[প্রথমপাতা] |
"মঈনুল ইসলাম মিল্টনের
দু'টি কবিতা"
-১-
যদি জ্বালাতে চাও
প্রেমানলে
"যদি জ্বালাতে চাও
প্রেমানলে, তাহলে
জ্বালাও-
কেন তাহলে, চিতায়
পোড়ানোর মিছে আয়োজন?
কৃষ্ণচুড়ার আগুনে
জ্বলেছে বুক, পলাশের আগুনে
অন্তর
এই ফাগুনে তাই আর
জ্বলতে চাইনা
তোমার প্রেমেই খুঁজে
পেতে চাই সুখ।"
-২-
তোমার চোখে অশ্রু নদী
"আমার ধবলী নদী, আমার
কালোনী নদী
অন্তরে মোর তেরোশ' নদীর
বাস
তোমার চোখে অশ্রু
নদী, আমার সর্বনাশ।"
___________________________
kobi.miltonjpn@gmail.com
ARNING:
Any unauthorized use
or reproduction of
'Community' content is
strictly prohibited
and constitutes
copyright infringement
liable to legal
action.
[প্রথমপাতা] |
লেখকের আগের লেখাঃ
>>বন্ধু হয়েই শুধু
থেকো চিরকাল
>>অনন্ত
তৃষ্ণা
>>সংসদের আর্তনাদ
>>এখানে যৌবন পোড়ে
কর্পূরের মত
>>'যে
অভিমানে চলে গেলে তুমি'
|