প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

 

 

৬৬ বছরে বাংলাদেশ আওয়ামী লীগ-এখনো শিখা অনির্বাণ

 


প্রফেসর আবদুল মান্নান

 

আজ ২৩ জুন উপমহাদেশের অন্যতম প্রাচীন ও সক্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ তার ৬৬তম জন্ম দিবস পালন করে ৬৭ বছরে পা রাখছে । ১৯৪৯ সনের ২৩ ও ২৪ জুন দলটির প্রতিষ্ঠা লগ্নে যারা এর বীজ বপন করেছিলেন বঙ্গবন্ধু সহ সেই সব নেতা কর্মীর প্রতি গভীর শ্রদ্ধা ও বিভিন্ন সময়ে এই দলটির যারা কান্ডারির ভূমিকা পালন করেছেন, যে সকল কর্মী দলকে ৬৬ বছরে অতিক্রম করতে নিরলস পরিশ্রম করেছেন তাদের প্রতি রইলো উষ্ণ অভিনন্দন । ৬৬ বছর আগে যারা আওয়ামী লীগের পূর্বসূরী পূর্ব পাকিস্তান মুসলীম আওয়ামী লীগ প্রতিষ্ঠা করার জন্য উদ্যোগ নিয়েছিলেন তাদের প্রায় সকলেই পাকিস্তান আন্দোলনের সাথে যুক্ত ছিলেন একটি মাত্র কারণে আর তা হচ্ছে পাকিস্তান নামক মুসলমানদের জন্য একটি পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে অবহেলিত ও পশ্চাদপর বাঙালি মুসলমানরা নিজেরাই নিজেদের ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারবে । তাদের প্রত্যাশা যে ভ্রান্ত ছিল তা জানতে বাঙালিদের বেশীদিন অপেক্ষা করতে হয় নি । ১৯৪৮ সনের মার্চ মাসে পাকিস্তানের গভর্নর জেনারেল ও মুসলীম লীগের সভাপতি মুহাম্মদ আলী জিন্নাহ ঢাকা সফরে এসে প্রথমে রমনা রেস কোর্স উদ্যান ও পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বিশেষ সমাবর্তনে ঘোষণা করলেন বহু ভাষাভিত্তিক পাকিস্তানে শতকরা ছয়ভাগ মানুষের ভাষা উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা । জিন্নাহ্্র এই কথার অর্থই হচ্ছে পাকিস্তানের দুই অঞ্চলের ৯৪% মানুষ রাষ্ট্রের বিভিন্ন কর্মকান্ড হতে রাতারাতি ছিটকে পরবে । সেদিন এই বাংলার তরুণ সমাজই তাঁর এই বক্তবের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল । তারা বুঝেছিল বাঙালিরা যে পাকিস্তানের জন্য আন্দোলন করেছিল এবং তারা যা অর্জন করেছে দু’টির মধ্যে ব্যবধান বিরাট । ইংরেজী, মারওয়ারি ও এক শ্রেণীর হিন্দু জমিদারদের শোষণের পরিবর্তে তাদের এখন মুখোমুখি হতে হবে পশ্চিম পাকিস্তানের অবাঙালি ধনিক ও আমালাদের শোষণের । লড়াকু বাঙালি তা কেন বিনা প্রতিরোধে হতে দিবে? লড়তে হলে চাই সংগঠন । প্রতিষ্ঠিত হলো পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলীম লীগ, পাকিস্তানের প্রথম রাজনৈতিক দল । ‘আওয়াম’ শব্দের অর্থ জনগণ। আদি মুসলীম লীগ ছিল বিত্তশালী ধনিক ও আমির ওমরা ও নওয়াবদের । এর সাথে জনগণের তেমন একটা সম্পর্ক ছিল না বললেই চলে । নামের সাথে শুরুতে মুসলীম শব্দটি থাকলেও দলটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে সাম্প্রদায়িকতাকে কখনো ধারণ করেনি বরং এই ৬৬ বছরে অসাম্প্রদায়িক রাজনীতি ও আওয়ামী লীগ সমার্থক শব্দ হয়ে উঠেছে। ১৯৫৩ সালে আওয়ামী লীগ তার নাম হতে মুসলীম শব্দটি বাদ দিয়ে শ্রেফ আওয়ামী লীগ নাম ধারণ করে ।
