[প্রথমপাতা]

 

 

 

 

বন্যপ্রাণী ঠেকাতে মরিচের গুঁড়ো

 

বণ্য হাতি ঠেকাতে মরিচের গুঁড়ো ভর্তি পিংপং বল ব্যবহার করুন

 

কমিউনিটি রিপোর্ট ।।

নানা দেশে দেখা যায় যে কৃষকের ফসল ভরা খেত লণ্ডভণ্ড করে দিয়ে গেছে হাতি বা অন্য কোন বন্যপ্রাণী৷ অনেক সময় অতিষ্ঠ হয়ে তারা মেরে ফেলে হানাদার পশু৷ এই প্রাণী সংহার রোধ করতে জাতিসংঘ মরিচের গুঁড়ো ব্যবহার করার পরামর্শ দিয়েছে৷

মরিচের গুঁড়ো স্প্রে করুন, খেত রক্ষার কাজে ব্যবহার করুন গাধা৷ এভাবেই বন্যপ্রাণীদের দূরে সরিয়ে রাখার পরামর্শ দিয়েছে জাতিসংঘ৷ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) তার ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে এই পরামর্শ দিয়েছে৷ বিশেষ করে আফ্রিকার কৃষিজীবীদের হাতে বন্যপ্রাণী হত্যা যাতে বন্ধ হয় সে জন্যেই এই পরামর্শ৷ বলা হয়েছে এর জন্য কৃষকদের প্রয়োজনীয় এক ‘টুলকিট' সরবরাহ করা হবে৷

আফ্রিকা মহাদেশে বন্যপ্রাণী আর মানুষের মধ্যে প্রতিযোগিতা সংঘাতের এক বড় উৎস৷ লোকসংখ্যা ক্রমশই বাড়ছে৷ আর এই বাড়তি জনসংখ্যার প্রয়োজন মেটাতে চাই ফসল আর পশুপালনের জন্য আরো জমি৷ বনভূমি কমতে থাকায় হাতি আর বেবুনের দল ঢুকে পড়ছে মাঠে৷ তছনছ করে দিচ্ছে খেতের ফসল৷ জাতিসংঘ বলছে, প্রতি বছর বিশ্বের জনসংখ্যা প্রায় ৭৫ মিলিয়ন করে বাড়ছে৷ মানুষ আর বন্যপ্রাণীর জন্য আরো সংকুচিত হয়ে আসছে স্থান৷ ফলে সংঘাতের হুমকিও আরো বেড়ে যাচ্ছে৷ ক্রুদ্ধ কৃষকরা ফসল নষ্ট করা হাতিদের অনেক সময় মেরে ফেলে৷ জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা বলছে, এই সংহার নয় আর৷ ব্যবহার করুন মরিচের গুঁড়ো৷

প্লাস্টিকের বন্দুকে থাকবে মরিচের গুঁড়ো ভর্তি পিংপং বল৷ ছুঁড়লেই তা হাতির চামড়ায় ছড়িয়ে দেবে মরিচের গুঁড়ো৷ শুরু হয়ে যাবে জ্বালাপোড়া৷ হাতি তখনই দৌড়ে অন্য কোথাও পালিয়ে যাবে৷ আরও একটি পদ্ধতির কথাও বলা হয়েছে৷ মরিচের গুঁড়ো দিয়ে তৈরি এক মিশ্রণে আগুন লাগালে ধোঁয়ার জন্য হাতি আর ধারেকাছে আসবেনা৷

আফ্রিকায় বেবুনের উৎপাত খুব বেশি৷ওরা বিল্ডিং-এর ভিতর ঢুকে পড়ে খাবার চুরি করে৷ এফএও এফএও বলেছে, তাদের ভয় পাইয়ে দিতে ফাঁপা রুটির ভিতর সাপ রাখা যেতে পারে৷ মোজাম্বিকে প্রতি বছর প্রায় ৩শ মানুষ প্রাণ হারায় কুমিরের আক্রমণে৷ সেখানে পানির কাছে বেড়া দেয়ার বিশেষ ব্যবস্থা নেয়াটা জরুরি৷ ডয়েচে ভেলে।


 

 

>>শেষ হলো প্লাস্টিকের বোতল দিয়ে বানানো জাহাজের অভিযান

>>গাছ চিন্তা করে, মনেও রাখে

>>বৃহত্তম তারার সন্ধান পেলেন বিজ্ঞানীরা

>>প্যারিস ট্রেন ক্র্যাশঃ কি ছিল তার পেছনে

>>ডিম নয়, বিজ্ঞান বলছে, 'সম্ভবত মুরগিই!’

>>সমুদ্রতলে মাছরা পরস্পরের সঙ্গে কথা বলে

>>সবচাইতে শীতল বাদামী বামনের সন্ধান লাভ

>>রাশিয়ান কার্গো শিপ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে থামতে ব্যর্থ হল

