[প্রথমপাতা]

 

 

 

 

বিশ লাখ বছরের পুরনো কঙ্কাল থেকে বিবর্তন ধারার সন্ধান

 

 

কমিউনিটি ডেস্ক ।।

দক্ষিণ আফ্রিকার গুহায় প্রাপ্ত দু’টি কঙ্কালের অংশ বিশেষ থেকে আবিষ্কৃত হয়েছে বিবর্তন সম্পর্কিত নানা গুরুত্বপূর্ণ তথ্য৷ কঙ্কাল দু’টির একটি এক তরুণ যুবকের৷ আর অপরটি এক প্রাপ্তবয়স্ক নারীর৷

এই জীবাশ্মগুলো সাম্প্রতিক সময়ে চিহ্নিত করা অস্ট্রালোপিথেকাসের বৈশিষ্ট্যসমূহকে আরো জোরালো করে এবং অনেক আগে থেকে পরিচিত মানুষের হোমো প্রজাতির সাথেও কিছুটা সঙ্গতি নির্দেশ করে৷ গবেষণা ধর্মী সাময়িকী ‘সায়েন্স'-এ প্রকাশ করা হয়েছে মানব-পূর্ব কালের এই জীবাশ্মগুলো থেকে প্রাপ্ত বিস্তারিত তথ্য৷ বিজ্ঞানীরা মনে করছেন, মানব বিবর্তনের ধারণায় একটি নতুন আলো ফেলতে পারে প্রায় ২০ লাখ বছর আগের এই কঙ্কালগুলো৷ ফলে কোথা থেকে মানুষের উৎপত্তি - এই প্রশ্নের উত্তরও হতে পারে আরো সহজতর৷

জোহানেসবার্গের উইটওয়াটার্সরান্ড বিশ্ববিদ্যালয়ের লি বার্গারের নেতৃত্বে একদল বিজ্ঞানী ২০০৮ সালের আগস্ট মাসে উদ্ধার করেছিলেন এই কঙ্কাল দু'টি৷ জোহানেসবার্গ থেকে ৪০ কিলোমিটার দূরের বিশ্ব ঐতিহ্যময় স্থান মালাপা গুহায় পাওয়া গিয়েছিল এসব কঙ্কাল৷ বানরের মতো এদের রয়েছে দীর্ঘ বাহু, কিন্তু ছোট এবং শক্তিশালী হাত৷ আবার মানুষের মতো দৌড়ানোর জন্য রয়েছে দীর্ঘ পা, বলে জানান গবেষক দলের সদস্যরা৷ এই প্রজাতির সদস্যরা প্রায় ১ মিটার ২৭ সেন্টিমিটার লম্বা ছিল বলে মনে করছেন বিজ্ঞানীরা৷ এছাড়া কমবয়সি তরুণটির মস্তিষ্কের আকার ৪২০ থেকে ৪৫০ ঘন সেন্টিমিটার হবে বলে ধারণা করা হচ্ছে৷

বার্গার এই আবিষ্কারকে ‘অভাবনীয়' বলে উল্লেখ করেছেন৷ তিনি বলেন, ‘‘আমাদের গবেষণার ঠিক দ্বারপ্রান্তে আমরা যে ব্যতিক্রমধর্মী অবস্থা দেখেছি তাতে আমি অত্যন্ত অভিভূত৷'' ‘‘আমার পেশাগত জীবনের গোটা সময়ে যা কিছু আবিষ্কার করেছি, তার চেয়েও বেশি মানব-পূর্ব সময়ের জীবাশ্ম রয়েছে বলে আমি এখন মনে করি,'' বলেন বার্গার৷ তিনি আরো বলেন, ‘‘আমরা যখন এগুলো পেয়েছিলাম তখন আমরা কল্পনাও করতে পারিনি যে, আমরা একটি নতুন প্রজাতির সন্ধান লাভ করতে যাচ্ছি৷'' বার্গারের বিশ্বাস, একই স্থান থেকে প্রায় একই ধরণের আরো দু'টি কঙ্কাল পাওয়া যাবে৷

