[প্রথমপাতা]

 

 

 

৭১ এর গনহত্যার চিত্র
 

(কমিউনিটি ডেস্ক): ১৯৭১ এর মার্চে বাঙালী নিধনের এই ফুটেজটি ধারন করেছিলেন প্রফেসর নুরুল উলা। একটি গোপন স্থান থেকে ধারন করা প্রফেসর নুরুল উলার এই ভিডিওটি ৭১এর গনহত্যার একটি অন্যতম সাক্ষী। অস্পষ্ট ভিডিওটি সাক্ষী দিচ্ছে কি ভাবে বিভিন্ন স্থানে পাকিস্তানীরা হত্যাযজ্ঞ চালিয়েছিল। ভিডিওটির এক পর্যায়ে দেখা যায় এক দফা হত্যাযজ্ঞ চালিয়ে লাশ গুলো কোন রকমে সরিয়া আবার হত্যার জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে। স্ক্রীনের ডান পাশ থেকে বাঙালী একদল ছাত্র-শিক্ষক ও হলের কর্মকর্তা-কর্মচারীদের মাঠে আনা হলো। তাদের লাইনে দাঁড়া করিয়ে গুলি করার উদ্যোগ নিলে একজন হাঁটু গেড়ে ক্ষমা চাইলেও তাদের সকলের উপর গুলি চালিয়ে হত্যা করা হলো।
 


পাকিস্তানের নির্মমতার আরো সাক্ষী দিচ্ছে দ্বিতীয় এই ভিডিওটি। এটি খুলনা অঞ্চলের একটি দৃশ্য আর বিপোর্টটি হচ্ছে এনবিসির। এই ভিডিওটিতে দেখা যাচ্ছে কি ভাবে বাঙালীদের হত্যাকরা হয়েছিল। এরকম একটি খালের পাশে গিয়ে দেখা যায় অসংখ্য মানুষের হাড়গোড়। আরেকটু এগুলেই দেখা যায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষের দেহাবশেষ ও মাথার খুলি। উপস্থিত জনতা তখন এর প্রতিশোধ নেবার সংকল্প ব্যাক্ত করলেও খুলনা অঞ্চলে এই সব হত্যাযজ্ঞ চালানোর মূল হোতারা প্রকৃত পক্ষে ধরা ছোঁয়ার বাইরেই রয়ে গেছে।

 

 

সর্বশেষ এই ভিডিওটি হলো, পাকিস্তানীদের হাতে নির্যাতিত নারীদের উপর এনবিসির ভিডিও চিত্র। সদ্য কৈশরে পা দেয়া ছোট ছোট মেয়েরা পর্যন্ত বহন করে চলেছে পাকিস্তানী সৈন্যদের সন্তান। কোন কোন ক্ষেত্রে তারা হয়েছে সমাজচ্যুত। অতি আপনজনেরাও অনেককে আর ফিরিয়ে নিতে চায়নি। এই সব মেয়েদের সারাটা জীবন ভরে গেছে অনিশ্চয়তার অন্ধকারে।

এসব নির্যাতিতের ক'জনের পূনর্বাসন হয়েছে? ক'জন ফিরে পেয়েছে তাদের স্বাভাবিক জীবন? স্বাভাবিক জীবন সম্ভবতঃ কেউই পায়নি। আজ স্বাধীনতার ৩৮ বছর পরও আমরা আর খোঁজ নেই না এই সব বিরঙ্গনাদের জীবনটা কতটা দুঃসহ কাটলো। বঙ্গবন্ধুর সময় এদের কেউ কেউ অন্যরকম জীবন ফিরে পেয়েছেন। কেউ কেউ নতুন করে জীবন শুরু করতে পেরেছেন। কিন্তু খুব কম ক্ষেত্রেই জীবনটা ফিরে পেয়েছে আগের সেই সুন্দর রূপ।

১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। কতজনকে এ সময়ে হত্যাকরা হয়েছিল? তার সঠিক পরিসংখ্যান আজও আমাদের হাতে নেই। একটি হিসেবে বলা হয়, শুধুমাত্র শিক্ষাবিদই হত্যা করা হয়েছিল ৯৮৯ জন।

মুক্তিযোদ্ধারা ও সাধারন জনগন যেমন যেমন যুদ্ধের শেষের দিকে এসে ভারতীয় সেনাদেরকে পাকিস্তানীদের অবস্থান চিনিয়ে দিচ্ছিল, আরেকটি দল -এদেশেই জন্ম তাদের, পাকিস্তানীদের চিনিয়ে দিচ্ছিল কোথায় পাওয়া যাবে জাতির বিবেক -বুদ্ধিজীবীদের। 

[প্রথমপাতা]