From

প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

 

 

বঙ্গবন্ধুর প্রত্যাশিত মুক্তির সন্ধানে বাঙলি
 


প্রফেসর আবদুল মান্নান

'এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবাবের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম’। এই লাইন দুটি দিয়ে রাজনীতির কবি শতাব্দির মহানয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব ১৯৭১ সনের ৭ই মার্চের তাঁর ঐতিহাসিক ভাষণটি শেষ করেছিলেন। এটি ছিল আমাদের স্বাধীনতার সংগ্রামে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এর আগে ১ লা মার্চ পাকিস্তানের সেনা শাসক ইয়াহিয়া খান এক বেতার ঘোষণার মাধ্যমে ৩ রা মার্চ ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় সংসদের অধিবেশেন স্থগিত করেছিলেন। এই সংসদে পাকিস্তানের জন্য একটি নতুন সংবিধান রচনা করার কথা ছিল। নির্বাচনে আগে বঙ্গবন্ধু আওয়ামী লীগের নির্বাচনি ইস্তেহারে ঘোষণা করেছিলেন আওয়ামী লীগ যদি সংখ্যা গরিষ্ট আসনে বিজয় লাভ করতে পারে তাহলে পাকিস্তানের নতুন সংবিধান রচিত হবে ঐতিহাসিক ছয় দফার ভিত্তিতে। পূর্ব বাংলায় ১৬৯ (মহিলা ৭) টি আসনের মধ্যে আওয়ামী লীগ ১৬৭টি আসনে বিজয় লাভ করেছিল। নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল ইয়াহিয়া খান ঘোষিত লিগাল ফ্রেম ওয়ার্কের (এল এফ ও) অধীনে যাতে বলা ছিল নির্বাচিত সংসদ যদি ১২০ দিনের মধ্যে সংবিধান প্রণয়ন করতে ব্যর্থ হয় তা হলে জাতীয় সংসদ ভেঙ্গে দেয়া হবে। আর প্রণিত সংবিধান যদি ইয়াহিয়া খানের পছন্দ না হয় তা হলে তা তিনি বাতিল করে দেবেন। দেশি বিদেশি অনেক সাংবাদিক বঙ্গবন্ধুর কাছে জানতে চান এমন একটি বাধ্যবাধকতার মধ্যে আপনি নির্বাচনে যাচ্ছেন আর বলছেন আপনি ছয় দফার ভিত্তিতে নির্বাচন করবেন এবং তার ভিত্তিতেই পাকিস্তানের নতুন সংবিধান রচনা করবেন । ইয়াহিয়া খান যদি আপনাদের রচিত সংবিধান বাতিল করে দেন তাহলে কী করবেন? জবাবে বঙ্গবন্ধু বলেন সংখ্যা গরিষ্ট আসনে জয় লাভ করতে পারলে আমি ইয়াহিয়া খানের লিগ্যাল ফ্রেম ওয়ার্ক টুকরো টুকরো করে ছিড়ে ফেলে দেব। এমন কথা সে সময় একমাত্র বঙ্গবন্ধুর পক্ষেই বলা সম্ভব ছিল। মাওলানা ভাসানি এই নির্বাচন বর্জন করে ভোটের বাক্সে লাথি মারার কথা বলে ভোটের আগে ভাতের দাবি তুলেছিলেন। জুলফিকার আলি ভূট্টোর পিপল্স পার্টি ৩০০ শত আসনের মধ্যে ৮৮ টি আসনে বিজয় লাভ করে পুরো পাকিস্তানে দুটি মেজরিটি পার্টির এক অদ্ভুত যুক্তি দাঁড় করিয়েছিলেন। ২৮ ফেব্রুয়ারি ভূট্টো ঘোষণা করেন ১২০ দিনের বাধ্যবাদকতা যদি প্রত্যাহর করা না হয়, সংসদের অধিবেশনের তারিখ যদি পিছানো না হয় তা হলে তিনি অধিবেশনে যোগ দেবেন না এবং যে সকল পশ্চিম পাকিস্তানি সংসদ সদস্য এই অধিবেশনে যোগ দেবেন তিনি তাদের পা ভেঙ্গে দেবেন। এই নির্বাচনে পূর্ব বাংলায় ৯৪.৪% ভোট পরে এবং আওয়ামী লীগ মোট প্রদত্ত ভোটের ৭৫.১০% ভোট লাভ করে। এরাই বস্তুত পক্ষে একটি স্বাধীন বাংলাদেশের পক্ষে আওয়ামী লীগতে ম্যান্ডেট দেয়। বলা যেতে পারে বাকি ২৪.৯০% ভাগ ভোটার আওয়ামী লীগের ছয় দফাকে সমর্থন করেনি এবং এরা বা এদের বংশদররাই বাংলাদেশকে ৪৪ বছর পরেও আবার পাকিস্তানের সাথে একত্রিকরণের লড়াইয়ে এখনো পেট্রোল বোমা হাতে নিয়ে রাস্তায় নেমেছ।
ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু প্রথমে মুক্তির কথা বলেছেন। তারপর স্বাধনাতর কথা এসেছে। এই প্রত্যাশিত মুক্তি ছিল অর্থনৈতিক মুক্তি, ক্ষুদা দারিদ্র, কুসংষ্কার, অশিক্ষা-কুশিক্ষা, সামজিক পশ্চাদপরতা, পরনির্ভরশীলতা, সকল ধরনের শোষণ আর অপশাসনে হতে মুক্তি। তিনি জানতেন এই সব থেকে যদি বাঙালিকে মুক্ত করা না যায় তা হলে অর্জিত স্বাধীনতা অর্থহীন হয়ে পরবে। এসবের সাথে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের সামনে প্রথমে যে চ্যালেঞ্জটি বড় হয়ে দেখা দিয়েছিল তা ছিল সম্পূর্ণ একটি যুদ্ধবিধ্বস্থ দেশকে পুনগঠনের চ্যালেঞ্জ। ভারত হতে এক কোটি ছিন্নমূল শরনার্থিকে পূণর্বাসন এই যুগের যে কোন দেশের জন্য একটি মস্তবড় চ্যালেঞ্জ। দেশের ভিতর ছিল আর এক কোটি নিজস্ব ভিটে মাটি হতে উচ্ছেদ হওয়া উদ্বাস্তু। তার উপর ছিল আন্তর্জাতিক পরিম-লে যুক্তরাষ্ট্র ও চীনের মতো বৃহৎ শক্তির বাংলাদেশের বিরুদ্ধে নানা মুখি ষড়যন্ত্র। তারপরও বঙ্গবন্ধু সরকার সেই সংকট সফল ভাবে মোকাবেলা করেছিলেন। পাশে ছিল ভারত, সোভিয়েত ইউনিয়নসহ আরো অনেক বন্ধুপ্রতিম দেশ। অনেকে কথায় কথায় ১৯৭৪ সালে দূর্ভিক্ষের কথা বলেন। কিন্তু যেটি তারা বলেন না বা জানেন না এই দুর্ভিক্ষ যুক্তরাষ্ট্রে কী ভাবে ষড়যন্ত্র করে সৃষ্টি করেছিল। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার আগ পর্যন্ত একমাত্র ইরাক ছাড়া প্রত্যেকটি আরব দেশ বাংলাদেশের বিরোধীতা করেছে। চীন বাংলাদেশের জাতিসংঘে সদস্য পদ ভিটো দিয়ে ঠেকিয়েছে । বঙ্গবন্ধুর মতো দূরদর্শি ও প্রজ্ঞাবান রাজনৈতিক সরকার ও রাষ্ট্রপ্রধান ছিল বলেই সাড়ে তিন বছরের মাথায় বাংলাদেশ এক ভয়াবহ রক্তক্ষয়ি যুদ্ধ বিধ্বস্থ দেশকে নিজের পায়ে দাঁড় করাতে সক্ষম হয়েছিলন। বঙ্গবন্ধু ও বাংলাদেশের দূর্ভাগ্য দেশটা পুরোপুরি সামনের দিকে চলতে শুরু করার আগেই প্রতিবিপ্লবিরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে।
১৯৭১ এর ৭ই মার্চ হতে ২০১৫ সালের ৭ই মার্চ দিক ৪৪ বছরের ব্যবধান বঙ্গবন্ধুর ঘোষিত সামগ্রিক মুক্তির সংগ্রাম স্বাধীন দেশের বাঙালিকে কতটুকু মুক্তি এনে দিতে পেরেছ? এটিও মনে রাখা উচিৎ বঙ্গবন্ধুকে হত্যা করার পর দীর্ঘ একুশ বছরে বাংলাদেশে সামরিক শাসকদের দ্বারা শাসিত হয়েছে। একটি দেশে সামরিক শাসকদের দ্বারা শাসিত হলে সেই দেশটি সামগ্রিক অগ্রগতি পদে পদে বিঘিœত হয় এবং দেশে একটি লুটপাটের সংষ্কৃতি চালু হয়। ঘরের কাছে মায়ানমার ও ইন্দোনেশিয়া তার উৎকৃষ্ট উদহারণ। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়।