তিনি এই নতুন প্রজাতিকে মানব বিবর্তনের ইতিহাসের ধারায় একটি ‘অজানা সংযোগ' বলে মনে করেন৷ তবে হোমো প্রজাতির আগের ধাপটি কী ছিল সেবিষয়ে চলমান বর্তমান গবেষণার সফলতায় এটি সহায়ক হবে বলে উল্লেখ করেন বার্গার৷ অনেক বিজ্ঞানীই বিশ্বাস করেন যে, প্রায় ২০ লাখ বছর আগে অস্ট্রালোপিথেকাস থেকে বিবর্তনের মাধ্যমেই হোমো প্রজাতির সৃষ্টি৷ তবে ইথিওপিয়ায় উদ্ধার হওয়া মানব-পূর্ব সময়ের ‘লুসি' প্রজাতির চেয়ে এরা ১০ লাখ বছরের পরের প্রজন্ম বলেই ধরে নেওয়া হচ্ছে৷ সূত্রঃ ডয়েচে ভেলে।

 


>>শুকিয়ে যাচ্ছে আরল সাগর

>>জেব্রাফিশঃ হৃদযন্ত্রের টিস্যু নিজেই সারিয়ে তোলে
>>হাতি -ফোর হুইল ড্রাইভ

>>গ্রহাণুর ওপর নজর রাখবে নতুন ‘কমপ্যাক্ট’ স্যাটেলাইট

>>প্রবালেরা মারা যাচ্ছেঃ বিভিন্ন দেশে নেমে আসতে পারে বিপর্যয়

>>মৌমাছির হুল ফোটানোয় অসুখ সারে!!

>>মায়া সভ্যতা

>>অ্যাকিলিস

>>২০১৪ সালে চালু হচ্ছে গ্যালিলিও

>>"সেটি" প্রকল্পের ৫০ বছর

>>প্রাচীন মানবের পূর্ণাঙ্গ জিন বিশ্লেষণ
>>ধ্বসে যেতে পারে পশ্চিম এন্টার্কটিকা

>>ঝড়ের সংখ্যা কমে বাড়তে পারে গতি

>>শিরাকাওয়া-গো এবং গোকাইয়ামা

>>পৃথিবীর গভীরতম স্থানঃ চ্যালেঞ্জার ডিপ

>>সুপার ভলকেন

>>চীনে হাজার হাজার ডাইনোসরের পায়ের চিহ্ন

>>শিকোকুর তাকামাত্সুঃ প্রকৃতি, ইতিহাস আর ঐতিহ্যের সংমিশ্রন

>>প্যারিস ট্রেন ক্র্যাশঃ কি ছিল তার পেছন

>>তিমি কাহিনী

>>মাউন্ট সেন্ট হেলেনের অগ্নুৎপাত

>>ছাদ উড়ে যাওয়া বিমানের কাহিন

>>টর্নেড

>>জলবায়ু পরিবর্তনে গাছপালা ও প্রাণীকূল সর্বোচ্চ হুমকির মুখে

>>ভূপাল বিপর্যয়

>>মাছেরা যেদিন ডাঙায় উঠল

>>মহাবিশ্বে অজানা গরম বস্তু!

>>এয়ার ক্র্যাশ ইনভেস্টিগেশনঃ মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ঘ

>>তেনেরিফেঃ এভিয়েশন ইতিহাসের সবচাইতে বড় দুর্ঘটনা

>>সুপার কন্টিনেন্টের ভাঙাগড়া

>>কিং কোবরা

>>লেক চুজেনজিঃ মনমাতানো একটি লেক

>>রোমানিয়ায় কমিউনিস্ট বিরোধী বিপ্লবের ২০ বছর

>>ঐতিহাসিক নগরী কামাকুরা

>>গ্র্যান্ড ক্যানিয়নের রহস্য

>>একাত্তুরের টুকরো ছবি
>>একাত্তুরের গনহত্যা
>>চ্যানেল স্ক্যাবল্যান্ডস

>>ফ্রিক ওয়েভঃ সমুদ্রের দৈত্যাকার ঢেউ
>>চীন জাপান যুদ্ধ
>>সাপ্পোরোর ইয়ূকি মাতসুরি

>>যশোর রোড
>>ইয়াইয়ামাঃ অবকাশ যাপনের অদ্বিতীয় স্থান
>>ইয়াকুশিমাঃ জাপানের প্রাচীনতম বৃক্ষরাজির দ্বীপ

>>মাতসুশিমাঃ জাপানের অন্যতন দর্শনীয় স্থান
>>ওসাকা ক্যাসেল
>>বিশ্বের ব্যাস্ততম ষ্টেশন শিঞ্জুক

 

 

[প্রথমপাতা]