>>ফ্রিক ওয়েভঃ সমুদ্রের দৈত্যাকার ঢেউ

>>২০৫০ সাল নাগাদ এশিয়ার বেশিরভাগ নদীর পানিপ্রবাহ কমে যাবে

>>সিঙ্গাপুরে প্রত্যেকের জন্য ইলেকট্রনিক মেইলবক্স

>>মিশরে ৩,৬০০ বছর আগের একটি শহরের সন্ধান লাভ 

>>আগুনের সঙ্গে বসবাস

>>বিজ্ঞানের অসহায়ত্ব ভুপাল দুর্ঘটনা

>>কুমিরের সাগর পাড়ি দেবার রহস্য 

>>ছাইমেঘ থেকে বিমান বাঁচানোর নতুন উপায়

>>ডিপ ভেইন থ্রম্বোসিস
>>নানা মারাত্মক রোগের কারণ প্রক্রিয়াজাত মাংস

>>মাদাগাস্কারের ছোট্ট ডুবুরি পাখি হারিয়ে গেল

>>হাবলের চোখে, গ্রহ খাদক নক্ষত্র

>>বিমান বিধ্বস্তের কাহিনী

>>ইন্দোনেশিয়ার জঙ্গলে নতুন প্রজাতির জীব আবিষ্কার

>>ছাইমেঘের জন্য বিজ্ঞানীরা প্রস্তুত

>>জোয়ান অব আর্ক
>>এশিয়ায় হুমকির মুখে পরিযায়ী পাখির দল

>>নেয়ানডার্থালরা আধুনিক মানুষের পূর্বপুরুষ

>>ডেঙ্গু প্রতিরোধে জিনগত কারণ অনুসন্ধান

>>মেক্সিকো উপসাগরে ‘এক্সোন ভালডেজ’ ঘটতে আর কতো দেরী?

>>বোর্নিওতে নতুন প্রানের সন্ধান

>>প্রথমবারের মত পুরো মুখমন্ডলের অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন

>>আইসল্যান্ডে আরো বড় অগ্নুৎপাতের সম্ভাবনা বাড়ছে

>>আইসল্যান্ডেই এই, ইয়েলোস্টোন ফাটলে কি হবে?

>>আগ্নেয়গিরির ছাইয়ে প্রভাবিত বিমান, আবহাওয়া, সূর্যাস্ত

>>বাংলা বছরের সূচনা

>>বিশ লাখ বছরের পুরনো কঙ্কাল থেকে বিবর্তন ধারার সন্ধান

>>শুকিয়ে যাচ্ছে আরল সাগর

>>জেব্রাফিশঃ হৃদযন্ত্রের টিস্যু নিজেই সারিয়ে তোলে
>>হাতি -ফোর হুইল ড্রাইভ

>>গ্রহাণুর ওপর নজর রাখবে নতুন ‘কমপ্যাক্ট’ স্যাটেলাইট

>>প্রবালেরা মারা যাচ্ছেঃ বিভিন্ন দেশে নেমে আসতে পারে বিপর্যয়

>>মৌমাছির হুল ফোটানোয় অসুখ সারে!!

>>মায়া সভ্যতা

>>অ্যাকিলিস

>>২০১৪ সালে চালু হচ্ছে গ্যালিলিও

>>"সেটি" প্রকল্পের ৫০ বছর

>>প্রাচীন মানবের পূর্ণাঙ্গ জিন বিশ্লেষণ
>>ধ্বসে যেতে পারে পশ্চিম এন্টার্কটিকা

>>ঝড়ের সংখ্যা কমে বাড়তে পারে গতি

>>শিরাকাওয়া-গো এবং গোকাইয়ামা

>>পৃথিবীর গভীরতম স্থানঃ চ্যালেঞ্জার ডিপ

>>সুপার ভলকেন

>>চীনে হাজার হাজার ডাইনোসরের পায়ের চিহ্ন

>>শিকোকুর তাকামাত্সুঃ প্রকৃতি, ইতিহাস আর ঐতিহ্যের সংমিশ্রন

>>তিমি কাহিনী

>>মাউন্ট সেন্ট হেলেনের অগ্নুৎপাত

>>ছাদ উড়ে যাওয়া বিমানের কাহিন

>>টর্নেড

>>জলবায়ু পরিবর্তনে গাছপালা ও প্রাণীকূল সর্বোচ্চ হুমকির মুখে

>>ভূপাল বিপর্যয়

>>মাছেরা যেদিন ডাঙায় উঠল

>>মহাবিশ্বে অজানা গরম বস্তু!

>>এয়ার ক্র্যাশ ইনভেস্টিগেশনঃ মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ঘ

>>তেনেরিফেঃ এভিয়েশন ইতিহাসের সবচাইতে বড় দুর্ঘটনা

>>সুপার কন্টিনেন্টের ভাঙাগড়া

>>কিং কোবরা

>>লেক চুজেনজিঃ মনমাতানো একটি লেক

>>রোমানিয়ায় কমিউনিস্ট বিরোধী বিপ্লবের ২০ বছর

>>ঐতিহাসিক নগরী কামাকুরা

>>গ্র্যান্ড ক্যানিয়নের রহস্য

>>একাত্তুরের টুকরো ছবি
>>একাত্তুরের গনহত্যা
>>চ্যানেল স্ক্যাবল্যান্ডস

>>চীন জাপান যুদ্ধ
>>সাপ্পোরোর ইয়ূকি মাতসুরি

>>যশোর রোড
>>ইয়াইয়ামাঃ অবকাশ যাপনের অদ্বিতীয় স্থান
>>ইয়াকুশিমাঃ জাপানের প্রাচীনতম বৃক্ষরাজির দ্বীপ

>>মাতসুশিমাঃ জাপানের অন্যতন দর্শনীয় স্থান
>>ওসাকা ক্যাসেল
>>বিশ্বের ব্যাস্ততম ষ্টেশন শিঞ্জুক

 

 

[প্রথমপাতা]