|
৭১ এর গনহত্যার চিত্র
(কমিউনিটি
ডেস্ক): ১৯৭১ এর মার্চে বাঙালী
নিধনের এই ফুটেজটি ধারন করেছিলেন
প্রফেসর নুরুল উলা। একটি গোপন
স্থান থেকে ধারন করা প্রফেসর
নুরুল উলার এই ভিডিওটি ৭১এর
গনহত্যার একটি অন্যতম সাক্ষী।
অস্পষ্ট ভিডিওটি সাক্ষী দিচ্ছে কি
ভাবে বিভিন্ন স্থানে পাকিস্তানীরা
হত্যাযজ্ঞ চালিয়েছিল। ভিডিওটির এক
পর্যায়ে দেখা যায় এক দফা
হত্যাযজ্ঞ চালিয়ে লাশ গুলো কোন
রকমে সরিয়া আবার হত্যার জন্য
প্রস্তুতি নেয়া হচ্ছে। স্ক্রীনের
ডান পাশ থেকে বাঙালী একদল
ছাত্র-শিক্ষক ও হলের
কর্মকর্তা-কর্মচারীদের মাঠে আনা
হলো। তাদের লাইনে দাঁড়া করিয়ে গুলি
করার উদ্যোগ নিলে একজন হাঁটু গেড়ে
ক্ষমা চাইলেও তাদের সকলের উপর গুলি
চালিয়ে হত্যা করা হলো।
সর্বশেষ এই
ভিডিওটি হলো, পাকিস্তানীদের হাতে নির্যাতিত নারীদের উপর এনবিসির ভিডিও
চিত্র। সদ্য কৈশরে পা দেয়া ছোট ছোট মেয়েরা পর্যন্ত বহন করে চলেছে পাকিস্তানী
সৈন্যদের সন্তান। কোন কোন ক্ষেত্রে তারা হয়েছে সমাজচ্যুত। অতি আপনজনেরাও
অনেককে আর ফিরিয়ে নিতে চায়নি। এই সব মেয়েদের সারাটা জীবন ভরে গেছে
অনিশ্চয়তার অন্ধকারে। |