প্রথমবারের মত পুরো মুখমন্ডলের
অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন
হাবিবুর
রহমান, কমিউনিটি ডেস্ক ।।
প্রথমবারের মত স্পেনের বার্সিলোনার একটি হাসপাতালে সফলতার সঙ্গে পুরো
মুখমন্ডলের অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন করতে সক্ষম হয়েছে স্পেনের চিকিৎসকরা। ৩০
সদস্যবিশিষ্ট একটি চিকিৎসক দল এক যুবকের শরীরে পুরো ২৪ ঘন্টা টানা অপারেশন
করে এ সফলতা পেয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন
কর্মকর্তা।
বার্সিলোনা শহরের উপকন্ঠে অবস্থিত ভেল ডি হেবরন হাসপাতালে এ অপারেশন করা
হয়েছে। চিকিৎসকরা জানিয়েছে, ২৪ ঘন্টার টানা এ অপারেশনে রোগীর মুখমন্ডলে তারা
মানব ত্বকের মতই কৃত্রিম ত্বক, চোয়াল, চিবুক, নাক, মাড়ি, দাত ও মুখমন্ডলের
পেশিসমূহ সংযোজন করে রোগীকে সুস্থ করে তুলতে সক্ষম হয়েছেন।
হাসপাতালের একটি সুত্র আরো জানিয়েছে, পাঁচ বছর আগে এ যুবক একটি বড় ধরনের
সড়ক দুর্ঘটনায় তার মুখমন্ডলের অধিকাংশ অঙ্গপ্রত্যঙ্গই হারিয়ে ফেলে। গত পাঁচ
বছর ধরে যুবক এ রোগী মাড়ি ও দাতের অভাবে ভাল করে কোন কিছু চিবিয়ে খেতে পারছে
না। চোয়ালের অভাবে সে কোন ধরনের খাদ্য তার মুখে পুরে রাখতে পারছে না। এছাড়া
চিবুকের অভাবে তিনি তার স্বাভাবিক রেচন প্রক্রিয়া মারাত্মকভাবে বাঁধাগ্রস্থ
হচ্ছে বলেও জানায় তারা।
বছর খানেক আগে এ রোগী তার উন্নত চিকিৎসার জন্য বার্সিলোনার এ হাসপাতালে আসে।
সেবার চিকিৎসকরা তাকে বিশেষ কোন চিকিৎসা দিতে না পারলেও তাকে স্বাভাবিক
অবস্থায় ফিরিয়ে আনার ব্যাপারে আশ্বাস দেয়।
এরপর চলতি বছরের গোড়ার দিকে হাসপাতালটির চিকিৎসকরা মৃখমন্ডল বিশেষজ্ঞ ডা.
জ্য পিয়েরে ব্যারেটের নেতৃত্বে যুবকের চিকিৎসার জন্য একটি চ্যালেঞ্জিং
বোর্ড গঠন করে। এরপর তারা মুখমন্ডলের জন্য প্রয়োজনীয় বিভিন্ন অঙ্গ
প্রত্যঙ্গ তৈরি করে অপারেশনটি করেন। প্রত্যঙ্গ সংযোজনের পর যুবকের
মুখমন্ডলকে স্বাভাবিক রুপ দিতে তারা বিশেষ ধরনের উন্নত সার্জারির আশ্রয় নেন।
২৪ ঘন্টার এ অপারেশনে যুবকের মুখমন্ডল আগের আকার ফিরে পায়। অপারেশনের পরদিন
যুবকের জ্ঞান ফিরে আসে। তিনি আগের মতই সুস্থভাবে তার মুখমন্ডলের সব ধরনের
ব্যবহার করতে সক্ষম হচ্ছেন এখন।
এরমধ্য দিয়ে চিকিৎসা বিজ্ঞানের আরেকটি নবদিগন্তের সুচনা অর্জিত হলো। এখন
থেকে এ্যাসিডে ঝলসে যাওয়া বা দুঘটনায় মুখমন্ডলের বড় ধরনের ক্ষতিসাধনকে
পূর্বের আকারে ফিরিয়ে আনতে স্পেনিশ চিকিৎসকদের কোন বেগ পোহাতে হবে না বলেও
অভিমত দেন হাসপাতালটির চিকিৎসকরা।
মুখমন্ডলের জটিল অপারেশনে অভাবনীয় সফলতা অর্জন করায় দেশটির স্বাস্থ্যমন্ত্রী
বার্লে স্য পাপারাজ্জি হেবরন হাসপাতালের চিকিৎসকদের অভিনন্দন জানিয়েছে। এ
সফলতাকে তিনি চিকিৎসা বিজ্ঞানের অন্যতম সংযোজন বলে দাবি করেন।
>>আইসল্যান্ডে আরো বড় অগ্নুৎপাতের সম্ভাবনা
বাড়ছে
>>আইসল্যান্ডেই এই, ইয়েলোস্টোন ফাটলে কি
হবে?
