ছন্দে আনন্দে
-মঈনুল ইসলাম মিল্টন
কুলকুল, ফুলফুল, ছলছল চঞ্চল
সরসর বায়ু বয় আনন্দ হিল্লোল
ঝিকঝিক করে তারা
বসে দূর গগণে
নামাযের তরে ডাকে মুয়াজ্জিন মীনারে
খুকুমনির ঘুম ভাঙে ফজরের আযানে।
ঝনঝন করে চাবি বাড়িওয়ালীর কোমরে
ফুলেফুলে মধু খায় ওই দেখ ভ্রমরে।
ঘমঘম ডাকে মেঘ শ্রাবণের আকাশে
ছন্দের তরে কবি কান পাতে বাতাসে।
ডমডম করে বাজে ঢোলকের ডঙ্কা
ঠনঠন করে বাজে স্কুলের ঘন্টা
মিউমিউ করে ডাকে বিড়ালের বাচ্চা
ঠকঠক কাঁপা শীতে নাই আর রক্ষা
ঘেউঘেউ ডাক ছাড়ে ভোলানাথ কুকুরে
হুয়াহুয়া দেয় দৌড় ঐ দেখ শিয়ালে
পিনপিন জ্বলে ঐ প্রদীপের সলতা
ঝলমলে রোদে নাচে আনন্দ মনটা।
ভনভন ঘোরে মাছি মিষ্টির লোভেতে
চনমন করে মন কেন ভর দূপুরে?
হাঁসফাস করে হাসে গ্রীষ্মের গরমে
লাজে বধু লাল হয় লজ্জা ও শরমে।
ঝুমঝুম বাজে মল রাঙা ঐ চরনে
হেঁড়ে গলায় গান গায় রোঘুনাথ বামনে।
ARNING:
Any unauthorized use
or reproduction of
'Community' content is
strictly prohibited
and constitutes
copyright infringement
liable to legal
action.
[প্রথমপাতা] |