@
@
@ |
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
@
@
রাহমান মনি
@
@
জাপান কাহিনিঃ যতোই
পড়ি, ততোই মুগ্ধ হই
@
@
@
ডঃ
আশির আহমেদ এর জাপান কাহিনি , এখন আর জাপান প্রবাসী এবং বাংলাদেশের পাঠকদের
মধ্যেই সীমাবদ্ধ নেই , বিশ্বব্যাপী বাংলাভাষী পাঠকদের কাছেও সমান পাঠক
প্রিয়তা পেয়েছে। পরবর্তী খন্ডের জন্য যারা আমার মতো অধীর আগ্রহ নিয়ে
অপেক্ষায় থাকেন ।
তাই জাপান কাহিনি ৯ম খণ্ড হাতে পাওয়ার সাথে সাথেই পড়া শুরু হয়ে যায় আমার ।
জাপান কাহিনি ৯ম খণ্ডের সূচনা গল্প eজাপানি স্কুল-কলেজে বার্ষিক ক্রীড়া
প্রতিযোগিতাf চোখে পড়তেই বেশ আগ্রহ নিয়ে পড়া শুরু করতেই হোঁচট খেতে হয় ।
কারন , ২টি সন্তানকে জাপানের হোইকোয়েন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত
পড়াশুনা করার সুবাদে বিষয়টির সাথে বেশ ওতপ্রোতভাবেই জড়িত ছিলাম eসিঙ্গেল
ফাদারf হওয়ার কারনে।
বিশেষ করে জাপানের প্রাথমিক বিদ্যালয়ের eউনদোউকাইf যা এতদিন আমি eক্রীড়া
দিবসf বা স্পোর্টস ডেf হিসেবে জেনে এসেছি। কিন্তু ডঃ আশির আহমেদ অভিহিত
করেছেন ফেস্টিভ্যল বা মেলা হিসেবে।
ক্রীড়া দিবস বা ক্রীড়া মেলা যে নামেই অভিহিত করা হউক না কেন উনদোউকাই শুরুর
ইতিহাসটা কিন্তু প্রথমবারের মতো জানার সুযোগ করে দেয়ার জন্য অবশ্যই ধন্যবাদ
পাওয়ার যোগ্য ।
অবশ্য ডঃ আশির আহমেদ তার লিখার প্রায় প্রতিটি গল্পেরই পেছনের গল্পটা তুলে
ধরে যা লেখকের বিশেষ মেধা এবং পরিশ্রমের প্রতিফলন বলা যায় ।
eজাপানি বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনf গল্পটির প্রশংসার ঊর্ধ্বে । তবে, কেন
যেন মনে হয়েছে , গল্পটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড.
আখতারুজ্জামান এর কাছ পর্যন্ত পৌঁছানো অতীব বেশী জরুরী । তাহলে , gদশ টাকায়
এক কাপ চা, একটা সিঙ্গারা, একটা চপ এবং একটি সমুচা পাওয়া যায় ঢাকা
বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। এটি আন্তর্জাতিক সম্প্রদায় জানতে পারলে গিনেস
বুকে রেকর্ড হবেh, এমন মন্তব্য করা শোভা পেতো কি না , আত্মউপলব্ধি করার
সুযোগ পেতো।
eজাপানিদের বয়সf- জাপানে বয়স বাড়া মানে বোঝা নয় কথাটির সাথে একমত হতে পারিনি।
