[প্রথমপাতা]

 

 

 

 

 

কেমন হবে আগামী দিনের পাকিস্তান?

 

প্রফেসর আবদুল মান্নান

কয়েক সপ্তাহের ব্যবধানে পাকিস্তানে দুটি ঐতিহাসিক ঘটনা ঘটে গেল । প্রথমটি পাকিস্তানের ৬৬ বছরের ইতিহাসে একটি নির্বাচিত সরকার তার পাঁচ বছর মেয়াদ পূরণ করেছিল কয়েক সপ্তাহ আগে । আর দ্বিতীয় ঘটনাটি পাকিস্তানের জনগন কট্টর মৌলবাদি ও জঙ্গিবাদীদের সন্ত্রাস তৎপরতা উপেক্ষা করে গত ১১ মে জাতীয় ও চারটি প্রাদেশিক পরিষদের নির্বাচনে ভোট দিল । এই নির্বাচনে মোট প্রায় নয় কোটি ভোটারের ৬০% ভাগ ভোটাধিকার প্রয়োগ করেছে । সাধারণত পাকিস্তানের পাঞ্জাব ছাড়া অন্যান্য প্রদেশে মহিলারা ভোট কেন্দ্রে আসতে তেমন একটা আগ্রহান্বিত হন না । এবার ৪৫% মহিলা ভোটার ভোট কেন্দ্রে এসেছেন । এই নির্বাচনে শতাদিক প্রাণহানির ঘটনা ঘটেছে । দেশটির বৃহত্তম শহর করাচি ও আরো কিছু এলাকার ভোট কেন্দ্র ভোট গ্রহণে ব্যাপক কারচূপির অভিযোগ এনেছে সাবেক ক্রিকেটার ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ পার্টি । করাচির নির্বাচনী এলাকার নির্বাচন অনেকগুলি দল শেষ মুহুর্তে বয়কট করেছে । বিশ্লেষকরা বলছেন নির্বাচনের পদ্ধতিগত ত্রুটি নিয়ে তর্ক বিতর্ক চলতে পারে তবে পাকিস্তানে যে একটা নির্বাচন হতে পেরেছে সে দেশের গণতন্ত্রের জন্য সেটাই বড় প্রাপ্তি । পাকিস্তানের ৬৬ বছরের ইতিহাসে সে দিশের সামরিক বেসামরিক আমলাদের ষড়যন্ত্রের কারণে গণতন্ত্র বিকশিত হওয়ার কখনো সুযোগ পায়নি । এই ষড়যন্ত্রের কাছেই গণতন্ত্র সব সময় বলি হয়েছে এবং এর ফলে পাকিস্তার বর্তমানে সারা বিশ্বে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিচিত । মজার ব্যাপার হচ্ছে পাকিস্তানে গণতন্ত্রকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করেছিলেন সেই পঞ্চাশের দশকে একজন বাঙালী, মৌলভী তমিজুদ্দিন খান । করাচির একটি প্রধান সড়ক এখনো তার নামে নামাঙ্কিত আছে ।
পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলি জিন্নাহ পাকিস্তানর প্রথম গণপরিষদেরও প্রেসিডেন্ট (স্পীকার) ছিলেন । তাঁর মৃত্যুর পর গণপরিষদের বাঙালি সদস্য মৌলভী তমিজুদ্দিন খানকে প্রেসিডেন্ট নির্বাচন করা হয় । ফরিদপুরের সন্তান মৌলভী তমিজুদ্দিন খান কোলকাতার প্রেসিডেন্সি কলেজ ও কোলকাতা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষে কোলকাতায় আইন পেশায় নিয়োজিত ছিলেন। তিনি বঙ্গীয় প্রাদেশিক পরিষদেরও একজন সদস্য ছিলেন। দেশ ভাগ হলে তিনি তৎকালিন পূর্ব পাকিস্তানে চলে আসেন । জিন্নাহ্র মৃত্যুর পর পাকিস্তান গণপরিষদ নতুন দেশের জন্য একটি সংবিধান প্রণয়নে হাত দেয় । যেহেতু পাকিস্তানের বিভিন্ন প্রদেশের জনগনের মাঝে ধর্ম ছাড়া আর কোন কিছুরই মিল ছিল না সেহেতু সংবিধান প্রণয়নটা ছিল বেশ কঠিন । তার উপর ছিল পাকিস্তানের সামরিক বাহিনী আর আমলতন্ত্রে পাঞ্জাবের আধিপত্য আর সেহেতুৃ পাঞ্জাব হতে নির্বাচিত সদস্যরা চাইছিল এমন একটা সংবিধান প্রণয়ন করতে যাতে কোন ভাবেই তাদের আধিপত্য খর্ব না হয় । শেষ পর্যন্ত সকলের সম্মিলিত প্রচেষ্টায় সংবিধানের একটা খসড়া প্রস্তুত হলো যাতে পাঞ্জাবের আধিপত্য কিছুটা হলেও খর্ব হয় । কথা ছিল ১৯৫৪ সনের ২৫ ডিসেম্বর (জিন্নাহ্র জন্ম দিন) হতে দেশের প্রথম সংবিধান বলবত হবে । বিধি বাম । পাঞ্জাবি বংশোদ্ভুত গভর্নর জেনারেল গোলমা মোহম্মদ তা মানবেন কেন ? তিনি পাকিস্তানের সেনা প্রধান আইউব খানকে ডেকে পাকিস্তানে সামরিক আইন জারি করার হুকুম দিলেন । এতে আইউব খান রাজি না হওয়াতে গোলাম মোহম্মদ অক্টোবর মাসের ২৪ তারিখ পাকিস্তানের গণপরিষদ ভেঙ্গে দেন । এর বিরুদ্ধে মৌলভী তমিজুদ্দিন খান সিন্ধু হাইকোর্টে একটি রীট আবেদন দাখিল করলে হাইকোর্ট তার পক্ষে রায় দেয় । এই রায়ের বিরুদ্ধে পাকিস্তানের ফেডারেল সরকার সুপ্রিম কোর্টে আপিল করে এবং ইংল্যান্ড হতে অনেক জাঁদরেল আইনজীবী তাদের পক্ষে মামলা লড়ার জন্য হাজির করে । প্রধান বিচারপিত মোহাম্মদ মুনিরের নের্তৃত্বে সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় বাতিল করে দেন । বিচারপতি কর্নেলিয়াস এই রায়ের একমাত্র ভিন্নমতাবল¤িব বিচারপতি ছিলেন । বিচারপতি মুনির বলেছিলেন জনগনের প্রয়োজনে অন্যায়কেও ন্যায় হিসেবে গণ্য করা যায় । তিনি সেই রায়ে ডকিট্রিন অব নেসেসিটি (প্রয়োজনের বাধ্যবাধকতা) ব্যবহার করেছিলেন । পরবর্তি কালে যখন প্রেসিডেন্ট গোলাম ইসহাক খান বেনজির ভ’ট্টো এবং পারভেজ মোর্শারফ নওয়াজ শরিফকে অপসারণ করেন পাকিস্তানের উচ্চআদালত তা জায়েজ করার জন্য বিচারপতি মুনিরের এই রায়কে বেশ স্বাচ্ছেন্দ্য ব্যবহার করেছেন । পাকিস্তানের গণতন্ত্র হত্যায় সে দেশের বিচারপতিরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন । বিচারপতি মুনির পরিবর্তিকালে তার এই সব নাজায়েজ কাজে আপশোস করে তার গ্রন্থ ‘ঐরমযধিুং ধহফ ইুধিুং ড়ভ খরভব’ লিখেছেন ’ওই মামলাটি (তমিজুদ্দিন খান) ছিল পাকিস্তানের দুর্ভাগ্যের শুরু ।’ পাকিস্তানের সূধী সমাজ এখনো মৌলভি তমিজুদ্দিন খানকে সম্মানের চোখে দেখেন ।
