|
বৃষ্টি তোমার কান্না পেলে অঝোর ধারায় ঝরতে পারো
আমি তো তাও পারিনা।
মেঘ, তোমার কষ্টের কালো দু'চোখ ভরে দেখে মানুষ
আমার কষ্ট গুলো একান্তই আমার
তার কোনো রং নেই।
পাহাড়, তোমার ভেতর জলন্ত অগ্নিগিরি
তুমি দুঃখের দহনে অহনিশি পুড়তে পুড়তে,
একদিন উগরে দাও অগ্নিলাভা
তোমার ছাইভস্মে দিক-বিদিক ছোটে মানুষ দিশেহারা।
সাগর, তুমি তীব্র জ্বালায় কখনো কখনো গর্জে ওঠো
আমার আর্তনাদ আমি ছাড়া দেখেনা কেউ।
আগুন, তুমি কষ্টের দহনে পোড়াও বিশ্বময়,
আমার বুকে তুষের আগুন নিরুত্তাপ জ্বলে রয়।
ঝর্ণা, তুমি কষ্ট ধারণ করনা কখনো,
তাই তোমার কষ্টকে গড়িয়ে দাও নদী-পানে,
নদী, তুমি কষ্ট গুলোকে উপচে দাও দু'কূলে,
আমি যে কূলহীন -পথিক
অনন্ত কষ্ট বুকে নিয়েই পথ চলি- বিরামহীন। |