[প্রথমপাতা]

 

 

 

 

 

বোবাকান্না

-মঈনুল ইসলাম মিল্টন



 



কাহার লাগিয়া নিশি জাগিয়া
হিয়া খানি মোর গুমরিয়া গুমরিয়া কাঁদে
যে জন গিয়াছে হাত খানি ছেড়ে
বহুদূর পরবাসে।
তাহারে স্মরিয়া ব্যকুল কেনো
আমার এ অবুঝ হিয়া
আসিবেনা ফিরিয়া জানিয়াও কেনো
তাহার লাগি এ পথ চাওয়া?

কেন তার লাগি ব্যকুলিয়া মন
ঘুরিয়া ঘুরিয়া ফেরে
যে জন গিয়াছে জনমের তরে
আমার এ ভূবন ছেড়ে।

বাতায়ন পরে আঁখি দু'টি মোর
কাহার অপেক্ষায় রয়,
অন্তরেতে মোর বিচ্ছেদ বেদন,
সারা জীবন বোবাকান্না বয়।

তার লাগি মন হয় আনমন,
কেন অকারণ?
আকুলিয়া-ব্যাকুলিয়া মন
কাঁদে সারাক্ষণ
চঞ্চলা মন মানে না বারণ
তাহারে কেবলি স্মরে
যদিওবা প্রিয়া নাহি মোর আজি
জানি, সে যে অন্য কারো ঘরে
তবু তাহারেই পরে মনে বারেবারে।

 

  

 

ARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

[প্রথমপাতা]

 

 

 

লেখকের আগের লেখাঃ