সব ক্ষেত্রেই বয়স উল্লেখ অনেকটাই বাধ্যতামূলক জাপানে । বয়স বাড়ার সবচেয়ে
কুফলটা বুঝা যায় কর্ম সন্ধানে । কাজ করার পারদর্শিতা , স্পৃহা ---আছে কি না
তা পরখ করার আগেই বয়সের কারনে ইন্টার্ভিউ বোর্ড পর্যন্ত যাওয়ার যোগ্যতা
হারিয়ে ফেলা হয় ।
eসাবেক জাপানি প্রধানমন্ত্রীর এ কেমন মৃত্যু, দায়ী কে ?f - সাবেক
প্রধানমন্ত্রী শিনজো আবে হত্যাকাণ্ডে হত্যাকারী চিহ্নিত হওয়া সত্যেও
নিরাপত্তার ঘাটতির কথা স্বীকার করে নিজ ব্যর্থতার দায় মাথায় নিয়ে পদত্যাগ
করার ইচ্ছা প্রকাশ করে পদত্যাগ করেছেন জাপানের পুলিশ এজেন্সির প্রধান
নাকামুরা ইতারু। আবের উপর প্রাণঘাতী হামলার সময়ের নিরাপত্তা পরিস্থিতির
পর্যালোচনা করা একটি প্রতিবেদন প্রকাশের পর এই ঘোষণা দেন তিনি। প্রতিবেদনে
নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি তুলে ধরা হয়েছে। যার দায় তিনি এড়াতে পারেন না
বলে উল্লেখ করেন।
পক্ষান্তরে বাংলাদেশে এমন কোন ঘটনা ঘটলে টপ টু বটম থেকে কি জাতীয় মন্তব্য
আসতো আমরা না হয় কল্পনাতেই থাকি।
আর এই নিয়ে যে জনগনের জীবনযাত্রায় কোন প্রভাব ফেলে না তা , পুলিশ অযাচিত
ভাবে কোন খুনীর বাড়িতে ধ্বংসযজ্ঞ, সংশ্লিষ্ট ব্যক্তিরাই কেবল মূল ঘটনার
মূলউৎপাটনে কাজ করে থাকে, সংশ্লিষ্ট ব্যাতিরেকে অন্য কাউকে হেনস্থা করে না,
লেখক তা-ই তুলে ধরেছেন ।
eজাপানি ট্যাক্সিf গল্পটি শিক্ষণীয় এবং তথ্যবহুল। প্রাকৃতিক দুর্যোগেও
মিটার অনুযায়ী ট্যাক্সি চলে। তবে শুরুতে মাইল প্রতি ০.৬০ ইয়েন এবং পরবর্তী
প্রতি আধা মাইলে ০.১০ ইয়েন এবং মাইলের হিসেবটা অনেকের কাছেই খটকা লাগতে পারে।
এখানে মাইল থেকে কিলোমিটার-এ পরিবর্তনটার ইতিহাস জানালে পাঠকদের কৌতূহল মিটে
যেত। এছাড়াও , ট্যাক্সি হেল্পার তুলে দেয়ার পেছনে অযথা শ্রম ব্যয় জড়িত
থাকার বিষয়টি উল্লেখ নেই।
eজাপানের মেট্রোরেলf, eজাপানের ট্রেন ষ্টেশনf গল্প ২টি সুপাঠেয়.
eবিশ্বকাপ ও জাপানfগল্পটি পড়ে ফিরে গিয়েছিলাম ৩ দশক আগের দিনটিতে। সেদিন
স্টেডিয়ামে অন্যান্য দর্শকদের মাঝে আমিও একজন ছিলাম। মাথা নিচু হয়েছিল
আমাদেরও । শুধু মনে পড়ে একটি গোলের রি-প্লে দেখতে দেখতে আরেকটি গোল হয়ে
যাওয়ার দৃশ্যগুলো ।
eজাপানের জাতীয় খেলা – সুমোf সুমো নিয়ে পাঠকদের কৌতূহলের শেষ নেই । লেখক
