প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

মেয়ের খোঁজে এক আকুল পিতার কাহিনী-

 

 


কমিউনিটি রিপোর্ট ।। মার্চ ১২, ২০১৭ ।।

তাঁর প্রাণপ্রিয় একমাত্র কন্যা সঙ্গে ভাব বিনিময় করতে মাসাআকি নারিতা নিয়মিত সাগরে যান।

২০১১ সালের ১১ মার্চে, সে সময় মিয়াগি প্রিফেকচারে ৭৭ ব্যাংক'র ওনাগাওয়া শাখায় সুনামির ঢেউ আছড়ে পড়লে সেখানে কর্তব্যরত তাঁর কন্যা এমি (২৬) নিখোঁজ হয়ে যান।

নারিতার বয়স এখন ৬০, ইশিনোমাকি শহরের একটি সিফুড কোম্পানির প্রেসিডেন্ট, ওনাগাওয়া'র পাশেই শহরটি। সাগরের বুক থেকে মেয়েকে ফিরিয়ে আনবেনই এমন প্রতিজ্ঞায় তিনি ন্যাশনাল ডাইভিং লাইসেন্স নিয়েছেন।

একদিন, নারিতা তাকেনোউরা উপকূল থেকে এক কিলোমিটার দূরে সাগরে নৌকায় করে যান। ২৫ কিলোগ্রামের ওজন তখন তার পিঠে, শ্বাস নেয়ার যন্ত্রপাতি নিয়ে নৌকার কিনারায় বসেছেন তিনি।

নিজেকেই তিনি বললেন "এখন আমি নীচে এমি'র কাছে যাবো"।

পানির নীচের মাস্ক পরে নেমে যান সাগরে। এর আগেও তিনি আরো ২০০ বারের বেশি সাগরে নেমেছেন।

১৪ মিটার গভীরতায় সাগরে আলো ফিকে হয়ে এসেছে, কম্পাস ধরে ঘুরতে থাকেন ডুবে যাওয়া একটি ধ্বংসস্তুপের নিকট।

তিনি আবিস্কার করলেন দূরে এক টুকরো হাঁড়। তিনি এগিয়ে গিয়ে সেটি তুলে নেন, দেখলেন সেটি হাঁড় নয় এক টুকরো কাঠ।

"এটি তো সে নয়" হতাশা নিয়ে আরেক দফা ভালো করে দেখে দিলেন। সব সময়েই এমনটা ঘটে থাকে।

২০১১ সালের শরৎকালেই মেয়ের বিয়ের কথা ছিলো।

"ছোট বেলায় সে ছুটে আসতো আমার বুকে, আমাকে ডাকতো 'বাবা' বলে" তিনি বলেন, তার ইচ্ছে ছিলো মেয়েকে বিয়ের পোষাকে দেখতে এবং এক সময়ে নাতিপুতির মুখ দেখতে।

সেদিনের পর সাগর নজরে এলেই তার ঘৃণা জাগতো সাগরের প্রতি। কিন্তু ক্লেশের তিন বছর পর সাগর থেকে মেয়েকে ফিরিয়ে আনার কাজে নেমে যান।

নারিতা'র মাঝে মাঝে মনে হয় যেন তার শক্তি ফুরিয়ে আসছে।

একের পর এক সাগরে নামতে নামতে হতাশ হয়ে অনেকবার হাল ছেড়ে দিয়ে চেয়েছিলেন। কিন্তু মেয়ের স্মৃতি মনে হলেই ছুটে যান বারবার সাগরে।

রোববার ছুটির দিনে সাধারণতঃ তিনি ওগাগাওয়া'র সাগরে চলে যান। কোনো কোনো দিন তিনি ডুব দেন মেয়ের খোঁজে। কখোনো কখোনো মেয়ের জন্যে নিজে খাবার তৈরি করে সাগরের বুকে দিয়ে দিয়ে আসেন।

তিনি কোম্পানির প্রেসিডেন্ট হিসেবে আর থাকতে চান না। এতে সাগরে যাওয়ার জন্যে তাঁর আরো সময় মিলবে "যেখানে আমার মেয়েটা রয়েছে।" ইয়োমিউরি শিমবুন।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]