[প্রথমপাতা]

 

 

 

 

 

 

তপ্ত উননে স্নান

 

 

-মঈনুল ইসলাম মিল্টন-

 

 

বাসর শয়নে, তোমার তপ্ত উননে
ঝলসালো মোর দেহ
অথচ, ক্ষণ পূর্বেও এদেহ ছিলো স্পর্শহীন
তোমাত তপ্ত তাপের, মিষ্টি মধুর ছোঁয়ায়
রজনী কাটে কৃষ্ণ-কলায়।
তোমার লাল আগুনে সারা রাত্র পুড়ে
মেটেনা স্বাধ, মনে হয় বারবার পুড়ি
আমরন পুড়ি হোথায়।
তোমার ঐ লেলিহান তাপ শিখায়
যৌবনের গৌরব গাঁথা শেখায়।
সেথায় আমি আজীবন দেব ঝাঁপ
ভুলে গিয়ে পূণ্য কিম্বা পাপ।
ঐ সাগরে করে আমি স্নান
গাইবো আমি যৌবনেরই গান।

  

 

ARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

[প্রথমপাতা]

 

 

 

লেখকের আগের লেখাঃ