তবে এই দীর্ঘ ৪৪ বছরে বাংলাদেশ নানা বাধা বিপত্তি মোকাবেলা করে যতটুকু অগ্রগতি করেছে তাও একেবারে উপেক্ষা করার মতো নয়। বাংলাদেশের সব চেয়ে বিস্ময়কার সাফল্যটি ঘটেছে গ্রামীন অর্থনীতিতে। এই গ্রামীন অর্থনীতিতে এক সময় কৃষিকাজের অবদানই ছিল সব চেয়ে বেশি। তবে সেই কৃষিতে প্রয়োজনের চেয়ে বেশি মানুষ নির্ভরশীল হয়ে পরেছিল কারণ তাদের বিকল্প কর্মসংস্থানের কোন ব্যবস্থা ছিল না। বর্তমানে শুধু কৃষির উপর কর্মসংস্থানের চাপটা বহুলাংশে কমেছে। শহরগুলিতে ছোট ও মাঝারি আকারের শিল্প কারখানা প্রতিষ্ঠা হওয়াতে গ্রামের উদ্বৃত্ত শ্রমিক বর্তমানে শহর মুখি হয়েছে আবার একই সাথে এদের একটি উল্লেখযোগ্য সংখ্যক শ্রমিক গ্রামেই অকৃষি শ্রমিক হিসেবে নানামূখী অকৃষি কর্মকা-ে কর্মরত আছে। স্বাধীনতার সময় দেশের মোট দেশজ আয়য়ের (জিডিপি) প্রায় ৮০ শতাংশ কৃষি ক্ষেত্র হতে আসতো। বর্তমানে সেটি কমে কুড়ি ভাগের নীচে নেমে এসেছে। একই সাথে যেই সেবা খাত ১০ শতাংসের নীচে ছিল তা বর্তমানে ৫০ শতাংশের উপরে উঠেছে। বাংলাদেশ যখন স্বাধীন হয় দেশে এক কোটি (১০ মিলয়ন) মেট্রিক টন চাল উৎপাদন করার সক্ষমতা ছিল। দেশে বন্যা বা খড়া দেখা দিলে সেই উৎপাদন আরো কমে যেতে। স্বাভাবিক সময়ও দেশের সাড়ে সাত কোটি মানুষের প্রয়োজন মেটানের জন্য এক তৃতাংশ খাদ্য দেশের বাহির হতে আমদানি অথবা খয়রাতি হিসেবে আনতে হতো। এই ৪৪ বছরে নগরায়ন ও অবকাঠামোগত উন্নয়নের কারণে আবাদ যোগ্য জমির পরিমান প্রায় ৩০ শতাংশ কমেছে, জনসংখ্যা বেড়ে ১৬ কোটি হয়েছে আর বর্তমানে বাংলাদেশ বছরে ৩ কোটি তিরাশি লক্ষ মেট্রিক টন চাল উৎপাদন করতে সক্ষম। এ ছাড়াও আছে বহুজাতের কৃষি পণ্যের উৎপাদন, আভ্যন্তরিণ ভোগ ও রপ্তানি । এই মুহূর্তে বাংলাদেশ বিশ্বে ৪র্থ চাল উৎপাদকারি দেশে এবং চলতি বছর বাংলাদেশ ১ লক্ষ টন চাল রপ্তানি করার সক্ষমতা অর্জন করার গৌরব অর্জন করেছে। প্রথম চালাকে শ্রীলঙ্কা পঞ্চাশ লক্ষ মেট্রিক টন চাল রপ্তানি করা হয়েছে । এর জন্য মূল কৃতিত্বের দাবিদার বাংলার কৃষক এবং আমাদের কৃষি ব্যবস্থাপনা। যে দেশ নিজের খাদ্য নিজে উৎপাদন করতে পারে সে দেশকে আর পিছনে তাকাতে হয় না। দেশ স্বাধীন হলে জামা বানানোর দু’গজ রিলীফের কাপড়ের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অনেক সময় খালি হাতে ফিরে আসতে হতো। বর্তমানে বাংলাদেশে বিশ্বে দ্বিতীয় বৃহত্তম তৈরি পোষাক রপ্তানি কারক দেশে এবং এই খাত হতে আমাদের রপ্তানি আয়ের ৭৫ শতাংশ অর্জিত হয় যা গড়ে প্রায় ২০ বিলিয়ন ডলার। এই খাতে বর্তামনে ৪০ লক্ষ শ্রমিক কাজ কওে, যার ৮০ শতাংশের বেশি নারি যা এক কথায় অভূতপূর্ব। এটি সম্ভব হয়েছে স্বাধীনতার পর এক ঝাঁক তরুন শিল্পোদক্তার জন্মের ফলে। বহির্বিশ্বে কর্মরত বাংলাদেশের শ্রমিকরা বছরে রেমিটেন্স হিসেবে দেশে গড়ে ১৯ বিলিয়ন ডলার পাঠায় যা ১৯৭১-৭২ সনে অনেকটা শূন্যের কোঠায় ছিল । স্বাধীন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল মাথাপিছু একশত ডলার আয় দিয়ে যা এই মুহূর্তে ১১৯০ ডলারে পৌঁছেছে। শুরুতে কোন ব্যংকে ছিল না এক ডলারের রিজার্ভ। এখন বাংলাদেশে