|
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
রাহমান মনি
তোমার ভোট আমি
নিব,যাকে খুশী দিয়ে দিব’ এবং উন্নয়নের রোল মডেল
১৯৮০ সালের একটি ঘটনা মনে পড়ে গেল ।
আমি তখন দশম শ্রেণীর ছাত্র । সবে কৈশোরে পা রেখেছি । নৌপথে নারায়ণগঞ্জ থেকে
মুন্সিগঞ্জ-এর মাত্র ৩০ মিনিটের যাত্রা । মাধ্যম লঞ্চ । তখন লঞ্চ-ই ছিল
যাতায়াতের প্রধান মাধ্যম ।
খাজা লঞ্চ নামক একটি লঞ্চ-এ উঠেছি । সহযাত্রী এক বৃদ্ধ ভদ্রলোক কথা বলার
জন্য কাছে যেতে ইশারা করে ডেকে নিলেন । যাওয়ার পর উনি বিভিন্ন প্রশ্ন করে
আমাকে বিব্রত করে ফেললেন । রীতিমতো ছোট খাটো এক ইন্টারভিউ ।
বলা বাহুল্য, আমাদের দেশে কিছু মুরব্বী আছেন, যারা অল্প বয়স্ক ছেলে/মেয়ে
দেখলেই বিভিন্ন প্রশ্ন করতে ভালোবাসেন । ইংরেজী ট্রান্সলেশন থেকে শুরু করে
বাগধারা , অংক , সাধারণ জ্ঞান এর প্রশ্ন , বর্তমান রাজনীতি, কোন কিছুই বাদ
রাখেন না ওইসব ইন্টার্ভিউতে । ওই বয়সের বি,সি,এস এর মতোই কঠিন ছিল সেইসব
ইন্টারভিউ ।
এসব ক্ষেত্রে অনেক সময় যাত্রাটা-ই নিরানন্দ হয়ে যায় । বিব্রত হতে গিয়ে অনেক
সহজ প্রশ্নও সঠিকভাবে উত্তর দেওয়া যায় না । আর আশে পাশে কোন পরিচিত লোক
কিংবা বিপরীত লিঙ্গের সমবয়সী থাকলে যে কি পরিমান বিব্রত হ’তে হয় তা
আল্লাহ্ এবং ভুক্তভুগি ছাড়া অনুধাবন করার ক্ষমতা কারোরই থাকে না ।
যে কথা বলছিলাম । ওই ভদ্রলোক আমার নাম, ঠিকানা, বয়স, স্কুলের নাম ,শ্রেনী
এবং রুল নাম্বার সবই জেনে নিলেন । কে, কে, স্কুলে পড়ি জানার পর এক পর্যায়ে
ক্লাশে বাংলা কে পড়ান তা জানতে চাইলেন । বাবু সুশান্ত কুমার ঘোষাল স্যার
বলতেই ও ‘সুশান্ত’ ! তা হলে তো বাংলায় ভালোই থাকার কথা । আচ্ছা বলতো
“পাহাড়ের পরে পাথরের ঘরে, আমার জন্মস্থান” , এখানে আমার বলতে কবি কাহাকে
বুঝাতে চেয়েছেন ? মনে মনে বললাম কার জন্মস্থান কোথায় তা আমি কি করে জানবো ?
স্বয়ং কবিকেই জিজ্ঞাসা করে জেনে নিলেই পারেন । কিন্তু মনেরটা মনেই থাক এই
ভেবে চেপে ঝট পট উত্তর না দিয়ে একটু ভেবে (চিন্তা করার ভান করে ) বললাম ,
এখানে আমার বলতে কবি নিজেকে বুঝিয়েছেন ।
না , কিছুই জানোনা । কবি এখানে আমার জন্ম বলতে নদী কে বুঝিয়েছেন । নদীর
জন্ম যে পাহাড় থেকে তাও কি জানোনা ? কিছুটা ক্ষেপে গিয়ে বললেন , সুশান্ত
তোমাদের কি পড়ায় ? দাড়াও আমি ওকে জিজ্ঞাসা করে নিই ।
আমি তো সূরা কলেমা যা জানা ছিল সবই একাধিকবার মুখস্ত পড়ে ফেলেছি এই ভেবে যে
, সত্যিই যদি স্যারের কাছে বলে দেন তাহলে পিঠের চামড়া পিঠে থাকবে কিনা ?
