[প্রথমপাতা]

 

 

 

 

 

এ বছরেও হলো না দেখা তোমার সাথে

-মঈনুল ইসলাম মিল্টন

এই শীতেও এলে না তুমি আমার ঘরে
এ বছরেও হলো না দেখা তোমার সাথে।
যদিও তুমি আছো আমার হৃদয় জুড়ে
কল্পনাতে হয় কথা হয় মাঝে মাঝে।
স্বপ্ন মাঝে আসো তুমি বধু বেশে
রাঙা চরণ রাঙাও তুমি
আলতা রঙের আলপনাতে।
আমি শুধু থাকিই ডুবে
মিছে সুখের কল্পনাতে।
এই শীতেও এলে না তুমি আমার ঘরে
এ বছরেও হলো না দেখার তোমার সাথে।

এরই মাঝে বাইশটি বছর গেছে চলে...অপেক্ষাতে।
নতুন সনে নতুন আশায় মনটি বেঁধে
ছিলাম আমি পথের মাঝে দু'চোখ রেখে তোমার আশে।
ভেবেছি কত এ বছরেই হয়তো তুমি আসবে ফিরে
চরণ রেখে রিক্ত পথে, এই শূন্য বুকে।

তোমার আশায় আঁধার ঘরে প্রদীপ জ্বলে।

যেমনি করে আগুন মাঝে, প্রদীপেরই সলতে জ্বলে।
তুমি হীনা বুক জ্বলে যায় তেমনি করে।
স্বপ্ন বাসর রচেছি কত মনে মনে
ভেবেছিলাম এই বছরে আসবে তুমি আমার দ্বারে।

এমনি করে বছর ঘুরে বছর আসে
স্বপ্ন গুলো মোর যায় ভেঙে যায়
দারুন ব্যাথার কালো ঝড়ে।
তারপরেও স্বপ্ন আঁকি তোমায় নিয়ে
শুভেচ্ছার ফুল- জুঁই, চামেলী কল্পনাতে
দেই পাঠিয়ে তোমার তরে।

নতুন বছর নতুন জীবন কামনাতে
ভাঙা বুকে, আশা বাঁধি নতুন করে
এই বছরে আসবেই তুমি আমার ঘরে।

  

 

ARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

[প্রথমপাতা]

 

 

 

লেখকের আগের লেখাঃ