|
ইয়াইইয়ামাঃ অবকাশ যাপনের অদ্বিতীয় স্থান
(কমিউনিটি ডেস্ক): ইয়াইইয়ামা (Yaeyama) হলো জাপানের সর্ব দক্ষিনের দ্বীপগুলোর একটি। ইয়াইইয়ামা, মিয়াকো ও ওকিনাওয়া এই তিনটি দ্বীপপুঞ্জ মিলে গঠিত হয়েছে ওকিনাওয়া প্রিফেকচার। ইয়াইইয়ামা মুলতঃ গ্রীষ্মমন্ডলীয় দ্বীপপুঞ্জ আর এর অবস্থান জাপানের মূল ভূখন্ড হতে অনেক দক্ষিনে। এর ফলে বছরের কোন সময়েই সাধারনত এখানকার তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে নামেনা।
উষ্ণমন্ডলীয় তাপমাত্রা, সাধারন গ্রাম্য ধারার জীবনযাত্রা ইয়াইইয়ামা জাপানের
যান্ত্রিক শহুরে জীবন থেকে যেন একটু নিষ্কৃতি দিচ্ছে। একারনে ইয়াইইয়ামা
পর্যটকদের কাছে খুবই প্রিয়। এই পরম শান্তির রাজ্য আপনাকে দিচ্ছে সিবীচ,
অগভীর সমুদ্রে সাঁতার কাটা, ডাইভিং সহ নিজেকে প্রশমিত করার মত সব কিছু।
ইশিগাকিতে
চমৎকার কয়েকটি বীচ আছে যেখানে অগভীর সমুদ্রে সাঁতার কাটা যায়, কোরাল রীফে
ডাইভিং এর ব্যাবস্থাও আছে। দ্বীপটির প্রায় সব বীচেই সাঁতার ডাইভিং এর এই
সুবিধাগুলো আছে। যদি ডাইভিং এর চিন্তা করেন তবে আগেই মন্টা রে -এর অবস্থান
নিশ্চিত হয়ে নিন। এই দ্বীপের অন্যতম অকর্ষন হলো এই মন্টা রে। তারা দল বেধে
থাকে বিভিন্ন স্থানে বিশেষত: কাবিরা বে এর কাছাকাছি। কাবিরা বে তে সাঁতার
কাটার অনুমতি নেই। কিন্তু নৌকায় করে সচ্ছ পানির উপর দিয়ে চলতে পারবেন। দেখতে
পাবেন সমুদ্রের নীচের রে সহ রং বেরংঙের মাছ। এ এক অপরূপ দৃশ্য। |