পরে অবশ্য কোন বিপদে পড়তে হয়নি এবং এও জেনেছিলাম যে , উনি ছিলেন আমার
স্যারেরও স্যার। অর্থাৎ অনেকটা বাবার উপরে বাবার মতো । এরপর থেকে তাঁর সাথে
রাস্তায় দেখা হলে মুখোমুখি হওয়ার আগেই দূর থেকে অন্য দিকে কেটে পড়তাম ।
আজ অনেক বছর হয়ে গেছে । তার সাথে দেখা সাক্ষাৎ হয়না । অবশ্য তার কারনও
স্নাতক পরীক্ষা দিয়েই জাপান চলে আসি ভাগ্যের অন্বেষণে আর উনি তাঁর বাসভবন
মুন্সিগঞ্জ শহরের শ্রীপল্লীর নিজ বাসভবনে ।
দীর্ঘ চার দশক পর অতি সম্প্রতি তাঁর কথা প্রাশয়ই মনে পড়ে । তার কারন দেশ
পরিচালনায় আমাদের কর্তা ব্যাক্তিদের সস্তা রাজনৈতিক বুলি ‘আমার ভোট আমি দিব
, যাকে খুশী তাকে দিব’ শুনতে শুনতে অভ্যস্ত এমন কি কান ঝালাপালা হয়ে গেছে ।
নিশ্চয় তিনিও শুনেছেন !
কল্পনা করি , এখন যদি তাঁর সাথে আমার বয়সী ( সে সময়ের ) কোন কিশোরী/কিশোরীর
দেখা হয় তাহলে কি তিনি ইশারায় কাছে ডেকে জানতে চান , ‘আমার ভোট আমি দিব ,
যাকে খুশী তাকে দিব’ না বলে বলতেন “তোমার ভোট আমি নিবো, যাকে খুশী দিয়ে
দিবো” এখানে ‘তোমার’, ‘আমি’ , ‘যাকে’ বলতে কাদেরকে বুঝানো হয়েছে ?
আমি কোন উত্তরটি দিলে তিনি খুশী হতেন জানিনা । তবে , আজ আর বিলম্ব না করে
ঝটপট করেই উত্তর দিয়ে বলতাম ‘এখানে তোমার বলতে জনগনকে , আমি বলতে নেতাদের
পোষ্যদের এবং যাকে বলতে নেতাদের নিজেদের কথা বলতে চেয়েছেন । অর্থাৎ জনগণের
ভোট বিভিন্ন লীগ বা দল এর পোষ্য ক্যাডাররা তাদের মনিবদের (নেতাদের) দিয়ে
দিবেন । জনগণকে কষ্ট করে সীল মারতে হবে না ।
কিছুদিন তাই-ই বজায় ছিল । বর্তমানের ডিজিটাল যুগে জনগনের প্রতি উদার এই
সরকার জনগনের কষ্ট আরো লাঘব করার ব্যবস্থা নিয়েছে । এখন আর ভোটের দিন
পর্যন্ত অপেক্ষা করতে হয় না । আগের দিন রাতেই সব ভোট নিয়ে নেয়া হয় নিজের
মনে করে ।
শুধু কি তাই ! আগে শুনতাম ধর্ষণ করা হতো পাটক্ষেত কিংবা পরিত্যক্ত ঘরে ।
এখন ধর্ষণ করা হয় স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে , ভাইয়ের সামনে
বোনকে , পিতার মাথায় পিস্তল ঠেকিয়ে আদরের মেয়েকে । এতে নাকি ভিকটিম টানা
হেঁচড়ার কষ্ট লাঘব হয় । এসব আবার গণনা করে রাখা হয় । সেঞ্চুরি করে
সেলিব্রেট করে স্মরণীয় করে রাখার জন্য । ‘ধর্ষণের গণনা নিজে করবো, প্রয়োজন
হলে লিখে রাখবো’ স্লোগানে উদ্বুদ্ধ হয়ে । সেলিব্রেট করে আবার ফলাও করে
প্রচারও করা হয়ে থাকে
উন্নয়ন আর কাকে বলে ! উন্নয়নের রোল মডেল ই বটে !!!
rahmanmoni@gmail.com
ARNING:
Any unauthorized use or reproduction of 'Community' content
is strictly prohibited and constitutes copyright infringement liable to
legal action.
[প্রথমপাতা] |
-
স্বদেশে
ফিরে যাচ্ছেন ডঃ শাহরিয়ার এম,শামস সামি
-
রাজনীতিবিদদের
কাছে খোলা চিঠিঃ এইবার আমাদের নিজেদের স্বপ্ন বাস্তবায়নের সুযোগ দিন
-
জাপানে
স্কুল ক্রীড়া প্রতিযোগিতা, আমাদের শিক্ষনীয়
-
মিথ্যা
জন্ম তারিখের বিড়ম্বনা ও একটি আবেদন
-
জাপানীরা কর্মঠ হওয়ার হাতে খড়িটা পায় শিশু বয়স থেকেই
-
আমি
যদি একদিনের জন্য ক্ষমতা পেতাম
-
জাপানে
সাংবাদিক নিষিদ্ধ করে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নব্য আওয়ামী লীগার এবং
পুরাতন মিলে একাকার
-
প্রবাসে রাজনীতিতে প্রয়োজন সহনশীলতা
-
মানুষ
গড়ায় কেন জাপানকে আমাদের অনুস্মরণ করা উচিত
-
করোনায় জাপান - নাইট ক্লাব বন্ধ, স্কুল
কলেজ সব খোলা, করোনায় বাংলাদেশ- নাইট ক্লাব খোলা আর স্কুল কলেজ সব!!
