প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

 এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

 

তোমার জন্যে অপেক্ষা করেছি
 


-মঈনুল ইসলাম মিল্টন-
 


তোমার জন্যে অপেক্ষা করেছি, পাঁচ হাজার পাঁচশত পঁচাশি দিন
কিন্তু না তুমি রাখনি পা এ পথে
ঘুমন্ত বাসনা গুলো গুমরে কেঁদেছে বুকে
সেই মুখ একবার দর্শনের তরে ।
প্রতীক্ষার প্রহর বড়ই দীর্ঘ
এক একটি মুহূর্ত যেনো,শতাব্দীর চেয়েও বিশাল,
এর পরেও চেয়ে থাকা পথে পথে
অপেক্ষার প্রহরগুনা মনে মনে
তোমার জন্যে অপেক্ষায় আছি
পাঁচ হাজার পাঁচশত পঁচাশি দিন ।
তুমি ধীর পায়ে হেঁটে
অজানা দেশ থেকে আসলে অবশেষে
দেখলাম তোমায়,
হিম, ঠান্ডা, আমার মৃতদেহের কফিনের পাশে
শুভ্র সাদা ফুল হাতে অপলক ঠায় দাঁড়িয়ে
তুমি, নিশ্চুপ ।
 

 

ARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

[প্রথমপাতা]

 

 

 

লেখকের আগের লেখাঃ