>>আগ্নেয়গিরির ছাইয়ে প্রভাবিত বিমান,
আবহাওয়া, সূর্যাস্ত
>>বাংলা বছরের সূচনা
>>বিশ লাখ বছরের পুরনো কঙ্কাল থেকে
বিবর্তন ধারার সন্ধান
>>শুকিয়ে যাচ্ছে আরল সাগর
>>জেব্রাফিশঃ হৃদযন্ত্রের টিস্যু নিজেই
সারিয়ে তোলে
>>হাতি -ফোর হুইল ড্রাইভ
>>গ্রহাণুর ওপর নজর রাখবে নতুন
‘কমপ্যাক্ট’ স্যাটেলাইট
>>প্রবালেরা মারা যাচ্ছেঃ
বিভিন্ন দেশে নেমে আসতে পারে বিপর্যয়
>>মৌমাছির হুল ফোটানোয় অসুখ সারে!!
>>মায়া সভ্যতা
>>অ্যাকিলিস
>>২০১৪ সালে চালু হচ্ছে গ্যালিলিও
>>"সেটি" প্রকল্পের ৫০ বছর
>>প্রাচীন মানবের পূর্ণাঙ্গ জিন বিশ্লেষণ
>>ধ্বসে যেতে পারে পশ্চিম এন্টার্কটিকা
>>ঝড়ের সংখ্যা কমে বাড়তে পারে গতি
>>শিরাকাওয়া-গো এবং গোকাইয়ামা
>>পৃথিবীর গভীরতম স্থানঃ চ্যালেঞ্জার ডিপ
>>সুপার ভলকেনো
>>চীনে হাজার হাজার ডাইনোসরের পায়ের চিহ্ন
>>শিকোকুর তাকামাত্সুঃ প্রকৃতি,
ইতিহাস আর ঐতিহ্যের সংমিশ্রন
>>প্যারিস ট্রেন ক্র্যাশঃ কি ছিল তার
পেছন
>>তিমি কাহিনী
>>মাউন্ট সেন্ট হেলেনের অগ্নুৎপাত
>>ছাদ উড়ে যাওয়া বিমানের কাহিনী
>>টর্নেডো
>>জলবায়ু পরিবর্তনে গাছপালা ও প্রাণীকূল
সর্বোচ্চ হুমকির মুখে
>>ভূপাল বিপর্যয়
>>মাছেরা যেদিন ডাঙায় উঠল
>>মহাবিশ্বে অজানা গরম বস্তু!
>>এয়ার ক্র্যাশ ইনভেস্টিগেশনঃ
মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ঘ
>>তেনেরিফেঃ এভিয়েশন ইতিহাসের
সবচাইতে বড় দুর্ঘটনা
>>সুপার কন্টিনেন্টের ভাঙাগড়া
>>কিং
কোবরা
>>লেক চুজেনজিঃ মনমাতানো একটি লেক
>>রোমানিয়ায়
কমিউনিস্ট বিরোধী বিপ্লবের ২০ বছর
>>ঐতিহাসিক
নগরী কামাকুরা
>>গ্র্যান্ড
ক্যানিয়নের রহস্য
>>একাত্তুরের টুকরো ছবি
>>একাত্তুরের গনহত্যা
>>চ্যানেল স্ক্যাবল্যান্ডস
>>ফ্রিক
ওয়েভঃ সমুদ্রের দৈত্যাকার ঢেউ
>>চীন জাপান যুদ্ধ
>>সাপ্পোরোর ইয়ূকি মাতসুরি
>>যশোর রোড
>>ইয়াইয়ামাঃ অবকাশ যাপনের অদ্বিতীয় স্থান
>>ইয়াকুশিমাঃ জাপানের প্রাচীনতম বৃক্ষরাজির দ্বীপ
>>মাতসুশিমাঃ জাপানের অন্যতন দর্শনীয় স্থান
>>ওসাকা ক্যাসেল
>>বিশ্বের ব্যাস্ততম ষ্টেশন শিঞ্জুকু
[প্রথমপাতা] |