[প্রথমপাতা] |
ওসাকা ক্যাসেল
(কমিউনিটি ডেস্ক): ওসাকা ক্যাসেল হলো জাপানের সবচাইতে বিখ্যাত ক্যাসেল। এর
অবস্থান হলো চুউও-কু, ওসাকা, ওসাকা প্রিফেকচার। এর আসল নাম হলো ওজাকাযো।
ষড়শ শতাব্দীতে আজুচি-মোমোইয়ামা সময়টাতে পুরো জাপানকে একত্রীকরন করার
ক্ষেত্রে ওসাকা ক্যাসেল একটি বিশেষ ভূমিকা পালন করেছে।
ওসাকা ক্যাসেলটি মোটামুটি ভাবে এক বর্গকিঃমিঃ এলাকা জুড়ে বিস্তৃত। এর
নির্মানশৈলীও বেশ চিত্তাকর্ষক। ক্যাসেলটি উঁচু প্ল্যাটফরমের মত একটি স্থানে
অবস্থিত যার চারপাশের দেয়ালগুলো পাথর কেটে বসানো হয়েছে। ক্যাসেলের মাঝখানের
ভবনটি বহির্ভাগে পাঁচতলা ও অভ্যান্তরে আটতলা বিশিষ্ট। এর এই বিশেষ
নির্মালশৈলীর পেছনে রয়েছে তলোয়ারধারী শত্রুদের হাত থেকে বাঁচার কৌশল।
ভবনের চারপাশের এলাকার জমির পরিমান প্রায় ৬০ হাজার বর্গমিটার যার মধ্যে
রয়েছে ১৩টি স্থাপনা। এগুলোকে জাপান সরকার রাষ্ট্রীয় মূল্যবান সম্পদ হিসেবে
ঘোষনা করেছে।
১৫৮৩ সালে তোয়োতোমি হিদেইয়শি সর্বপ্রথম ইক্কোইক্কি মন্দির নির্মানের
পরিকল্পনা করেন। সে সময় স্থির করা হয়েছিল এটাকে আজুচি ক্যাসেলের অনুকরনে
বানানো হবে। আজুচি ছিল ছিল সম্রাট ওদা নোবুনাগার হেডকোয়ার্টার। কিন্তু
পরবর্তীতে দেখা গেল এটা সব দিক থেকেই আজুচিকে ছাড়িয়ে গেল। ১৫৯৮ সালে এর
নির্মান কাজ শেষ হয়। ঐ বছরেই হিদেইয়শি মারা যান। মারা যাবার সময় তার পুত্র
তোয়তোমিকে দায়িত্বভার দিয়ে যান। ১৬১৪ সালে তোকুগাওয়া বাহিনী তোয়তোমিকে
আক্রমন করে। সে সময় তোয়তোমির সৈন্য সংখ্যা তোকুগাওয়ার বাহিনীর প্রায় অর্ধেক
ছিল। কিন্তু ওসাকা ক্যাসেলের পরিখার জন্য তোকুগাওয়া বাহিনী তোয়তোমির সাথে
পেরে ওঠেনি। এরপর তোকুগাওয়া কয়েকবার ক্যাসেলের পার্শবর্তী পরিখা ভরাট করার
ব্যার্থ চেষ্টা করেন।
১৬১৫ সালে তোয়তোমি পুনরায় পরিখাটি খুঁড়ে আরো সংস্কারের উদ্যোগ নিলে
তোকুগাওয়া বেজায় ক্ষিপ্ত হন। তিনি তার সেনাবাহিনীকে ওসাকা ক্যাসেলের অভিমুখে
পাঠান। এবার তার সেনাবাহিনীরা তোয়তোমির লোকদের প্রথমে ক্যাসেলের অভ্যান্তরে
ঠেলে দিতে সক্ষম হয় পরবর্তীতে তোয়তোমির পতন ঘটে। এরপর ১৬২০ সালে তোকুগাওয়া
ক্যাসেলটিকে পুনঃনির্মান করেন। এতে এর সৌন্দর্য্যও অনেকগুন বৃদ্ধি পায়।
ওসাকা ক্যাসেল ১৬৬০ ও ১৬৬৫ সালে দু'বার বজ্রপাতে অগ্নিদগ্ধ হয়। দ্বিতীয়
বিশ্বযুদ্ধের সময় এর উপর বোমাও পড়ে। পরবর্তীতে অবশ্য এর পুনঃনির্মান করা হয়।
এই ঐতিহাসিক ক্যাসেলটি সর্বসাধারনের জন্য উন্মুক্ত। জেআর ওয়েস্ট ওসাকা লুপ
লাইন ধরে ওসাকাজিওকোয়েন স্টেশনে নেমে খুব সহজেই দেখে আসতে পারেন ওসাকা
ক্যাসেল। বছরের বিভিন্ন সময় বিভিন্ন উৎসবেও যেমন, চেরী ব্লসম ইত্যাদি সময়
এটা পর্যটকদের খুবই পছন্দের স্থান।
[প্রথমপাতা] |
|