এই ৬৬ বছরে আওয়ামী লীগ অনেক চড়াই উৎরাই পার হয়েছে, অনেক ক্রান্তিকাল অতিক্রম করেছে, ভেঙ্গেছে একাধিকবার, নিষিদ্ধ হয়েছে কয়েকবার, দলটির নেতৃবৃন্দ বিভিন্ন সময়ে শ্রেফ রাজনৈতিক মতাদর্শের কারণে গ্রেফতার হয়েছেন অসংখ্য বার । ১৯৭৫ সনের ১৫ই আগষ্টে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর দীর্ঘ একুশ বছর রাষ্ট্র ক্ষমতার বাইরে থাকার পরও ১৯৯৬ সনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত ধরে পুনরায় রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ফিরে এসেছে । ১৯৪৯ সন হতে ১৯৫২ সন পর্যন্ত আওয়ামী লীগের উল্লেখযোগ্য কীর্তি হচ্ছে তার নেতা কর্মীদের রাষ্ট্রভাষা আন্দোলনে সম্পৃক্ত থাকা ও নেতৃত্ব দেয়া । যে মুসলীম লীগের হাত ধরে পাকিস্তানের জন্ম সেই মুসলীম লীগের রাজনৈতিক কবর রচনা করেছিল ১৯৫৪ সনের প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্ট যার অন্যতম শরিক দল ছিল হোসেন শহীদ সোহরাওয়ার্দির নেতৃত্বে আওয়ামী লীগ আর তাঁর ছায়া সঙ্গী ছিলেন তরুণ শেখ মুজিব যিনি পরে পালাক্রমে দলের সাধারণ সম্পাদক ও প্রেসিডেন্ট হয়েছিলেন । ১৯৬৬ সনে শেখ মুজিব ঘোষণা করেছিলেন বাঙলির মুক্তি সনদ ছয় দফা । এর অব্যহতি পরেই ১৯৬৮ সালে পাকিস্তানের সামরিক জান্তা আইউব খান শেখ মুজিবের বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা দিয়ে তাঁকে গ্রেফতার করে এক প্রহসন মূলক রাষ্ট্রদ্রোহিতার মামলা ঠুকে তাঁকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন । ১৯৬৯ এর ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে সেই ষড়যন্ত্র মূলক মামলা ভেসে গিয়েছিল আর শেখ মুজিব রূপান্তরিত হয়েছিলেন বঙ্গবন্ধুতে। সত্তরের নির্বাচনে আওয়ামী লীগের অবিস্মরণীয় বিজয় বাংলাদেশের অভ্যুধয়কে অনেকটা অবশ্যম্ভাবী করে তুলেছিল যা তরান্বিত হয়েছিল ইয়াহিয়ার নেতৃত্বে সামরিক জান্তা বঙ্গবন্ধুর হাতে ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকার করাতে । একাত্তরের ২৫ মার্চ দিবাগত রাতের ‘অপারেশন সার্চ লাইট‘ এর প্রথম রাত শেষ হওয়ার পর ইয়াহিয়া খান পরদিন রেডিও টেলিভিশনের মাধ্যমে অখন্ড পাকিস্তানে শেষবারের মতো আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছিল এবং বঙ্গবন্ধু সম্পর্কে বলেছিল ‘ঞযরং ঃরসব ঃযরং সধহ ংযধষষ হড়ঃ মড় ঁহঢ়ঁহরংযবফ’. বাঙালি গিয়েছিল মুক্তিযুদ্ধে । বঙ্গবন্ধুর অবর্তমানে তাঁর আদর্শই আমাদের মহান মুক্তিযুদ্ধের অন্যতম অস্ত্র হয়ে উঠেছিল । সে অস্ত্রকে ব্যবহার করে সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ সহ আওয়ামী লীগের নির্বাচিত সংসদ সদস্যরা প্রবাসি সরকার মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন । নয় মাসের এক রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর স্বাধীন হয়েছিল বাংলাদেশ । ১৯৭২ সনের ১০ জানুয়ারি পাকিস্তানের কারাগার হতে ফিরে এসেছিলেন বঙ্গবন্ধু । ততদিনে তিনি বঙ্গবন্ধু হতে জাতির জনক ।
মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ যে সরকার গঠন করেছিল সেই সরকারের সামনে সব চেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যুদ্ধবিধ্বস্থ বাংলাদেশকে গড়ে তোলা যা আওয়ামী লীগ সরকার নানা জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে অত্যন্ত সফলতার সাথে করেছিল । এই সরকারের সব চেয়ে বড় অর্জন ছিল ভারত হতে ফিরে আসা এক কোটি ও অভ্যন্তরীণ ভাবে উচ্ছেদ হওয়া প্রায় কুড়ি লক্ষ শরণার্থীকে পূনর্বাসন করা যা সফলতার সাথে করা হয়েছিল । দ্রুততম সময়ে ১৯৭২ সাল শেষ হওয়ার আগেই রচিত হয়েছিল একটি অত্যাধুনিক সংবিধান । সেই সরকার প্রায় দু’শর উপর রাষ্ট্রের