সদ্য সমাপ্ত পকিস্তানের নির্বাচনে সব চেয়ে বড় ঘটনা ছিল সাবেক ক্রিকেটার ইমরান খান ও তার দল পাকিস্তান ইনসাফ পার্টির উত্থান । যদিও রাজনীতিতে ইমরান খানের আবির্ভাব গত নির্বাচনে সময়, সেই নির্বাচনে তিনি বা তার দল তেমন একটা সুবিধা করতে পারেন নি । এবার মনে করা হয়েছিল পরিস্থিতির আমূল পরিবর্তন হবে । কিন্তু জাতীয় পর্যায়ে তা প্রত্যাশিত ভাবে হয় নি । মোট ২৬৭ টি আসনের মধ্যে তার দল সর্বসাকূল্যে পেয়েছে ৩২টি আসন । কিন্তু খাইবার-পাকতুনখোওয়ায় (উত্তর পশ্চিম সিমান্ত প্রদেশ) প্রদেশে তিনি একটি কোয়লিশান সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন । কিন্তু সমস্যা হচ্ছে এখানে সরকার গঠন করতে হলে সাথে জামায়াতে ইসলামকে নিতে হতে পারে কারণ এখানকার অন্য বড় দল জামিয়াতে ওলামায়ে ইসলাম ইমরান খানের সাথে নাও যেতে পারে । জাতিয় সংসদ নির্বাচনে জামায়াত মাত্র চারটি আসনে জয়ী হলেও এই প্রদেশে তারা সাতটি আসন পেয়েছে । এই প্রদেশটি আবার তালেবানদের ঘাঁটি হিসেবে পরিচিত ।
এবার নিয়ে নওয়াজ শরিফের তৃতীয়বার প্রধানমন্ত্রী হবেন । আগের দু’বার তিনি তারা মেয়াদ পূরণ করতে পারেন নি । একবার প্রেসিডেন্ট গোলাম ইসহাক খান এক বেসামরিক অভ্যুত্থানে তাকে অপসারণ করেন আর দ্বিতীয়বার জেনারেল পারভেজ মুর্শারফ সামরিক অভ্যুত্থানে তাকে ক্ষমতা হতে উৎখাত করেন । পারভেজ মুর্শরাফ নিজে এবার স্বেচ্ছা নির্বাসন হতে দেশে ফিরেছিলেন নির্বাচন করবেন বলে । মনোনয়ন পত্রও জমা দিয়েছিলেন । সে সবগুলিতো বাতিল হয়েছেই তার উপর তিনি এখন পুলিশ হেফাজতে আটক আছেন । আর যে দলটি নানা প্রতিকূলতার মাঝেও ক্ষমতায় পাঁচ বছর ঠিকে ছিল সেই পিপিল্স পার্টিকে এই নির্বাচনে মাত্র ৩১টি আসনে বিজয়ী হয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে যদিও সিন্ধু প্রদেশে তারা সরকার গঠন করতে যাচ্ছে। পাকিস্তানের রাজনীতিতে দীর্ঘদিন ধরে ভ’ট্টো পরিবারের একটা দাপট ছিল । আপাততঃ সেই দাপট শেষ হয়েছে বলে ধারণা করা হচ্ছে । বেনজির ভূট্টোর স্বামী, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারীর বিরুদ্ধে দূর্নীতির নানা অভিযোগ রয়েছে । সেই অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অস্বীকার করায় প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে উচ্চ আদালতের রায়ে তার পদ হতে সরে যেতে হয়েছে । জারদারি ক্ষমতায় না থাকলে তখন তার কী হবে তা দেখার অপেক্ষায় থাকেত হবে ।
