তোমার জন্যে অপেক্ষা করেছি
-মঈনুল ইসলাম মিল্টন-
তোমার জন্যে অপেক্ষা করেছি, পাঁচ হাজার পাঁচশত পঁচাশি দিন
কিন্তু না তুমি রাখনি পা এ পথে
ঘুমন্ত বাসনা গুলো গুমরে কেঁদেছে বুকে
সেই মুখ একবার দর্শনের তরে ।
প্রতীক্ষার প্রহর বড়ই দীর্ঘ
এক একটি মুহূর্ত যেনো,শতাব্দীর চেয়েও বিশাল,
এর পরেও চেয়ে থাকা পথে পথে
অপেক্ষার প্রহরগুনা মনে মনে
তোমার জন্যে অপেক্ষায় আছি
পাঁচ হাজার পাঁচশত পঁচাশি দিন ।
তুমি ধীর পায়ে হেঁটে
অজানা দেশ থেকে আসলে অবশেষে
দেখলাম তোমায়,
হিম, ঠান্ডা, আমার মৃতদেহের কফিনের পাশে
শুভ্র সাদা ফুল হাতে অপলক ঠায় দাঁড়িয়ে
তুমি, নিশ্চুপ ।
|