প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

(মতামত সম্পূর্ণ লেখকের নিজস্ব)

 

 

রাহমান মনি                                          

 

 

প্রসঙ্গ জাপানে লকডাউন, বাস্তবতা

 

 

 

 আমরা বাংলাদেশিরা বিশ্বের যে দেশেই থাকিনা কেন সেদেশের আইন শৃঙ্খলা, নিয়ম কানুন , শিল্প সংস্কৃতি, ম্যানার এবং সরকার কর্তৃক সিদ্ধান্ত মেনে চলাটাই বুদ্ধিমানের পরিচয়। কিন্তু আমরা ক’জনা তা মেনে চলছি , বা চলার চেষ্টা করছি।

অতি সম্প্রতি বিশ্ব কাঁপানো করোনা ভাইরাস ( কোভিড ১৯ ) নিয়ে জাপান সরকার গৃহীত পদক্ষেপ নিয়ে অনেকেরই মনেই অসুন্তুষ্টি রয়েছে।

জাপান সরকার কেন লকডাউন দিচ্ছে না এই জন্য সরকার প্রধান হিসেবে শিনযো আবে কে প্রবাসি বাংলাদেশিদের বিভিন্ন গালমন্দও শুনতে হচ্ছে অহরহ।

আসলে লকডাউন’ এর অর্থ কি ?

লকডাউন শব্দটি ইংরেজী সাহিত্যে পূর্ব থেকেই অস্তিত্ব অক্ষুন্ন রাখতে পারলেও করোনার বদৌলতে বাংলাদেশে নতুন আবির্ভাব হওয়ায় এর বাংলা প্রতিশব্দ বহুল প্রচলিত না থাকলেও হতে পারে “অবরুদ্বতা”বা তালাবদ্ব করে দেয়া বা সরল কথায় প্রিজনে রাখা।

শব্দটির ব্যাখ্যায় ক্যামব্রিজ ডিকশনারিতে বলা হয়েছে, কোনো জরুরি পরিস্থিতির কারণে সাধারণ মানুষকে কোনো জায়গা থেকে বের হতে না দেয়া কিংবা ওই জায়গায় প্রবেশ করতে বাধা ( মহামারী নিয়ে হাদিস কোরআনেও একই কথা বলা আছে ) দেয়াই হলো ‘লকডাউন।’ এছাড়া অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে বলা হয়েছে, জরুরি সুরক্ষার প্রয়োজনে কোনো নিদিষ্ট এলাকায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিয়ন্ত্রণ করাই ‘লকডাউন।’সোজা বাংলায় বলা যেতে পারে‘জরুরি প্রয়োজনে কোনো এলাকায় প্রবেশ ও প্রস্থানের নিষেধাজ্ঞাই অবরুদ্ধতা।’

লকডাউন করতে হলে তার আগে জনগণের দৈনন্দিন জীবনের সার্বিক দায়িত্ব সরকারকে বহন করতে হয়। বিশেষ করে অন্নের যোগান।

জাপান সরকার ইচ্ছে করলেই কি জনগনের মৌলিক অধিকার হরণ করতে পারবে ? পারে না । অনুরোধ করতে পারে । আবে করেছেন ও তা।

জাপানের জনগনের অধিকার সম্পর্কে নারিতা বিমান বন্দরের রানওয়ে এলাকাতে ব্যাক্তি মালিকানায় বাড়িটির অস্তিত্ব কি যথেষ্ট নয় ?

বাস্তবতার প্রেক্ষিতে কি জাপানে বিশেষ করে টোকিও ( যেখানে প্রায় দুই কোটি লোকের বসবাস ) তে লকডাউন দেয়া সম্ভব ? আর যদি , একান্তই লকডাউন দেয়া প্রয়োজন হয় তাহলে প্রধানমন্ত্রী হিসেবে আবের দায়দায়িত্ব কি কম ?

আর লকডাউন সরকারকে দিতে হবে কেন ? নিজে নিজে নিতে অসুবিধা কোথায় ? সরকারের চাপিয়ে দেয়ার আশায় বসে না থেকে নিজে নিজেও তো নেয়া যায়। জীবনটা যেহেতু নিজের তাই এর রক্ষা করার প্রথম দায়িত্ব নিজের উপরই বর্তায়।

এই প্রসঙ্গে একটি উদাহরণ টানতে চাই। আমি যেখানে বসবাস করি সেই একই বিল্ডিং- এ ২য় তলায় বসবাসকারী মিলন ভাই এবং তার স্ত্রী এবং ২ টি সন্তান নিয়ে বসবাস করেন। ফুটফুটে দুটি সন্তানের স্বাস্থ্য রক্ষায় এই দম্পতি সদা সচেতন। করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব শুরুতেই তারা ২টি সন্তান সহ নিজেদেরকে ঘরবন্দী বা লকডাউন করে রেখেছেন। আর্থিক ক্ষতি বা সরকারের আর্থিক সহযোগিতা প্রাপ্তির আশায় কিংবা কারোর হুকুমের অপেক্ষায় বসে থাকেন নি। এর আগেও এই দম্পতি বিভিন্ন প্রাদুর্ভাবে একইভাবে নিজ পরিবারকে সুরক্ষা দিয়ে চলেছেন।

কেউ কেউ বিভিন্ন সঠিক বাংলা এবং তথ্য জানা না থাকলেও লাইভ-এ এসে ভুল ভাবে বিভিন্ন তথ্য দিয়ে যাচ্ছেন নির্দ্বিধায়। এ এক বিতিকিচ্ছিরি কাণ্ড।

আমার একটি পোষ্ট –এ একজন মন্তব্য করে বসলেন ‘জাপান সরকার আমাদের ট্যাক্স এ চলে’। কথাটি সত্যি , যুক্তি আছে। তার কাছে বিনয়ের সাথে জানতে চেয়েছিলেম , কোন দেশের সরকার জনগনের ট্যাক্স বিহীন চলে ? সে দেশে যাওয়া উচিত ছিল আপনার। এছাড়াও তার কাছে আরও জানতে চেয়েছিলাম, আমেরিকা কানাডা বা অস্ট্রেলিয়ার মতো ডিভি লটারি , ওপি ওয়ান কিংবা সেকেন্ড হোম এর অফার দিয়ে জাপান এনেছিল আপনাকে ?

মনে পড়ে, ২০১১ সালে জাপানে মহা বিপর্যয়ের পর জাপান ব্যাপী এসিড বৃষ্টির সম্ভাবনা নিয়ে জাপান প্রবাসীদের আশংকার কথা। তাদের তখন পরামর্শ দিয়ে বলেছিলাম , হাকু এন এর দোকান থেকে বালতি কিনে জমাকৃত এসিড দিয়ে চৌবাচ্চা ভরে রাখতে। পরবর্তীতে সুবিধাজনক সময়ে বাজারে বিক্রি করে ব্যাংক ব্যাল্যান্স বাড়িয়ে নিতে।

বাকীটা সকলেই জানেন।


rahmanmoni@gmail.com

 

ARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

[প্রথমপাতা]