-
আমাদের
ছেলেবেলা, আগে কি সুন্দর দিন কাটাইতাম?
-
শিক্ষার্থী
ও শিক্ষা প্রতিষ্ঠান
-
বাসায়
গৃহকর্মীর প্রতি মানবিক হওয়াটা জরুরী
-
বাংলাদেশীদের
জন্য মহিয়সী এক জাপানি মায়ের নিঃস্বার্থ ভালোবাসা এবং আমার অযোগ্যত
-
দৃষ্টান্ত সৃষ্টিকারী জাপানী এক বস-এর গল্প
-
জগতখ্যাত
জাপানী সততা
-
জাপানে
সাকুরা উৎসব, করোনায় ভাটা
-
জাপানে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন মিডিয়ার ভূমিক
-
সাংবাদিকতায়
নিরপেক্ষতা বলতে স্থায়ী কিছু নেই
-
সব
ঘটনা-ই ‘নিউজ’ হওয়া উচিত নয়
-
প্রবাসে
করোনা হলে জানান দিন, লুকোবার কিছুই নাই, আপনার করণীয়টা পালন করুন
-
জাপানের
ওকিনাওয়ার মাটিতে বাংলাদেশের মুখ উজ্জ্বল করা মুন্সিগঞ্জ এর জাকির খান
-
জাপানে
অব্যাহত জন্মহ্রাসের ভয়াবহ চিত্র
-
দৈনন্দিন
কর্ম কান্ডে একজন জাপানী মা
-
দেশী
স্টাইলে প্রবাসের রাজনীতি, সংশোধন হওয়া জরুরি
-
বাংলাদেশে
করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে ড. তপন পালের প্রক্ষেপণ সঠিক হতে যাচ্ছে
-
রেকর্ড
গড়ে ইতিহাসে স্থান নিয়ে পদত্যাগের ঘোষণা দিলেন জাপানের প্রধানমন্ত্রী আবে
শিনযো
-
শ্রদ্ধাঞ্জলি– স্মৃতির মনি কোঠায়
মুন্সিগঞ্জ এর ধোপা স্যার
-
জাপান
প্রবাস জীবনে আমার কৃষি কাজে সম্পৃক্ত হ’বার
গল
-
প্রবাসীদের
জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের নিবন্ধন জরুরি কেন
-
প্রসংগ
- হলুদ সাংবাদিকতা, দুর্মুখদের শেষ অস্ত্র
-
জাপানকে জানার জ্ঞানকোষ হতে পারে ডঃ আশির আহমেদ এর ‘জাপান কাহিনি’
-
প্রসঙ্গ
জাপানে লকডাউন, বাস্তবতা
-
স্মৃতির
মণিকোঠায় সাংবাদিক সফিউদ্দিন আহমেদ ভাই
-
একজন
প্রবাসী মায়ের সফলতার গল্প
-
জাপান
প্রবাসী বিভিন্ন আঞ্চলিক সংগঠন সমূহের প্রতি বিশেষ অনুরোধ
-
টোকিও
শহীদ মিনার পুনঃস্থাপন, সাংবাদিক হিসেবে আমার কৈফিয়ত
-
জাপানে
সবচেয়ে বড় মসজিদ “বায়তুল আমান মসজিদ কমপ্লেক্স” বাস্তবায়নে প্রয়োজন সবার
সহৃদয় সহযোগিতা
-
প্রসঙ্গ
বাংলাদেশি দক্ষ জনশক্তি রপ্তানি , টোকিও কত দূর?
-
জাপানে
বাংলাদেশী দক্ষ জনশক্তি রপ্তানীর দ্বার উন্মচিত
-
গণপিটুনি
অবিলম্বে বন্ধ করা উচিত
-
জাপান
কাহিনী এবং একজন ডঃ আশির আহমেদ
-
জাপান
বিএনপি'র প্রতিবাদ প্রতিহতের অপচেষ্টা
-
নিয়ম
জেনেও না মানার প্রবনতা বন্ধ হওয়াটা জরুরী
-
জাপানে
বৈশাখী মেলা, আমাদের দায়িত্ব ও কর্তব্য
-
উৎসব
মুখর পরিবেশে জাপানে শিক্ষা জীবন শুরু হয়
-
কোরিয়া
স্বাধীনতার শতবর্ষ পূর্তিতে "ওয়ান কোরিয়া" শ্লোগানে গ্লোবাল পিস কনভেনশন
২০১৯ অনুষ্ঠিত
-
জাপানে
আমার সেকাল – একাল
-
একজন
প্রবাসীর সুখ দুঃখ
-
বিপর্যয় কাটিয়ে ওঠে ফুকুশিমা'তে বসতে যাচ্ছে টোকিও
অলিম্পিক – প্যারা অলিম্পিক ২০২০ এর আসর
-
একটি
কবরস্থান প্রতিষ্ঠায় প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগ
|