়েছে । বঙ্গবন্ধু সরকার অন্যান্য ধর্মাশ্রয়ী দলের সাথে জামায়াতকেও তাদের একাত্তরের ভূমিকার জন্য নিষিদ্ধ করেছিল । কিন্তু জিয়াউর রহমানের ক্ষমতা গ্রহণের পর তিনি এই সব দলের উপর হতে নিষেধাজ্ঞা তুলে নেন এবং রাজনীতিতে তাদের অনেকেই তাঁর সহযাত্রী হন । তিনি জামায়াতের আমির পাকিস্তানি নাগরিক গোলাম আযমকে বাংলাদেশে ফিরে এসে রাজনীতি করার সুযোগ করে দেন । ১৯৯১ সনে জামায়াতের আমীর গোলাম আযম আনুষ্ঠানিক ভাবে জামায়াতের আমির নিযুক্ত হন । ১৯৯১-৯৬ সাল পর্যন্ত বিএনপিfর সাথে জামায়াতের সম্পর্ক অনেকটা অনানুষ্ঠানিক থাকলেও ২০০১ সালে তা সম্পূর্ণ রূপে আনুষ্ঠানিক হয়ে যায় এবং নির্বাচনি ঐক্য করে তারা বিজয় লাভ করে এবং বেগম জিয়ার কাছ হতে দুটি মন্ত্রণালয় বাগিয়ে নেয় । ২০০১-০৬ জামায়াত-বিএনপিfর শাসনামলে বাংলাদেশে প্রকাশ্যে আত্মপ্রকাশ করে জেএমবি, জেএমজেবি, হিযবুত তাহরির সহ আরো অনেক সন্ত্রাসী সংগঠন এবং যথারীতি তাদের পৃষ্টপোষকতা করে পকিস্তানের আইএসআই সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশ । এদের সকলেরই পিতৃ সংগঠন হচ্ছে জামায়াত যাদের আবার যুক্তরাষ্ট্র eমডারেট ডেমোক্রেটিকe দল হিসেবে স্বীকৃতি দিয়েছে । আজ দেশে দেশে যে ধর্মীয় জঙ্গিবাদের দাপট তার পিছনে সব চেয়ে বড় অবদান যুক্তরাষ্ট্রের যা বর্তমানে যুক্তরাষ্ট্রের অনেক পন্ডিত গবেষক ও নীতি নির্ধারকরাও স্বীকার করেন । জামায়াত যে শুধু দেশের ভিতরে একটি সন্ত্রাসী নেটওয়ার্ক তৈরী করতে সক্ষম হয়েছে তা নয় তাদের কর্মকান্ড আন্তর্জাতিক মহলেও বিস্তৃত হয়েছে যার অন্যতম উদাহরণ চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্র উদ্ধার যার গন্তব্য ছিল ভারতের আসাম রাজ্যের বিচ্ছিন্নতাবাদি সংগঠন উলফা । অবৈধ অস্ত্রের এই চালান বাংলাদেশে আনা হয়েছিল বেগম জিয়ার গোচরে এবং রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় ।
২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে বাংলাদেশে ভারতের বিচ্ছিন্নতাবাদিদের কর্মকান্ড অনেকটা বন্ধ হয়ে যায় আর বাংলাদেশে ক্রিয়াশীল অনেক জঙ্গিবাদী সংগঠনও কোণঠাসা হয়ে পরে । আবার এদের অনেকেই পাততাড়ি গুঠিয়ে পশ্চিম বঙ্গে পাড়ি জমায় যার নমুনা সম্প্রতি বর্ধমান জেলার খাগড়াগড়ে বোমার কারিগরদের কারখানায় বিস্ফোরণের মাধ্যমে উভয় দেশের মানুষ জানতে পেরেছে । প্রথমে মনে করা হয়েছিল এই বিস্ফোরণের নেপত্য কারিগরদের কর্মকান্ড বুঝি খাগড়াগড়েই সীমাবদ্ধ, কিন্তু দিন যতই যাচ্ছে তদন্ত কর্মকর্তারা নিত্য নতুন সব ভয়াবহ তথ্য উৎঘাটন করছেন । এখন জানা যাচ্ছে তাদের কর্মকান্ড করিমপুর, নবগ্রাম, বেলেডাঙা, নদিয়া জেলার প্রান্তিক এলাকা সমূহ পর্যন্ত বিস্তৃত। এই সব এলাকা যে বাংলাদেশের সীমান্তু লাগোয়া তা কিন্তু নয় । অনেকগুলি আস্তানা সীমান্ত হতে কয়েকশত কিলোমিটার দূরে অবস্থিত । আরো উৎকণ্ঠার কারণ ধারণা করা হচ্ছে এই সব জঙ্গিসংগঠনগুলির সাথে পশ্চিম বঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসও পরোক্ষভাবে জড়িত আছে । খাগড়াগড়ের যে বাড়ীতে বিষ্ফোরণ সেই বাড়ীতে আবার স্থানিয় তৃনমূলের একটি দপ্তরও রয়েছে । তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির ধারণা হয়েছে এই রাজ্যের মুসলমানরা তার দলের বিজয়ের পিছনে বড় ভূমিকা রেখেছে । এখন এটা অনেকটা নিশ্চিত তার দলের নির্দেশে