|
বাংলাদেশী মুসলিম রীতিতে জাপানীজ
বিয়ে
কমিউনিটি রিপোর্ট ।। মে ১৪, ২০১৮ ।।
অনেক বাংলাদেশী-ই জাপানে বিয়ে করে থাকেন । সংখ্যা তত্ত্বে জাপানী মেয়ে বিয়ে
করার সংখ্যা বেশী হলেও বাংলাদেশী মেয়ে জাপানী ছেলে বিয়ে করার সংখ্যা
তুলনামূলক কম , তবে একেবারেই যে নেই , তা নয় ।
এইসব বিয়ের অনুষ্ঠান কিংবা বিবাহ উত্তর সংবর্ধনা প্রায়শই জাপানে হয়ে থাকে
এবং উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসীরা তাতে অংশ নিয়ে থাকেন । কিন্তু বাংলাদেশী
বংশোদ্ভূত আসামি হক এবং কিশিমোতো তাকুইয়া ( আব্দুল্লাহ )'র বিবাহ অনুষ্ঠানটি
ছিল সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে , মুসলিম রীতিতে , বাংলাদেশী আমেজে এবং
উৎসবমুখর পরিবেশে ।
জাপান প্রবাসীদের পরিচিত মুখ , কুমিল্লা সোসাইটি জাপান'র সভাপতি মোহাম্মদ
সিরাজুল হক এবং শিগেমি হক -এর একমাত্র কন্যা আসামি হক এর সাথে কিশিমোতো
তাকাহিরো এবং কিশিমোতো মিয়োকো'র একমাত্র পুত্র কিশিমোতো তাকুইয়া'র বিবাহ
অনুষ্ঠানটি সম্পন্ন হয় ১৩ মে ২০১৮ (রোববার) চিবা কেন এর নোদা সিটি'র "রেস্টুরেন্ট
হানদি" তে ।
আরো দশটি বিবাহ অনুষ্ঠান থেকে এর আলাদা বৈশিষ্ট্য হ'লো , নাগরিক সূত্রে উভয়ে
জাপানিজ হলেও জাপানে বিয়ের আয়োজনটি সম্পূর্ণ বাংলাদেশী আমেজে , মুসলিম
রীতিতে এবং উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় ।
নওশা সেজে ফুলেরমালা পরিবেষ্টিত গাড়ীতে চড়ে 'বর'এর আগমন , ফিতা কেটে ভিতরে
প্রবেশ , আকদ সম্পন্ন করে বিয়েতে কবুল বলা , পিতা কর্তৃক বরের হাতে কন্যা
তুলে দেয়া , দোয়া প্রার্থনা করা , সব কিছুতেই একটা বাংগালী পরিবেশ বিরাজ
আগত জাপানী অতিথীরা ও উপভোগ করেন ।
কিশিমোতো তাকুইয়া বিবাহ পূর্বে ইসলাম ধর্মে দীক্ষা নিয়ে "আব্দুল্লাহ" নাম
গ্রহন করেন ।
মুসলীম রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন গাম্মো মসজিদের খতিব মাওলানা
ছাবের আহম্মেদ ।
বিয়ের অনুষ্ঠানে দূরদূরান্ত থেকে ছুটে গিয়েছিলেন দল-মত নির্বিশেষে সর্ব
স্তরের জাপান প্রবাসী বাংলাদেশীরা । আপ্যায়নেও বাংলাদেশী বিয়ের আসরের ধারা
বজায় ছিল।
WARNING:
Any unauthorized use or reproduction of 'Community' content is strictly
prohibited and constitutes copyright infringement liable to legal
action.
[প্রথমপাতা] |
|