[প্রথমপাতা]

 

 

 

 

২০১৪ সালে চালু হচ্ছে গ্যালিলিও
 

 

 

কমিউনিটি ডেস্ক ।।

বেশ দেরিতে হলেও ইউরোপীয় কমিশন বহুল প্রত্যাশিত গ্যালিলিও মহাকাশ নেভিগেশন ব্যবস্থা নির্মাণের কাজ শুরু করার সবুজ সংকেত দিয়েছে৷ প্রথম ১৪টি স্যাটেলাইট বা কৃত্তিম উপগ্রহ তৈরি করবে একটি জার্মান কোম্পানি৷

খুব বিলম্বিত হচ্ছিল ইউরোপের গর্বের গ্যালিলিও প্রকল্প৷ ইউরোপীয় কমিশন বৃহস্পতিবারই জানিয়ে দিল যে গ্যালিলিও ২০১৪ সালেই কাজ শুরু করবে৷ অ্যামেরিকার জিপিএস স্পেস নেভিগেশন সিস্টেম-এর বিকল্প হিসেবেই এই ইউরোপীয় প্রকল্পের উদ্ভব৷

ইইউ'এর মহাকাশভিত্তিক এই নেভিগেশন ব্যবস্থার প্রথম ১৪টি স্যাটেলাইট নির্মাণের জন্য ইউরোপীয় কমিশন জার্মানির ওএইচবি সিস্টেমকে ৫৬৬ মিলিয়ন ইউরোর কন্ট্রাক্ট দিয়েছে৷ প্রথম কৃত্রিম উপগ্রহটি ২০১২ সালের জুন মাসেই তৈরি হয়ে যাবে৷ তারপর ২০১৪ সালের মার্চ মাস পর্যন্ত প্রতি ছয় মাস অন্তর আরও একটি করে স্যাটেলাইট নির্মাণের কাজ সম্পন্ন হবে৷

গ্যালিলিও-র সমর্থকদের দাবি, প্রযুক্তির দিক থেকে এই ব্যবস্থা হবে মার্কিন জিপিএস'এর চেয়ে উন্নত৷ কেননা গাড়ি, জাহাজ ও মানুষের আরও বেশি নিখুঁত অবস্থান সম্পর্কে তথ্য সরবরাহ করতে সক্ষম হবে গ্যালিলিও৷

গ্যালিলিও নেভিগেশন ব্যবস্থার মোট স্যাটেলাইটের সংখ্যা শেষ পর্যন্ত গিয়ে দাঁড়াবে ৩২টি৷ প্রকল্পের সঙ্গে যুক্ত কিছু ছোট আকারের কন্ট্রাক্ট পেয়েছে ইটালি আর ফ্রান্সের কোম্পানি৷ ফ্রান্সের আরিয়ানে স্পেস স্যাটেলাইটগুলোকে মহাকাশে উৎক্ষেপণে সাহায্য করবে৷ সূত্রঃ ডয়েচে ভেলে।

 

 

>>"সেটি" প্রকল্পের ৫০ বছর

>>প্রাচীন মানবের পূর্ণাঙ্গ জিন বিশ্লেষণ
>>ধ্বসে যেতে পারে পশ্চিম এন্টার্কটিকা

>>ঝড়ের সংখ্যা কমে বাড়তে পারে গতি

>>শিরাকাওয়া-গো এবং গোকাইয়ামা

>>পৃথিবীর গভীরতম স্থানঃ চ্যালেঞ্জার ডিপ

>>সুপার ভলকেন

>>চীনে হাজার হাজার ডাইনোসরের পায়ের চিহ্ন

>>শিকোকুর তাকামাত্সুঃ প্রকৃতি, ইতিহাস আর ঐতিহ্যের সংমিশ্রন

>>প্যারিস ট্রেন ক্র্যাশঃ কি ছিল তার পেছন

>>তিমি কাহিনী

>>মাউন্ট সেন্ট হেলেনের অগ্নুৎপাত

>>ছাদ উড়ে যাওয়া বিমানের কাহিন

>>টর্নেড

>>জলবায়ু পরিবর্তনে গাছপালা ও প্রাণীকূল সর্বোচ্চ হুমকির মুখে

>>ভূপাল বিপর্যয়

>>মাছেরা যেদিন ডাঙায় উঠল

>>মহাবিশ্বে অজানা গরম বস্তু!

>>এয়ার ক্র্যাশ ইনভেস্টিগেশনঃ মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ঘ

>>তেনেরিফেঃ এভিয়েশন ইতিহাসের সবচাইতে বড় দুর্ঘটনা

>>সুপার কন্টিনেন্টের ভাঙাগড়া

>>কিং কোবরা

>>লেক চুজেনজিঃ মনমাতানো একটি লেক

>>রোমানিয়ায় কমিউনিস্ট বিরোধী বিপ্লবের ২০ বছর

>>ঐতিহাসিক নগরী কামাকুরা

>>গ্র্যান্ড ক্যানিয়নের রহস্য

>>একাত্তুরের টুকরো ছবি
>>একাত্তুরের গনহত্যা
>>চ্যানেল স্ক্যাবল্যান্ডস

>>ফ্রিক ওয়েভঃ সমুদ্রের দৈত্যাকার ঢেউ
>>চীন জাপান যুদ্ধ
>>সাপ্পোরোর ইয়ূকি মাতসুরি

>>যশোর রোড
>>ইয়াইয়ামাঃ অবকাশ যাপনের অদ্বিতীয় স্থান
>>ইয়াকুশিমাঃ জাপানের প্রাচীনতম বৃক্ষরাজির দ্বীপ

>>মাতসুশিমাঃ জাপানের অন্যতন দর্শনীয় স্থান
>>ওসাকা ক্যাসেল
>>বিশ্বের ব্যাস্ততম ষ্টেশন শিঞ্জুক

 

 

[প্রথমপাতা]