তার নিজস্ব ধারনার সাথে পাঠকদের কৌতূহলের সমন্বয়ে আরও কিছু তথ্য যোগ করলে
আরো সমৃদ্ধ হfতো বলে মনে হয়েছে। উইকিপিডিয়ার বাহিরেও যে অন্য অনেক মাধ্যম
রয়েছে যেখানে সর্বশেষ আপডেট পাওয়া যায় লেখক সেদিকে দৃষ্টি রাখেননি ।
eজাপানের লোডশেডিংf গল্পটি পড়লে লোডশেডিং এর উপর প্রচলিত ধারনা পাল্টে যাবে
বলে আমি নিশ্চিত ।
প্লেইজারিজম-চৌর্যবৃত্তি এবং জাপানের সাংবাদিকf গল্পে জাপানে
প্লেইজারিজম-চৌর্যবৃত্তির কারনে যেখানে অভিযোগে দায় স্বীকার করে ক্ষমা
চাওয়ার পরও বস-এর আত্মহত্যা, ডিগ্রি প্রত্যাহার , চাকুরিচুত্য করার মতো ঘটনা
ঘটে মিডিয়ার কারনে, সেখানে বাংলাদেশে গবেষণায় চৌর্যবৃত্তি করার বিষয়টি
প্রমাণিত হওয়ায় দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের গণযোগাযোগ ও সাংবাদিকতা
বিভাগের শিক্ষক সামিয়া রহমানকে পদাবনতি দিয়ে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার
সিদ্ধান্তের প্রেক্ষিতে হাইকোর্টে রিট করার ঘোষণা দেন সামিয়া রহমান ।
eজাপানের স্বাস্থ্য বিমাf গল্পে বহিঃবিশ্বে গিয়ে চিকিৎসার করানোর নামে
জাপানের ইনস্যুরেন্স কোম্পানি থেকে অর্থ হাতিয়ে নেয়ার ঘটনা কিন্তু সুখকর নয়
প্রবাসী বাংলাদেশীদের জন্য । এই নিয়ে আইন আদালত পর্যন্ত হয়েছে । একই বিল ২
নামে ২ জায়গাতে জমা দিয়ে অর্থ নিতে গিয়ে জাপান মিডিয়াতে স্থান নেয়ার ঘটনা
মিডিয়ার কল্যাণে আমরা জেনেছি । আমার ধারনা লেখকও জেনেছেন । তাই সতর্কতা
মূলক উপদেশ বাণী থাকলে পরিপূর্ণ হfতো ।
eজাপানি সার্ভিসf , জাপানি eস্বামী সিটিং সার্ভিসf , eজাপানি বৃদ্ধদের এইসব
দিনরাত্রি। eজাপানে মুসলমানদের কবরf- জাপানে বর্তমানে বেশ কয়েকটি মুসলিম
কবরস্থান প্রতিষ্ঠিত হয়েছে। কানতো এলাকায় বা টোকিওর আশেপাশে ইয়ামানাশি ,
ইবারাকি এবং সাইতামা প্রিফেকচারে মুসলিম কবরস্থান অন্যতম। প্রবাসী বাংলাদেশি
মুসলিম কমিউনিটির পক্ষ থেকেও মুসলিম কবরস্থান প্রতিষ্ঠার উদ্যোগ এবং চেষ্টা
চলমান রয়েছে।
জাপানে মুসলমানদের কবর গল্পে আরো বিস্তারিত ব্যাখ্যা, আনুসঙ্গিক খরচ এবং
রক্ষণাবেক্ষণ সম্পর্কে বিস্তারিত উল্লেখ থাকলে পাঠকদের জানার সুযোগ হfতো ।
eদাঁতের মুকুটf – লেখক শৈলী , নিপুন প্রকাশভঙ্গি , চমৎকার গদ্যভাষার সাথে
