[প্রথমপাতা]

 

 

 

 

 

 

আবার যদি কখনো দেখা হয়ে যায়

 

 

-মঈনুল ইসলাম মিল্টন-

 

 

আবার যদি কখনো দেখা হয়ে যায়,
দেখা হয়ে যায় কোনো ঘন ঘোর বরষায়।
সেদিন এ হাত না হয় না-ই ছুঁইলে তোমার হাতে
আমার কাঁধে তোমার চিবুক আলতো রেখে
না হয় মুচকি না-ই হাসলে আগের মতো।
শুধু
এক পলক এ মুখ দেখে নিও
চিনে নিও, চিনে নিও সেই পুরাতন আমাকেই
তুমি চিনে নিও।
হাজারো মুখের মাঝে স্মৃতি-বিস্মৃতির
অতলে হারিয়ে যাওয়া মুখ
একটি বারের জন্যে শুধু খুঁজে নিও
চিনে নিও, চিনে নিও।
বরষায় ফোটা কদম না হয় না-ই দিলে,
বৃষ্টি ধারার সাথে না হয় তোমার
দু'ফোঁটা অশ্রুবারি ঢেলে দিও
চিনে নিও, চিনে নিও।
আমাকে চিনে হঠাৎই তুমি
থমকে যদি যাও
লোক-লজ্জার ভয়ে
কোনো কথাই যদি আর নতুন করে না-ই দিলে।
তোমার কাজল আঁখির ইশারায় এখনো ভালোবাস
শুধু এতোটুকুই বলে দিও
চিনে নিও, চিনে নিও।
সেই পুরাতন আমাকেই তুমি
নতুন করে চিনে নিও।

  

 

ARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

[প্রথমপাতা]

 

 

 

লেখকের আগের লেখাঃ