প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

জাপানের সকল আন্তর্জাতিক বিমানবন্দরে অন্যান্য ভাষার পাশাপাশি বাংলায় "স্বাগতম" শব্দটি যুক্ত করার প্রচেষ্টা

 

 

কাজী ইনসানুল হক, উপদেষ্টা সম্পাদক ।।
কমিউনিটি রিপোর্ট ।। মে ২৬, ২০১৫ ।।

জাপানের সকল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশ মুখে যাত্রীরা যখন টারমাক থেকে বিমানবন্দরে প্রথম পা রাখেন চোখের সামনে দেখতে পান ঢাউশ বিলবোর্ডে জাপানি বর্ণমালায় যাত্রী সাধারণকে "জাপানে স্বাগতম" বলে বরণ করা হয়েছে।

শুধু জাপানি শব্দে নয় পৃথিবীর অনেক ভাষার বর্ণমালায় এই শব্দটি লেখা রয়েছে। ভিনদেশীরা জাপানে প্রবেশ করেই নিজ ভাষার বর্ণমালা দেখে চমকিত হন, গর্বিত হন। দুর্ভাগ্য পৃথিবীর ১১তম ব্যবহৃত "বাংলা" এখানে এখনো তার জায়গা করে নিতে পারেনি।

জাপান প্রবাসী কমিউনিটি ও দূতাবাসের একটি সম্মিলিত আলাপচারিতায় আমি জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মাসুদ বিন মোমেনকে প্রসঙ্গটি বললে তিনি বেশ আগ্রহী হয়ে ওঠেন এবং উপস্থিত সকলের সমর্থন দেখে নিজে উদ্যোগ নেয়ার প্রতিশ্রুতি দেন।

রাষ্ট্রদূত দায়িত্বভার নেয়ার পর ইতিমধ্যেই বেশ কিছু উদ্যোগ নিয়ে জাপানে বাংলাদেশের ভাবমূর্তি বিকাশের প্রচেষ্টার জন্যে সবার সাধুবাদ অর্জন করেছেন।

আশা করছি অচিরেই জাপানের বিমানবন্দরে অন্যান্য ভাষার সাথে বাংলায় "স্বাগতম" লেখাটি শভা বর্ধন করবে। ভাষার জন্যে যুদ্ধ করা জাতি এভাবেই জানান দেবে আমরা আছি...আমরা থাকবো।
 


kaziensan@gmail.com
টোকিও
২৪ মে,২০১৫

 


WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

[প্রথমপাতা]