প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

বর্ষবরণ করলো বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি

 

 

 

কমিউনিটি রিপোর্ট ।। মে ৬, ২০১৫ ।।

গত ৪ মে সোমবার দুপুরে কানাগাওয়ার মিৎসুআই মিনামি কোমিনকান এ বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি -জাপান এক বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে। কানাগাওয়া ভিত্তিক এ আয়োজনে কানতো অঞ্চলের বিভিন্ন স্থান থেকে প্রচুর সংখ্যক প্রবাসী বাংলাদেশী স্বপরিবারে অংশ গ্রহণ করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। এ ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছালেহ মোঃ আরিফ, মীর রেজাউল করিম রেজা, আলমগীর হোসেন মিঠু, মাজহারুল ইসলাম মাসুম, মোবারক হোসেন হৃদয়, মুন্সি ইলিয়াস, তাজউদ্দিন মোঃ রবি প্রমুখ।

অনুষ্ঠানের অংশগ্রহণকারী শিশুরা রাষ্ট্রদূতকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।

রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন তার বক্তব্যে এমন একটি অনুষ্ঠান আয়োজনের জন্যে সংশ্লিষ্টদেরকে ধন্যবাদ জানান। তিনি দেশীয় সংস্কৃতিকে এভাবে ধরে রাখায় আয়োজকদেরকে অভিনন্দন জানান। জনাব মাসুদ বলেন, শুধু বৈশাখই নয় এভাবে আয়োজন করা যেতে পারে পিঠা উৎসবের মতো দেশের বিভিন্ন উৎসবের। তিনি পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের বিজয়কেও একই সাথে উদযাপন করার প্রস্তাব দেন।

সংগঠনের সভাপতি এনামুল হক বাবু সবাইকে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্যে ধন্যবাদ জানান।

 

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কাওসার হাসান লাইজু।

মধ্যাহ্ন ভোজনে সবাইকে হরেকরকম সুস্বাদু দেশীয় খাবারে আপ্যায়িত করা হয়।

দ্বিতীয় পর্বে ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান। এ পর্বে গান ও নাচ অন্তর্ভুক্ত ছিলো। এ ছাড়াও ছোট ছোট শিশুদেরকে বিভিন্ন উপহার প্রদান করা হয়। 

 

 


WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

[প্রথমপাতা]