ভারতের ফটকা কারবারি সারধা গ্রুপ বাংলাদেশে জামায়াতে ইসলামকে গত ২০১৩ সালে বিশাল অংকের একটি অর্থ চালান দিয়েছে যা তারা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ব্যবহার করেছে । এতে সম্পৃক্ত হয়েছে বাংলাদেশের কয়েকজন জামায়াত পন্থি ব্যবসায়ী এবং তাদের একটি বড় বাণিজ্যিক ব্যাংক । বর্ধমানে বোমা বিস্ফোরণ মামলার তদন্ত করতে গিয়ে কেন্দ্রের তদন্ত সংস্থা এনআইএ আরো জানতে পেরেছে এই সব কারিগরদের সাথে বাংলাদেশের জামায়াতের সরাসরি সম্পর্ক আছে এবং তাদের অনেক বিশেষজ্ঞ তাদের নিয়মিত পরামর্শ দিয়ে থাকেন অথবা তাদের সাথে কাজ করেন । এই মামলায় যারা আটক হয়েছেন তারা স্বীকার করেছেন ইতোপূর্বে তাদের তৈরী করা হাত বোমার কয়েকটি বড় চালান বাংলাদেশে পাঠানো হয়েছে এবং তাদের টার্গেট এই দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ছাড়াও আছে কয়েকজন শীর্ষ স্থানীয় ভিভিআইপি । আরো একটি বিষয় পরিষ্কার হয়েছে এই পর্যন্ত এই কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে যারা আটক হয়েছেন অথবা যাদের মৃত্যু হয়েছে তারা প্রত্যেকেই এসেছেন মাদ্রাসা হতে । বহুদিন ধরে বলা হচ্ছে বাংলাদেশের মাদ্রাসা গুলি হচ্ছে জঙ্গি সৃষ্টি করার আঁতুড়ঘর, তাদেরকে সরকারি নিয়ন্ত্রণের মধ্যে আনা জরুরী । এই পর্যন্ত এই গুরুত্বপূর্ণ কাজটি করতে সব সরকারই ব্যর্থ হয়েছে । এখন দেখা যাচ্ছে পশ্চিম বঙ্গের মাদ্রাসা গুলিও এর ব্যতিক্রম নয় । সব সরকারই মাদ্রাসা গুলির পাঠ্যক্রম যুগোপযোগী করে তোলার কথা বলেন কিন্তু তা কিছুটা আলেয়া মাদ্রাসার ক্ষেত্রে সম্ভব হলেও কওমী মাদ্রাসাগুলি ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে । এর ফলে লক্ষ লক্ষ ছাত্র ছাত্রীর জীবন অর্থহীন হয়ে পরছে । পরবর্তী জীবনে এরা হয় অন্যের দয়া দাক্ষিণ্যে জীবন ধারণ করে অথবা জঙ্গিতে রূপান্তরিত হয় ।
বর্ধমান কান্ডে এটি পরিষ্কার হলো আগে বাংলাদেশ হতে জঙ্গিবাদী বা বিচ্ছিন্নতাবাদিরা ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত হলেও এখন ঘটনা ঘটছে ঠিক উল্টা । একাধিক আটক জঙ্গী স্বীকার করেছেন বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর লাগাতার অপারেশনের কারণে তাদের পক্ষে এ দেশে কাজ করা কঠিন হয়ে পরেছে । সে কারণেই তারা তাদের কর্মস্থল হিসেবে বেছে নিয়েছে পশ্চিম বঙ্গ । এটি পশ্চিম বঙ্গের আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী সম্পর্কে খুব উচ্চ ধারণা দেয় না । পশ্চিম বঙ্গ সীমান্তে বিএসএফ ফেলানিদের নিয়মিত গুলি করে হত্যা করতে পারে কিন্তু এই সব জঙ্গিরা কীভাবে নিয়মিত সীমান্ত পার হয় অথবা গোলাবারুদ পাচার করে? এই অবস্থা হতে উত্তরণের সহজ উপায় হচ্ছে দুeদেশের আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে গোয়েন্দা সংস্থা গুলির আরো নিবিড় ভাবে কাজ করা । ইগো নিয়ে বসে থাকলে ক্ষতি সকলেরই । আর তৃণমূল যদি মনে করে এই জঙ্গিদের সাথে নিয়ে কাজ করবেন তা হলে তা হবে নিজের পায়ে কুড়াল মারার সামিল । এদের নিয়ে রাজনীতি করা আরা ঘরে ডজন খানেক বিষধর সাপ পোষা একই কথা ।

লেখক: সাবেক উপাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় । অক্টোবর ১৮, ২০১৪

@

@

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

@

[প্রথমপাতা]

@

@

@

লেখকের আগের লেখাঃ

[......লেখক আর্কাইভ]