ইতোমধ্যে পিপিপি আর ইমরানের পার্টি তেহরিক-ই-ইনসাফ সাফ জানিয়ে দিয়েছে তারা নওয়াজ শরিফের সরকাওে যোগ দিচ্ছে না । এতে নওয়াজ শরিফের তেমন কোন সমস্যা হবে না কারণ স্বতন্ত্র হিসেবে নির্বাচিত হয়েছেন ৩১ জন । তাদের অনেকেই সরকারে যোগ দিতে এক পায়ে খাড়া । পিপিপি আর তেহরিক মিলে নওয়াজের সামনের বিরোধী দলটি বেশ শক্তিশালী হবে বলে বিশ্লেষকরা মনে করছেন । তবে নওয়াজ নানা মুখী চ্যলেঞ্জ মাথায় নিয়ে সরকার গঠন করতে যাচ্ছেন । প্রথম সমস্যা তালেবানি ও জাতিগত সন্ত্রাস । এমন কোন দিন নেই যেদিন কোথাও না কোথাও বোমা বিষ্ফোরণে নিরীহ মানুষ মারা যাচ্ছে । তার উপর আছে আফগান পাকিস্তান সিমান্তে নিয়মিত যুক্তরাষ্ট্রের ড্রোন হামলা এবং তাতে নিরীহ মানুষের প্রাণহানি । এই সমস্যা সহজে দূর হওয়ার নয় । দেশে জ্বালানি ও অর্থনৈতক সংকট প্রকট । করাচি লাহোরের মতো শহরে দিনে বার হতে ষোল ঘন্টা পর্যন্ত লোড শেডিং হয় । জাতীয় প্রবৃদ্ধি ৪% এর নীচে আর মূদ্রাষ্ফিতী ১১% এর উপর । কোন কোন মাসে তা ২৫% পর্যন্ত হয়েছে । আইন শৃঙ্খলা ভেঙ্গে পড়েছে অনেক আগে । স্বাস্থ ও শিক্ষা খাত কোন রকমে খুড়িয়ে খুড়িয়ে চলছে । দূর্নীতি পাকিস্তানে একটি শিল্প হিসেবে গড়ে উঠেছে । তবে সব চেয়ে বড় চ্যলেঞ্জ হচ্ছে সেনা বাহিনীর সাথে সমঝোতা রেখে চলা । গত পাঁচ বছর সেনা বাহিনী বেশ ধৈর্যের পরিচয় দিয়েছে । আগামীতে সেনা বাহিনীর সাথে সরকারের সম্পর্ক কতটুকু ইতিবাচক হয় তাও দেখার বিষয় । সেনা বাহিনীর সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভাল । সব কিছু মিলিয়ে নওয়াজ শরিফ সরকারকে বেশ কিছু সময় একটা নাজুক সময় পার করতে হবে । তবে তার সরকার যদি চ্যলেঞ্জগুলি সঠিক ভাবে মোকাবেলা করতে পারে তা হলে সরকারের প্রতি জনগনের সমর্থন বাড়বে কারণ পাকিস্তানের সাধারন জনগন দীর্ঘ ৬৬ বছরের দূঃশাসন আর অপশাসনে অতিষ্ঠ । উপমহাদেশের সবগুলি দেশে যদি রাজনৈতিক স্থিতিতিশীলতা বজায় থাকে তাহলে সম্মিলিত ভাবে এই দেশগুলি দ্রুত বিশ্বপরাশক্তি হয়ে উঠতে পারে । এখন দেখার অপেক্ষা কেমন হবে আগামী দিনের পাকিস্তান ।
এটি ঠিক পাকিস্তান বাংলাদেশের জন্য কোন উদাহরণ হতে পারে না । পাকিস্তানের তুলনায় বাংলাদেশ সব আর্থ-সামাজিক সূচকে এগিয়ে আছে । বর্তমানে বাংলাদেশে যে কিছুটা রাজনৈতিক সংকট চলছে তাতো অস্বীকার করার উপায় নেই । দেশের মানুষ আশা করে দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ আলাপ আলাচনার মাধ্যমে এই সংকট সমাধান করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

লেখক: সাবেক উপাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। মে ১৪, ২০১৩

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

 

[প্রথমপাতা]

 

 

 

লেখকের আগের লেখাঃ