[প্রথমপাতা]

 

 

 

 

 

নতুন অক্ষয়কুমার মৈত্রেয়ের জন্ম?

 


-প্রফেসর আবদুল মান্নান

বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া অথবা তাঁর জ্যেষ্ঠ পূত্র তারেক জিয়া অক্ষয়কুমার মৈত্রেয়ের (১৮৬১-১৯৩০) নাম শুনবেন তেমনটা আশা করি না কারণ তিনি পন্ডিত ব্যক্তি ছিলেন। অক্ষয় কুমার রাজশাহী কলেজ হতে ডিগ্রী পাশ করে রাজশাহীর বরেন্দ্র যাদুঘর প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন । পরবর্তীকালে তিনি শুধু একজন খ্যাতিমান ইতিহাসবিদ হিসেবেই নিজেকে পরিচিত করে তুলেছিলেন তাই নয় তাঁর অনেক অনুসন্ধান মূলক গবেষণা অনেক প্রচলিত ধারণাকে সেই সময়ে ভুল প্রমাণিত করেছিল । দূর্ভাগ্যবশতঃ তাঁর অনেক গবেষণা কর্মই হারিয়ে গেছে অথবা দূষ্প্রাপ্য হয়ে পরেছে ।
১৭৫৭ সালে পলাশির যুদ্ধের পর প্রথমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, পরে ইংরেজ রাজ সরকার ১৯৪৭ সন পর্যন্ত দুইশত বছর প্রথমে বাংলা ও পরে ভারতবর্ষ শাসন করে । পলাশির যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি শঠতা আর বিশ্বাসঘাতকতার মাধ্যমে বাংলা দখল করাকে জায়েজ করার জন্য নবাব সিরাজুদ্দৌলার চরিত্র হননের পথ বেছে নেয় । তারা প্রচার করতে থাকে নবাব শুধু অথর্বই ছিলেন না তিনি ছিলেন দুশ্চরিত্র, মদ্যপ, লোভী আর চরম নিষ্ঠুর । নারী ও সুরার প্রতি তাঁর দূর্বলতা ছিল লাগামহীন । নবাবের নিষ্ঠুরতার প্রমাণ স্বরূপ তারা ‘অন্ধকূপ’ ট্র্যাজেডি নামের এক কল্পকাহিনী হাজির করে যেখানে বলা হয় নবাব ১৭৫৬ সালে কোলকাতার ফোর্ট উইলিয়াম নামের দূর্গটি দখল করার পর তাঁর সৈন্যরা ১৪৬ জন ইংরেজকে বন্দি করে ১৮ ফিট দৈর্ঘ্য আর ১৪ ফিট প্রস্ত একটি গার্ড রুমে তাদের আটকে রাখে এবং তাদের মধ্যে ৬৪ হতে ৬৯ জন প্রাণে বাঁচলেও বাকিরা দম বন্ধ হয়ে মারা যায় । ১৯১৬ সাল পর্যন্ত ইংরেজ ঐতিহাসিকরা এই কল্পকাহিনী ইতিহাস হিসেবে ইংরেজ ও ভারতীয়দের বেশ যত্ন সহকারে পরিবেশন করে কিন্তু কখনো বলেনি যে ইংরেজ বেনিয়ারা বঙ্গে নবাব সিরাজুদ্দৌলার অনুমতিক্রমে বাণিজ্য করছিল, তাদের কখনো কোলকাতায় দূর্গ বানানোর অনুমতি দেয়া হয় নি । অক্ষয়কুমার মৈত্রেয় ১৯১৬ সালে কোলকাতা ইতিহাস সমিতির এক গবেষণাধর্মী প্রবন্ধ উপস্থাপনা করে প্রমাণ করেন ইংরেজরা দীর্ঘদিন ধরে ‘অন্ধকূপ’ ট্র্যাজেডি নামে যা প্রচার করে আসছিল তা ছিল সম্পূর্ণ বানোয়াট ও অসত্য কারণ এমন একটি স্বল্পপরিসর কক্ষে এতজন মানুষকে একসাথে আটক করে রাখা সম্ভব ছিল না । এই কাহিনী ইংরেজ ঐতিহাসিকরা শুধু নবাবের চরিত্র হনন ও তাদের দূষ্কর্মকে ঢাকার জন্য প্রচার করেছিল । সত্য জানার জন্য ভারত বাসীকে প্রায় দেড়শত বছর অপেক্ষা করতে হয়েছিল । গত ডিসেম্বর মাসে আমার সুযোগ হয়েছিল ফোর্ট উইলিয়াম পরিদর্শনের এবং এই কথিত ‘অন্ধকূপ’ সাদৃশ্য একটি গার্ড রুম পরিদর্শনের । ঐতিহাসিক অক্ষয়কুমার যে তার গবেষণায় কতটুকু বস্তুনিষ্ঠ ছিলেন তা বলার অপেক্ষা রাখে না । সত্যকে সব সময়ের জন্য চাপা রাখা যায় না, হয়তো কিছু দিনের জন্য তা রাখা সম্ভব ।
সাম্প্রতিক কালে জিয়া পূত্র ও বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান হঠাৎ করে অক্ষয়কুমার মৈত্রেয়র ভূমিকায় অবতীর্ণ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে হচ্ছে । ২০০৮ সাল হতে তারেক রহমান চিকিৎসার নামে প্যারোলে মুক্ত হয়ে লন্ডনে বিলাসবহুল জীবন যাপন করছেন । তরা এই বিলাসী জীবন যপানের জন্য রহস্যজনক উৎস হতে অঢেল অর্থ আসছে । অনেকের মতে এই অর্থের যোগানদাতা পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই । তার চিকিৎসার তেমন কোন সংবাদ পাওয়া না গেলেও নিয়মিত তিনি দলের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং নানা ধরণের নিম্ন রুচির কথাবার্তা বলে বেশ সমালোচিত হন । অক্ষয়কুমার মৈত্রেয় ১৫০ বছর পর একটি প্রচলিত মিথ্যাকে গবেষণার মাধ্যমে অসাড় প্রমাণ করেছিলেন আর তারেক রহমান একটি প্রতিষ্ঠিত সত্যকে একটি হাস্যকর, বানোয়াট কল্পকাহিনী দিয়ে অসত্য প্রমাণ করার চেষ্টা করে চতুর্দিক হতে সম্প্রতি তুমুল সমালোচনার সম্মূখীন হয়েছেন । ২৫ মার্চ বিএনপি’র উদ্যোগে পূর্ব লন্ডনে ‘বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক জিয়া’ শিরোনামে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল যাতে প্রধান অতিথি ছিলেন তারেক রহমান যাকে আয়োজকরা পরিচয় করে দিয়েছেন ‘দেশনায়ক তারেক জিয়া’ হিসেবে । তারেক রহমান তার বক্তৃতার প্রায় পুরো সময় জুড়ে এটি বলার চেষ্টা করেছেন তার পিতা মেজর জিয়াই ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এবং তিনি মার্চ মাসে ঘোষণা দেয়ার পর পর দেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পরে । তিনি সম্ভবত স্বজ্ঞানে মার্চ মাসে কখন কোথায় তার মরহুম পিতা এই ঘোষণা দিয়েছেন তা উল্লেখ করেন নি । শিরোনামটি যেহেতু পিছনের ব্যানারে লেখা ছিল তখন এটি মনে হওয়ার কোন কারণ নেই যে তারেক রহমান হঠাৎ করেই স্বাধীনতার ৪৩ বছর পর তার এই ‘সত্য’ উৎঘাটনের তথ্যটি তার দলীয় নেতা কর্মীদের সামনে হাজির করেছেন । তিনি জেনে শুনেই কোন একটি বদমতলবে তা প্রকাশ করেছেন । এতদিন তার দলের বিভিন্ন পর্যায়ের নেতারা জিয়াকে স্বাধীনতার ঘোষক হিসেবে হাজির করার চেষ্টা করেছেন । সম্ভবত তাতে কাজ হচ্ছে না তা তারা বুঝতে পেরে হঠাৎ করে তারা এখন প্রথম রাষ্ট্রপতি তত্ত্ব হাজির করেছেন । তারেক জিয়ার পরদিন তার মা বেগম জিয়া এবং পর্যায়ক্রমে অন্যান্য নেতারা তার কথার সাথে সুর মিলিয়েছেন । এই নিয়ে ইতোমধ্যে জাতীয় সংসদ ও সংসদের বাইরেও নানা সমালোচনা হয়েছে এবং জানা গেছে তারেক রহমানের এই হঠাৎ আবিষ্কারে দলের অনেকেই বিব্রত হয়েছেন এবং বর্তমানে দলের হাই কমান্ড হতে নির্দেশ দেয়া হয়েছে এই ব্যাপারে যেন কেউ আর কোন কথা না বলেন । ৩১ মার্চ যুক্তরাষ্ট্রের জাতীয় মহাফেজখানা হতে আর এক গুচ্ছ গোপন দলিল অবমুক্ত করা হয়েছে এবং তার একটিতেও ১৯৭১ সনেই বঙ্গবন্ধুকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে আখ্যায়িত করা হয়েছে । অবশ্য ৪৩ বছর পর এই সব মীমাংসিত সত্য প্রকাশ করার জন্য আর কোন দলিল অবমুক্ত করার প্রয়োজন হয় না । জিয়ার দলীয় সমর্থক নেতা কর্মী, স্তাবক বা তার স্ত্রী এবং তারেক জিয়া তাঁর সম্পর্কে তাঁর মৃত্যুর পর যা দাবি করেন জিয়া তাঁর জীবদ্দশায় তা কখনো দাবি করেন নি। বরং তিনি বঙ্গবন্ধুকে জাতির মহান নেতা হিসেবে মেনে নিয়েছিলেন । বঙ্গবন্ধু তাঁকে পূত্রবত স্নেহ করতেন ।
জিয়া প্রথম রাষ্ট্রপতি না হলেও তিনি অনেক কিছুতেই প্রথম হয়েছিলেন যা শুধু রাষ্ট্রীয় স্বার্থের পরিপন্থিই ছিল না তা বাংলাদেশের অগ্রগতিকে প্রচ-ভাবে ব্যাহত করেছে । বঙ্গবন্ধুর মৃত্যুর পর বিচারপতি সায়েমকে প্রেসিডেন্ট পদ হতে হঠিয়ে তিনি সামরিক বাহিনী হতে আসা প্রথম সামরিক শাসক হয়েছিলেন । খোন্দকার মোশতাককে দিয়ে তিনি ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করিয়ে বঙ্গবন্ধুর খুনিদেও বিচার বন্ধ করার চেষ্টা করেছেন । পরবর্তি কালে তা তিনি জাতীয় সংসদে আইন হিসেবে পাশ করিয়েছেন । তিনি বিচারপতি সায়েমকে ব্যবহার করে ১৯৭২ সালের দালাল আইনকে ১৯৭৫ সালের ৩১ ডিসেম্বর বাতিল করে সকল পাকিস্তানি দালাল, যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী অপরাধীদের ক্ষমা করে জেল হতে ছেড়ে দিয়েছিলেন । এরা সকলে ১৯৭১ সালে পাকিস্তানের পক্ষ নিয়ে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করেছিল । এদের একজন ছিলেন শাহ আজিজুর রহমান । তিনি জাতি সংঘে গিয়েছিলেন পাকিস্তানের পক্ষে বাংলাদেশের বিরুদ্ধে ওকালতি করতে । বাংলাদেশে জাতি ও রাষ্ট্রের শত্রুদের পূণর্বাসন করার দায়িত্ব প্রথমে নেন জেনারেল জিয়া । ১৯৭৭ সালে জিয়া ক্ষমতা দখল করে তাঁর এক কালের প্রভূ পাকিস্তানের স্বৈরশাসক জেনারেল আইউব খানের পথ ধরে তিনি বাংলাদেশে প্রথম বারের মতো ‘হাঁ’ ‘না’ ভোট চালু করে নির্বাচন ব্যবস্থাকে তছনছ করেছিলেন । এই নির্বাচনে তিনি তাঁর পক্ষে প্রায় ৯৫% ভাগ ভোট ‘সংগ্রহ’ করতে সক্ষম হয়েছিলেন । তিনি হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি