|
বাড়িয়ে রেখেছি হাত
যদি ভুল করেও ধরে ফেল একদিন,
আমি স্বর্গীয় সুখে ভেসে যাব অজানায় ।
অপেক্ষার প্রহর বড়ই দীর্ঘ,
তথাপিও, তোমার পথ চেয়ে কাটাতে পারি
হাজার বছর ।
যদি একটু স্পর্শ দাও,
তাহলে নাম লেখাতেও পারি
কোনো রক্তক্ষয়ী যুদ্ধে ।
আমরন যুদ্ধ-সৈনিক হয়েও আমি
তৃপ্ত হবো ।
তুমি যদি ক্ষণকালের জন্যেও,
বাতায়নে দাঁড়িয়ে আনমনায়,
আমার কথা একটি শুধু ভাবো,
তাহলে আমি মরু সাইমুম হয়ে
দিকবিদিক ছুটে এসে,
বিদ্রোহীর মতো সব তছনছ করে দিয়ে,
তোমার পদতলে আছড়ে পড়বো,
অতঃপর লন্ডভন্ড ধ্বংসস্তুপেও ফোটাবো
পাঁচশত পচিশটি রক্ত জবা ।
যদি এ পথে তোমার পদচিহ্ন এঁকে দাও
তাহলে বুকে ধরে সে সান্তনা,
আমি লক্ষ বছর অপেক্ষায় রবো
তোমার আগমনের ।
যদি ভালোবেসে একটি কুসুম দাও,
তাহলে লক্ষ হাজার কাঁটার জ্বালা
সইতেও রাজি আছি ।
যদি একটু হাসির ঝলকে ভাসাও আমায়,
তাহলে স্বর্গদেবীকেও অবজ্ঞা করতে পারি নির্দ্বিধায় ।
যদি একটিবার চোখের ইশারায় কাছে ডাকো,
আমি মৃত্যুকে উপেক্ষা করে,
অগ্নি সাগর সাঁতরে পার হবো,
তোমার নিবিড় সান্নিধ্যের আশায় ।
যদি একবার বলো ভালোবাসি,
তাহলে ঐ অস্তরাগের সমস্ত রঙে
রাঙাবো তোমায় ।
পৃথিবীর সমস্ত সুখ তোমায় এনে দেবো,
আর রঙধনুর সাত রঙে সাজাবো তোমায় ।
বাড়িয়ে রেখেছি হাত যদি
ভুল করেও ধরে ফেলো একদিন । |