রম্যতার রসায়ন মনে হয়েছে এইতো লেখক আশির , যিনি তার স্বরূপে ফিরে এসেছেন ।
eগ্লাসগো ভ্রমনf – লেখকের গ্লাসগো ভ্রমন গল্পটিতে টোকিও এবং লন্ডন শহরের
পার্থক্য স্পষ্টতই বুঝা যায়। এশিয়ার একটি দেশ হয়েও টোকিও তথা জাপান অনেক
দিক থেকেই এগিয়ে । ট্যাক্সি ক্যাব , রেল যোগাযোগ , হোটেল ব্যবস্থা , নেট
সুবিধা ইত্যাদি অন্যতম প্রধান । তবে , জাপান প্রবাসী হোটেল/রেস্টুরেন্ট
ব্যাবসায়ীদের হীন্যমনতা প্রবাসীদের অর্জিত সব গৌরবকে ম্লান করে দেয়। তাদের
ব্যবসা প্রতিষ্ঠানে বাংলায় সাইনবোর্ড তো দূরের কথা , বাংলাদেশের নামটি
পর্যন্ত থাকে না। তাদের প্রিয় ইন্দোরিওরি (ইন্দিয়ান ফুড) নাম দিয়েই ব্যবসা
করেন । ব্যতিক্রম কেবল একজনই ছিলেন । টোকিওর ৎসুকিজি নামক প্রসিদ্ধ এক
এলাকায় জালাল নামের এক ব্যাক্তির gজালালh নামে একটি রেস্টুরেন্ট ছিল সেখানে
বাংলায় সাইনবোর্ড শোভা পেতো ।
eমেইড ইন বাংলাদেশ-শ্রমিকের বেতন বাড়ছে না, দোষ কার ?f- জাপান কাহিনি ৯ম
খণ্ডে, তন্ন তন্ন করে খুঁজেও যারা লেখকের প্রিয় বাক্য eউইন উইনf বাক্যটি
পাননি , তারা এই গল্পে পেয়ে যাবেন।
eজাপানি চাষিf – সুজলা , সুফলা, শস্য, শ্যমলা জাপানকে জানতে আগ্রহী তাদের
জন্য জাপানি চাষি গল্পটি পড়ার জন্য অনুরোধ করা যেতে পারে । এছাড়া এই গল্পে
লেখক উইন উইন সিচুয়েশন এর মতো খুশী খুশী সিচুয়েশন বাক্যটি উপভোগ করতে
পারবেন ।
জাপান কাহিনি ৯ম খণ্ডে লেখক গুণীজনদের কাছ থেকে পাওয়া তাকে এবং তার
গ্রন্থের প্রশংসা বানী gশুভাকাঙ্ক্ষীদের চোখে জাপান কাহিনিh সংবলিত ৬টি
ম্যাসেজ সংযোজন করেছেন । যা, লেখক ডঃ আশির আহমেদ এর পাশাপাশি অন্য এক আশি
আহমেদকে পেতে পাঠকদের সহায়ক হবে ।
একজন পাঠক হিসেবে আমি, জাপান কাহিনি, যতোই পড়ি, ততোই মুগ্ধ হই। এইমুগ্ধতার
যেন শেষ নেই ।।
@
@
ARNING:
Any unauthorized use or reproduction of 'Community' content
is strictly prohibited and constitutes copyright infringement liable to
legal action.
[প্রথমপাতা] |
@
@
@
@
@
@
@
@
@
আরও দেখুন.....
.
আরও দেখুন.....
-
করোনায় জাপান - নাইট ক্লাব বন্ধ, স্কুল
কলেজ সব খোলা, করোনায় বাংলাদেশ- নাইট ক্লাব খোলা আর স্কুল কলেজ সব!!
-
আমাদের
ছেলেবেলা, আগে কি সুন্দর দিন কাটাইতাম?