প্রজাতন্ত্রের একজন বেতনভূক্ত কর্মচারী হয়েও রাষ্ট্রপতি হিসেবে ‘নির্বাচনে’ অথবা ‘রেফারেন্ডামে’ অংশগ্রহণ করেছিলেন । তিনিই প্রথম ব্যক্তি যিনি সেনা বাহিনী প্রধান ও রাষ্ট্রপতি পদে অধিষ্ঠ থেকে সামরিক গোয়েন্দা বাহিনীর সহায়তায় রাজনৈতিক দল গঠন করেছিলেন এবং তিনি তার প্রধান হয়েছিলেন । তিনিই প্রথম ব্যক্তি যিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার নামে ১৯৭৭ সালে জামায়াতের মতো নিষিদ্ধ যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত দলগুলিকে প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ করে দিয়ে বাংলাদেশের রাজনীতিতে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিষ্ঠার দরজা খুলে দিয়েছিলেন । বিএনপি’র ওয়েব সাইটে তাঁকে সপ্তম রাষ্ট্রপতি হিসেবে উল্লেখ করা হয়েছে, প্রথম হিসেবে নয় ।
জিয়া ১৯৭৮ সালের ২৯ এপ্রিল সেনা বাহিনী হতে মেজর জেনারেল পদ হতে অবসর গ্রহণ করেন । কিন্তু সকলকে অবাক করে দিয়ে তিনি এক বছর পর ১৯৭৯ সালের ১৯ এপ্রিল পিছনের তারিখ দিয়ে অর্থাৎ ১৯৭৮ সালের ২৯ এপ্রিল হতে নিজেকে লেঃ জেনারেল পদে একটি সরকারি গেজেটের মাধ্যমে পদোন্নতি দেন । এটি বাংলাদেশ সেনাবাহিনীতে নজিরবিহীন একটি ঘটনা যা প্রথম বারের মতো ঘটেছিল ।
জিয়ার শাসনামলে ১৯টি ব্যর্থ সামরিক অভ্যুত্থান হয়েছিল । যারা এই অভ্যুত্থানের সাথে জড়িত ছিল জিয়া তাদের অনেকটা বিনা বিচারে বা প্রহসনমূলক বিচারে নির্মম ভাবে হত্যা করেছিলেন । বিশ্বখ্যাত সাংবাদিক এন্তনী ম্যাসকারেনহাস জিয়ার মৃত্যু সম্পর্কে তার বহুল প্রচারিত গ্রন্থ
Bangladesh-a legacy of blood (বাংলাদেশ-রক্তের ঋণ) এ লিখেছেন “জেনারেল জিয়া এই অভ্যুত্থানের সঙ্গে জড়িত সৈনিক আর এয়ারম্যানদের উপর ইতিহাসের অন্যতম জঘন্য প্রতিশোধ নিয়ে তাঁর মধ্যে প্রজ্জ্বলিত প্রতিহিংসার আগুন নির্বাপিত করেন । সরকারী হিসেব মতে তিনি ১৯৭৭ সালের ৯ই অক্টোবর পর্যন্ত মাত্র দু’মাসের মাধ্যে ১১৪৩ (এগারশত তেতাল্লিশ) জন সৈনিককে ফাঁসির দড়িতে লটকিয়ে হত্যা করেন । তাছাড়া বহু শত সৈনিককে তিনি দশ বছর থেকে যাবজ্জীবন পর্যন্ত কারাদন্ডে দন্ডিত করে জেলে পাঠিয়ে দেন । আইনগত পদ্ধতি আর ন্যায় বিচারের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে অত্যন্ত তড়িঘড়ি করে এই শাস্তির কাজ সম্পন্ন করা হয় । বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে বড় পৈশাচিক সাজার আর কোন নজির নেই । তিন/চার জনকে একবারে বিচারের জন্য ডেকে ফাঁসির দন্ডাদেশ দেয়া হলো । জেনারেল জিয়া বসে বসে সেগুলো অনুমোদন করতেন এবং তার পরই তাদের ফাঁসির দড়িতে ঝুলিয়ে হত্যা করা হতো । উল্লেখিত কাজ মাত্র ৪৮ ঘন্টা সময়ের মধ্যে সম্পন্ন করা হতো ।...