[প্রথমপাতা]

 

 

 

 

লেক চুজেনজিঃ মনমাতানো একটি লেক

(কমিউনিটি ডেস্ক): লেক চুজেনজি বা চুজেননিকো নিক্কোতে অবস্থিত পাহাড় ঘেরা একটি মনোরন লেক। প্রায় কুড়ি হাজার বছর আগে নিক্কোর পবিত্র পাহাড় মাউন্ট নানতাই এর অগ্নুৎপাতের ফলে লেক চুজেনজির জন্ম।

চুজেননিকোর আশপাশ মোটামুটি বনজঙ্গল ঘেরা কিন্তু পূর্ব প্রান্তে চুজেননিকো ওনসেনকে ঘিরে একটি ছোট্ট শহর গড়ে উঠেছে। এ ছাড়াও শহরটিতে আছে ছোট কিন্তু সুদর্শন কোগান জলপ্রপাত আর রিউজু জলপ্রপাত। রিউজু জলপ্রপাত চুজেননিকোর উত্তর তীর ঘেঁসে রয়েছে যেখানে ইউকাওয়া নদী লেকটির সাথে মিশেছে।

অক্টোবরের শেষের দিকে এসে চুজেননিকো সবচাইতে অপরূপ হয়ে ওঠে। শরৎকালের গাছের পাতার নানান রং লেকটিকে অসাধারন সৌন্দর্য্যে ভরে দেয়। আবার গরমের দাবদাহে সুউচ্চ (সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১২৬৯ মিটার) লেকটি পুরো এলাকাকে রাখে আরামদায়ক হিম শীতল।

চুজেননিকোর চারপাশের প্রায় ২৫ কিলোমিটার পাহাড়ি পথে হাইকিং এর অতি চমৎকার সুযোগ রয়েছে। তা ছাড়াও চুজেননিকো ওনসেন থেকে নৌকায় করে লেকটির মনোরম দৃশ্যাবলী ঘুরে দেখবার সুযোগ তো থাকছেই।

চুজেননিকো পৌঁছানের একটু আগে ইরোহাজাকায় একটি ছোট পার্কিং নজরে আসবে -এখানেই হলো আকেচিদাইরা মালভূমি। এখান থেকে পুরো এলাকাটির সৌন্দর্য্য আপনি উপভোগ করতে পারবেন। এখানে আরেকটি আকর্ষনীয় জিনিস হলো, পার্কিং লট থেকে মাত্র তিন মিনিট হাঁটলেই পেয়ে যাবেন রোপওয়ে। রোপওয়েতে করে আকেচিদাইরো মালভূমি, কোগান জলপ্রপাত সহ অনেক অপরূপ দৃশ্য আপনি উপভোগ করতে পারবেন।

সব মিলিয়ে ঘুরে বেড়ানোর জন্য চুজেননিকো বা লেক চুজেনজি বেশ আকর্ষনীয় একটি স্থান। প্রতি বছরই উল্লেখযোগ্য সংখ্যক পর্যটক জড়ো হন লেক চুজেনজির এই মনোরম দৃশ্য দেখতে।

 

>>রোমানিয়ায় কমিউনিস্ট বিরোধী বিপ্লবের ২০ বছর

>>ঐতিহাসিক নগরী কামাকুরা

>>গ্র্যান্ড ক্যানিয়নের রহস্য

>>একাত্তুরের টুকরো ছবি
>>একাত্তুরের গনহত্যা
>>চ্যানেল স্ক্যাবল্যান্ডস

>>ফ্রিক ওয়েভঃ সমুদ্রের দৈত্যাকার ঢেউ
>>চীন জাপান যুদ্ধ
>>সাপ্পোরোর ইয়ূকি মাতসুরি

>>যশোর রোড
>>ইয়াইয়ামাঃ অবকাশ যাপনের অদ্বিতীয় স্থান
>>ইয়াকুশিমাঃ জাপানের প্রাচীনতম বৃক্ষরাজির দ্বীপ

>>মাতসুশিমাঃ জাপানের অন্যতন দর্শনীয় স্থান
>>ওসাকা ক্যাসেল
>>বিশ্বের ব্যাস্ততম ষ্টেশন শিঞ্জুক

 

 

[প্রথমপাতা]