প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

রাজন হত্যাকান্ডঃ জাপানে প্রতিবাদ সভা

 

 

 

কমিউনিটি রিপোর্ট ।। জুলাই ২২, ২০১৫ ।।

সিলেটের নিভৃত পল্লীতে শিশু রাজন হত্যার প্রতিবাদ ও ঘৃণা জানাতে জাপান প্রবাসীরা সোমবার সন্ধ্যেয় টোকিও'র আকাবানে বিভিও হলে সমবেত হন। সামাজিক যোগাযোগ ও মিডিয়ায় প্রকাশের কারণে এ রকম অহরহ সংঘটিত হত্যাকান্ডের একটি "রাজন হত্যা" সারা দেশবাসী সহ লক্ষ প্রবাসীদের হৃদয়ে রক্তক্ষরণ করেছে। দুর্ভাগ্যক্রমে একজন সৌদি প্রবাসী কামরুল এই হত্যাকান্ডের নায়ক -যা প্রবাসী হিসেবে আমাদেরকে লজ্জা দিয়েছে। তবে আশার কথা এই লজ্জার সামান্য ক্ষতিপূরবণ হয়েছে। পুলিশকে টাকা দিয়ে নিরাপদে দেশত্যাগ করা এই নরপশুকে সৌদি প্রবাসী একজন মিডিয়াকর্মীর তৎপরতা, প্রবাসী ও দূতাবাসের সহযোগীতায় তাকে আটক করা গেছে।

অনুষ্ঠানের শুরুতেই নিহত রাজন ও এ ধরনের হত্যাকান্ডের শিকার সবার জন্যে এক মিনিট নিরবতা ও তাদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। কোনো রকম আনুষ্ঠানিকতা ছিলো না, ছিলোনা সভাপতি বা সভা সমিতির নিয়মকানুন। প্রবাসীরা সমবেত হয়ে যে যার বক্তব্য মুক্ত আলোচনায় এই হত্যাকান্ডের প্রতিবাদ ও তাদের মতামত ব্যক্ত করেন। আলোচনায় অংশ নেন- সুখেন ব্রম্ম, আব্দুর রাজ্জাক, হসাইন মুনির, আশরাফুল ইসলাম শেলী, ছালেহ মোঃ আরিফ, নারমীন হক, হক মোহাম্মাদ ইমদাদুল, জুয়েল আসহান কামরুল, মোঃ আবু তাহের, মুকুল মোস্তাফিজ, মোঃ নোমান, রাহমান মনি, হাসিবুল হাসান আরিফ, কাজী ইনসানুল হক, খন্দকার আসলাম হীরা।

এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে পুলিশ বিভাগের প্রতি মানুষের বিশ্বাস যে কতোটা নীচে চলে গেছে তা দেশ বিদেশের সকল আলোচনায় দেখা গেছে। প্রবাসীরা বক্তব্যে- সরকারের ইতিমধ্যে গৃহীত সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করলেও রাজনের বাবার দায়ের করা অভিযোগ পাল্টিয়ে রাজনকে চোর সাজিয়ে মাত্র একজন আসামীর নাম দিয়ে রিপোর্ট প্রদান করে মূল আসামীকে এসআই আমিনুল ৬ লক্ষ টাকার বিনিময়ে পালানোর সুযোগ করে দেয়। বক্তারা আমিনুলকে লোক দেখানো প্রত্যাহার ও ওসি'কে শাস্তি না দেয়ায় বিস্ময় প্রকাশ করেন। এসআই আমিনুল ও তার সহযোগীদের বিচারের উদ্যোগ সরকারের গ্রহণ করা উচিত বলে বক্তারা মতামত প্রকাশ করেন।

মাত্র দু'দিনের প্রস্তুতিতে আয়োজিত এই প্রতিবাদ সভায় অনেক প্রবাসী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুখেন ব্রম্ম।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

 

[প্রথমপাতা]