বেসামরিক বন্দীরা স্মৃতিচারণ করে বলে, কয়েক সপ্তাহ ধরে জেলখানার রাতগুলো সৈনিকদের আর্তচিৎকারে বিভীষিকাময় হয়ে উঠেছিল । তাদেরকে ফাঁসির মঞ্চে ঠেলে নিয়ে যাবার সময় তারা নির্দোষ বলে বুকফাটা চিৎকারে ভেঙ্গে পড়তো । এই সকল হত্যালীলার জন্য বিমান বাহিনী বা সেনাবাহিনীর কোন প্রতিষ্ঠিত আইন-কানুন মেনে চলা হয় নি । জিয়া আদেশ দিয়ে বলতেন ‘যতক্ষণ পর্যন্ত ওরা না মরে, ততক্ষণ পর্যন্ত ওদের গলায় ফাঁসি লাগিয়ে ঝুলিয়ে রাখো ।’ ” চট্টগ্রামে মুক্তিযুদ্ধ চলাকালীন জিয়ার এক সহকর্মীর বরাত দিয়ে ম্যাসকারেনহাস লিখেছেন ‘তিনি এমন একজন মানুষ ছিলেন, যিনি তাঁর এক হাতে হত্যা আর অন্য হাতে আহার করতে পারতেন ।’ (সকল অনুবাদ ‘বাংলাদেশ:রক্তের ঋণ’ অনুবাদ গ্রন্থের অনুবাদক মোহাম্মদ শাহজাহানের ।) সেনা বাহিনীতে এমন হত্যাকান্ড জিয়াই প্রথম শুরু করেছিলেন ।
আঁন্দ্রে গুন্ডার ফ্রাঙ্ক বিশ্বখ্যাত সমাজ বিজ্ঞানী ও রাজনীতি বিজ্ঞানের বড়মাপের গবেষক । ১৯৮১ সনে তিনি যুক্তরাষ্ট্র হতে প্রকাশ করেন তার সাড়া জাগানো গ্রন্থ
Crisis: In the third world তৃতীয় বিশ্বে সংকট) । তাঁর এই গ্রন্থেও বাংলাদেশ পর্বে তিনি লেখেন ’জিয়াউর রহমান একটি কদর্য ক্ষত উন্মুক্ত করেছেন । রাষ্ট্রের সর্বোচ্চ কর্ণধারের নির্দেশে কারাবন্দীদের (সেনা বিদ্রোহীদের) গণহারে হত্যা এই অঞ্চলে নতুন । এমনতর সরকারি নির্দেশে গণহারে হত্যা এই অঞ্চলে এবং এই শতকে প্রথম এবং জেনারেল জিয়াউর রহমান এই বিপুল সংখ্যক সন্দেহভাজন বিদ্রোহীদের বিনা বিচারে হত্যা করে দক্ষিণ এশিয়ায় একটি নতুন অধ্যায়ের সূচনা করেছেন ।’ (অনুবাদ এই লেখকের) ।
তারেক রহমান বাংলাদেশকে আগামীতে নেতৃত্ব দেয়ার স্বপ্ন দেখেন । তা তিনি দেখতেই পারেন । কিন্তু লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত দেশটিকে আগামী দিনে নেতৃত্ব দিতে হলে আরো একটু পড়া লেখার প্রয়োজন পরতে পারে । বুঝতে হবে ইতিহাস আর কল্পকাহিনী এক নয় । ইতিহাস তার নিজস্ব গতিতে চলে । তাকে সাময়িক ভাবে চেপে রাখা যায়, মানুষকেও কিছু সময়ের জন্য বোকা বানানো যায় । কিন্তু দীর্ঘ সময়ের জন্য এই কাজ গুলি সম্ভব নয় । আশা করবো সামনে জিয়ার মৃত্যু দিবসে তার স্তাবকরা আর নতুন কোন তথ্য বা তত্ত্ব হাজির করবেন না অথবা নতুন কাউকে জোর পূর্বক অক্ষয়কুমার মৈত্রেয় বানানোর চেষ্টা করবেন না । সকলের শুভ বুদ্ধিও উদয় হোক ।

লেখক : সাবেক উপাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় । এপ্রিল ৫, ২০১৪, ঢাকা ।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

 

[প্রথমপাতা]

 

 

 

লেখকের আগের লেখাঃ

[......লেখক আর্কাইভ]