তার ব্যায় মিটিয়ে ২৩ বিলিয়ন ডলারের রিজার্ভের গর্ব করতে পারে। যে দেশের বাজেট এক সময় ৮০ শতাংশ বৈদেশিক সাহায্য ও ঋণ নির্ভরশীল ছিল সেই নির্ভরশীলতা এখন ১০ শতাংশের নীচে নেমে এসেছে। একারণে বাংলাদেশ এখন অনেকের রক্তচক্ষু উপেক্ষা করে প্রায় ৩ বিলিয়ন ডলার ব্যায় করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মানের সাহস দেখাতে পারে। বর্তমানে বাংলাদেশে ২৪ শতাংশ মানুষ দারিদ্র সীমার নীচে বাস করে যা ১৯৭১-৭২ সালে ছিল ৭৫ শতাংশ। অতি দারিদ্রের সংখ্যা প্রায় ৫০ শতাংশ হতে ১০.৬৪ শতাংশে নেমে এসেছে। ১০৭২-৭৩ অর্থ বছরে বাংলাদেশের প্রথম বাজেটের পরিমান ছিল ৮৭৫ কোটি টাকা। চলতি অর্থ বছরে তার পরিমান ২ লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকায় উন্নিত হয়েছে যা আগামী অর্থ বছরে ৩ লাখ কোটি টাকায় উন্নিত করার সম্ভব বলে অর্থনীতিবিদরা মনে করছেন কারণ শ্রীলংকা বাদে বাংলাদেশ হচ্ছে দক্ষিণ দক্ষি-পূর্ব এশিয়ার একমাত্র দেশে যেটি জাতীয় প্রবৃদ্ধির হার ৬ শতাংশের উপর ধরে রাখতে পেরেছে। গড় আয়ু বেড়েছে ২৭ বছর হতে ৭০ বছরে কারণ এখন চিকিৎসা সেবা আগের তুলনায় কিছুটা উন্নিত ও সহজ লভ্য হয়েছে যদিও তা মারাত্মক ভাবে অপ্রতুল। সব কিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশ ২০২১ সালের আগেই প্রত্যাশিত মধ্যম আয়ের দেশে পরিণত হতে পারবে ।
শুধু বঙ্গবন্ধুর প্রত্যাশিত মুক্তির পথে বাংলাদেশে এগিয়ে গেছে বললে ভুল হবে। অপ্রাপ্তির বোঝাও কম নয়। প্রথমে বলতে হয় শিক্ষার ক্ষেত্রে, বিশেষ করে নারী শিক্ষার ক্ষেত্রে এক যুগান্তকারি অগ্রগতি হয়েছে সত্য, কিন্তু শিক্ষার মান খুব যে একটা বেড়েছে তা বলা যাবে না। তার সাথে যোগ হয়েছে কুশিক্ষা যা কয়েকটি প্রজন্মকে চরম প্রতিক্রিয়াশীল ও ধর্মান্ধ বানিয়েছে। এর জন্য অপরিকল্পিত ও নিয়ন্ত্রণহীন মাদ্রাসা শিক্ষা মূলত দায়ি । এখনো দেশের একটি বিরাট জনগোষ্টি কুসংষ্কারাচ্ছন্ন। দেশে সুশান এখনো অনেকটা অধরা রয়ে গেছে। দূর্নীতি এখন একটা সামাজিক ব্যাধি। রাজনৈতিক অস্থিরতা সার্বক্ষণিক ভাবে দেশের মানুষকে তাড়া করছে। রাজনীতি হয়ে পরেছে অনেকটা ক্ষমতা কেন্দ্রিক এবং রাজনীতি রাজনীতিবিদদের কাছ থেকে ছিনতাই হয়ে অরাজনৈতিক ব্যক্তিদের হাতে চলে গিয়েছে। এতে ক্ষতি হয়েছে সুস্থ ধারার রাজনীতি। ৪৪ বছর পর যা অর্জন করা সম্ভব হয়নি তা নিয়ে অক্ষেপ করা ভাল তবে যতটুকু অর্জিত হয়েছে তার জন্য দেশের মানুষ কৃতিত্ব দাবি করতেইতো পারে। যে দিন ব্যর্থতার গ্লানিটুকু আর থাকবে না তখন মনে পরবে ৪৪ বছর আগে এমনি এক ৭ই মার্চে জাতির জনক বলেছিলেন, ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম’ তার সেই স্বপ্ন পুরণ হয়েছে।

লেখক: সাবেক উপাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় । বর্তমানে শিক্ষক ইউল্যাব, ঢাকা । মাচ ৬, ২০১৫

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

 

[প্রথমপাতা]

 

 

 

লেখকের আগের লেখাঃ

[......লেখক আর্কাইভ]