স্বীকৃতি আদায় সহ জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ এনে দিয়েছিল । পর্দার অন্তরালে ষড়যন্ত্র থেমে থাকে নি । ১৯৭৪ সনে সৃষ্টি করা হয়েছিল দূর্ভিক্ষ যার পিছনে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের হাত প্রমাণিত । ১৯৭৫ সনের ১৫ই আগষ্ট এই একই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় হত্যা করা হয়েছিল সপরিবারে জাতির জনক বঙ্গবন্ধুকে । বিদেশে থাকার কারণে বেঁচে গিয়েছিলেন বঙ্গবন্ধুর দু’কন্যা, শেখ হাসিনা ও শেখ রেহানা । ১৯৮০ সন পর্যন্ত প্রকাশ্যে আওয়ামী লীগ বা বঙ্গবন্ধুর নাম নেয়া অলিখিত ভাবে নিষিদ্ধই ছিল ।
১৯৮১ সনের ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগের কাউন্সিলে সর্বসম্মত ভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয় । তখন তিনি দিল্লিতে প্রবাস জীবন যাপন করছেন । ১৭ই মে তিনি ফিরে এসে অনেকটা ছত্রভঙ্গ আওয়ামী লীগের হাল ধরেছিলেন । তাঁর ধীশক্তি, দৃঢ়তা, লক্ষ্য স্থিরে বিচক্ষণতা, সাংগঠনিক ও রাজনৈতিক দূরদর্শিতা বাংলাদেশে আওয়ামী লীগকে বর্তমান অবস্থায় নিয়ে এসেছে । আশির দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে আওয়ামী লীগের ঐতিহাসিক ভূমিকা এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের একটি মাইল ফলক । ১৯৯৬ সনের নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে দীর্ঘ একুশ বছর ক্ষমতার বাইরে থাকার পর আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে এসেছিল যা বিশ্বের ইতিহাসে নজিরবিহীন । শেখ হাসিনার সেই শাসনামলে সম্পাদিত হয়েছিল পার্বত্য শান্তি চুক্তি ও ভারতের সথে গঙ্গার পানি বন্টন চুক্তি । শুরু হয়েছিল বঙ্গবন্ধু হত্যার বিচার যা বেগম জিয়া ক্ষমতায় এসে বন্ধ করে দেন । ২০০৯ সালে আবার ক্ষমতায় এসে শেখ হাসিনা সেই বিচার কার্য সমাপ্ত করে শুরু করেছিলেন একাত্তরের মানবতাবিরোধীদের বিচার কাজ যা এখনো চলমান । তিনি দেশকে নিয়ে গিয়েছেন অর্থনৈতিক সমৃদ্ধির এক নতুন উচ্চতায় । শক্তহাতে দমন করেছেন সকল প্রকারের জঙ্গিবাদ । বাংলাদেশ এখন একটি খাদ্য ঘাটতির দেশ হতে খাদ্য উদ্বৃত্তের দেশ । নিজেদের অর্থায়নে এখন আমরা পদ্মা সেতুর মতো একটি মেগা প্রকল্পের কাজ হাতে নিতে পারি । মাথা পিছু গড় আয় ১৩১৪ মার্কিন ডলার । শিক্ষিতের হার শতকরা ৭১ ভাগ । ২০২১ সালের আগেই বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশ হিসেবে পরিচিতি লাভ করবে বলে আশা। এর আগে অনেক সরকারইতো ক্ষমতায় ছিল তারা কেউই এই সব অর্জনের গর্বে গর্বিত হতে পারে নি কারণ তাদের সদ্বিচ্ছার অভাব ছিল । এই সব অর্জনের জন্যতো আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু ও তাঁর কন্যাকে অভিনন্দন জানাতেই হয় । বাংলাদেশের যা কিছু অর্জন তার সাথে আওয়ামী লীগের নাম ওতপ্রোত ভাবে জড়িত । সুতরাং দেশের সার্বিক কল্যাণের প্রত্যাশা আওয়ামী লীগ ছাড়া কল্পনাতীত । আওয়ামী লীগের শিখা চিরদিন অনির্বাণ থাকুক এবং তার আলোর ছটা ৫৬ হাজার বর্গ মাইলের এই দেশটাকে আলোকিত করে তুলুক । জয় বাংলা ।

লেখক: চেয়ারম্যান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন । জুন ২০, ২০১৫

 

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

 

[প্রথমপাতা]

 

 

 

লেখকের আগের লেখাঃ

[......লেখক আর্কাইভ]