প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

 এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

স্বরলিপির ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান

 

কমিউনিটি রিপোর্ট ।। জানুয়ারি ১২, ২০১৫ ।।

গত ১১ জানুয়ারি ২০১৫ টোকিও'র আরাকাওয়া কু'র ওগু ফুরিআইকান-এ একটি মনোরম ও সাংস্কৃতিক সন্ধান আয়োজন করেছিলো স্বরলিপি কালচারাল একাডেমি। নাসিরুল হাকিম অধ্যক্ষর আমন্ত্রন পত্রে আগেই জানা গেছে স্বরলিপির ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে -সফল সেই অনুষ্ঠানটিতে অনেক প্রবাসীরই অবদান ছিলো তাই সবাই মিলে একটি থ্যাংকস গিভিং ধাঁচের এই আয়োজন। এক সাধে মিলিত হওয়া, সাংস্কৃতিক আয়োজন ও নৈশ ভোজ।

উপস্থিত সব ভাবীরা একেক জন একেক রকমের রান্না করে নিয়ে এসেছেন। কী নেই তাতে? নানান জাতের ভর্তা, ডাল, নাম না জানা অঞ্চল ভিত্তিক রান্না, মিঠা মিষ্টি। প্রবাসীদের সকল কর্মযজ্ঞে যার সহৃদয় সহযোগিতা সর্বদা উন্মুক্ত সেই বাদল চাকলাদার "পদ্মা কমপ্লেক্স" এ আগের রাতে সারারাত চলে রান্নাবান্নার এক ব্যস্ত আয়োজন।

নাজমুল হোসেন, মোল্লা দেলোয়ার, আলমগীর হোসেন মিঠু, মনির হোসেন কর্নেল, নজরুল ইসলাম রনি, শেখ আনোয়ার, দেলওয়ার হোসেন সহ অনেকেই উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

সময়টা নব্বই দশকের সূচনা লগ্ন, জাপানে তখন প্রবাসীর সংখ্যা ছিলো এখনকার তিন গুন। ভাগ্যান্বেষনে ছুটে আসা প্রবাসীদের কর্মক্লান্ত জীবনে বাংলা সাংস্কৃতির ছোঁয়া দিতেই স্বরলিপির আত্মপ্রকাশ। ইতিমধ্যেই প্রবাসীদের আরেকটি সংগঠন "উত্তরণ কালচারাল গ্রুপ" নানা আয়োজন প্রবাসীদের উপহার দিয়ে চলেছে। স্বরলিপির জন্ম সেই পথেই প্রবীণ ও নবীনদের হাত ধরে।

অনুষ্ঠানে এসেছিলেন জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, তার স্ত্রী ও দূতাবাসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। উত্তরণের অনেকেই ফুল দিয়ে স্বরলিপিকে শুভেচ্ছা জানিয়েছেন। অনুষ্ঠানে পরিচয় করিয়ে দেয়া হয় দূতাবাসের নতুন কমার্শিয়াল কাউন্সিলর মোহাম্মাদ হাসান আরিফ'কে। বিদায় সম্বর্ধনা জানানো হয় বিদায়ী প্রথম সচিব শাহনাজ রানু'কে।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাসুদ বিন মোমেন, মুন্সী আজাদ, আব্দুর রহমান, কাজী ইনসানুল হক, মঞ্জুর মোর্শেদ, মোতালেব শাহ প্রিন্স, কাজী এনামুল হক, মনি ঠাকুর, জুয়েল আহসান কামরুল, মীর রেজাউল করিম রেজা, নাসেরুল হাকিম, খন্দকার আসলাম হীরা।

সংগীত পরিবেশন করেন- বাদল, সোমা, শাম্মী, নাওরিন, তানভীর, মুহিত, রোশনি, বাবু, আর উত্তরণের রতন দা ও যেরম গোমেজ। উপস্থাপনায় ছিলেন তনুশ্রী গোলদার ও গোলাম মাসুম।

একেবারে অনানুষ্ঠানিক আয়োজনটির হাসি-ঠাট্টা, আড্ডা, ফটোসেশনে সবাই উপভোগ করেন।

 

>>স্বরলিপির ২২তম প্রতিষ্ঠা বার্ষিকীঃ জমজমাট আনন্দঘন কনসার্ট

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

[প্রথমপাতা]