-
শিক্ষার্থী
ও শিক্ষা প্রতিষ্ঠান
-
বাসায়
গৃহকর্মীর প্রতি মানবিক হওয়াটা জরুরী
-
বাংলাদেশীদের
জন্য মহিয়সী এক জাপানি মায়ের নিঃস্বার্থ ভালোবাসা এবং আমার অযোগ্যত
-
দৃষ্টান্ত সৃষ্টিকারী জাপানী এক বস-এর গল্প
-
জগতখ্যাত
জাপানী সততা
-
জাপানে
সাকুরা উৎসব, করোনায় ভাটা
-
জাপানে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন মিডিয়ার ভূমিক
-
সাংবাদিকতায়
নিরপেক্ষতা বলতে স্থায়ী কিছু নেই
-
সব
ঘটনা-ই eনিউজf হওয়া উচিত নয়
-
প্রবাসে
করোনা হলে জানান দিন, লুকোবার কিছুই নাই, আপনার করণীয়টা পালন করুন
-
জাপানের
ওকিনাওয়ার মাটিতে বাংলাদেশের মুখ উজ্জ্বল করা মুন্সিগঞ্জ এর জাকির খান
-
জাপানে
অব্যাহত জন্মহ্রাসের ভয়াবহ চিত্র
-
দৈনন্দিন
কর্ম কান্ডে একজন জাপানী মা
-
দেশী
স্টাইলে প্রবাসের রাজনীতি, সংশোধন হওয়া জরুরি
-
বাংলাদেশে
করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে ড. তপন পালের প্রক্ষেপণ সঠিক হতে যাচ্ছে
-
রেকর্ড
গড়ে ইতিহাসে স্থান নিয়ে পদত্যাগের ঘোষণা দিলেন জাপানের প্রধানমন্ত্রী আবে
শিনযো
-
শ্রদ্ধাঞ্জলি– স্মৃতির মনি কোঠায়
মুন্সিগঞ্জ এর ধোপা স্যার
-
জাপান
প্রবাস জীবনে আমার কৃষি কাজে সম্পৃক্ত হfবার
গল
-
প্রবাসীদের
জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের নিবন্ধন জরুরি কেন
-
প্রসংগ
- হলুদ সাংবাদিকতা, দুর্মুখদের শেষ অস্ত্র
-
জাপানকে জানার জ্ঞানকোষ হতে পারে ডঃ আশির আহমেদ এর eজাপান কাহিনিf
-
প্রসঙ্গ
জাপানে লকডাউন, বাস্তবতা
-
স্মৃতির
মণিকোঠায় সাংবাদিক সফিউদ্দিন আহমেদ ভাই
-
একজন
প্রবাসী মায়ের সফলতার গল্প
-
জাপান
প্রবাসী বিভিন্ন আঞ্চলিক সংগঠন সমূহের প্রতি বিশেষ অনুরোধ
-
টোকিও
শহীদ মিনার পুনঃস্থাপন, সাংবাদিক হিসেবে আমার কৈফিয়ত
-
জাপানে
সবচেয়ে বড় মসজিদ gবায়তুল আমান মসজিদ কমপ্লেক্সh বাস্তবায়নে প্রয়োজন সবার
সহৃদয় সহযোগিতা
-
প্রসঙ্গ
বাংলাদেশি দক্ষ জনশক্তি রপ্তানি , টোকিও কত দূর?
-
জাপানে
বাংলাদেশী দক্ষ জনশক্তি রপ্তানীর দ্বার উন্মচিত
-
গণপিটুনি
অবিলম্বে বন্ধ করা উচিত
-
জাপান
কাহিনী এবং একজন ডঃ আশির আহমেদ
-
জাপান
বিএনপি'র প্রতিবাদ প্রতিহতের অপচেষ্টা
-
নিয়ম
জেনেও না মানার প্রবনতা বন্ধ হওয়াটা জরুরী
-
জাপানে
বৈশাখী মেলা, আমাদের দায়িত্ব ও কর্তব্য
-
উৎসব
মুখর পরিবেশে জাপানে শিক্ষা জীবন শুরু হয়
-
কোরিয়া
স্বাধীনতার শতবর্ষ পূর্তিতে "ওয়ান কোরিয়া" শ্লোগানে গ্লোবাল পিস কনভেনশন
২০১৯ অনুষ্ঠিত
-
জাপানে
আমার সেকাল – একাল
-
একজন
প্রবাসীর সুখ দুঃখ
-
বিপর্যয় কাটিয়ে ওঠে ফুকুশিমা'তে বসতে যাচ্ছে টোকিও
অলিম্পিক – প্যারা অলিম্পিক ২০২০ এর আসর
-
একটি
কবরস্থান প্রতিষ্ঠায় প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগ
@
@
|