[প্রথমপাতা]
|
পাকিস্তান তুমি
নতজানু হয়ে ক্ষমা ভিক্ষা করো
-মঈনুল ইসলাম মিল্টন
হে নির্লজ্জ পাকিস্তান, তুমি হাঁটু গেড়ে বসে
নতজানু হয়ে ক্ষমা ভিক্ষা করো।
তোমার অপকর্মের কথা তুমি স্বীকার করো,
তুমি নতুজানু হয়ে ক্ষমা ভিক্ষা করো।
তুমি ৫২'র মিছিলে গুলি চালানোর অপরাধে
ক্ষমা ভিক্ষা করো।
ক্ষমা ভিক্ষা করো '৭১ এর বর্বর পাষন্ডতার
অপরাধের জন্যে।
২৫শে মার্চের ভয়াল রাতের গণহত্যার কথা
স্মরণ করে ক্ষমা ভিক্ষা করো।
হাজারো মা-বোনের সম্ভ্রম কেড়ে নেয়ার কথা
স্বীকার করে ক্ষমা ভিক্ষা করো।
যদিও বা তোমার ক্ষমা মঞ্জুর হবেনা তথাপিও
পাপ কিছুটা যদি লাঘব হয়!
ক্ষমা ভিক্ষা করো লাখ লাখ ঘরবাড়ি পুড়িয়ে
দেয়ার কথা স্মরণ করে।
নয় মাস যুদ্ধ করে নিরীহ বাংলাদেশিদের
নির্মম ভাবে নিধনের কথা স্মরণ করে
ক্ষমা ভিক্ষা করো।
ক্ষমা ভিক্ষা করো মা'র কোল থেকে নিষ্পাপ শিশু
ছিনিয়ে নিয়ে
কুকুরের মত দেয়ালে পিটিয়ে মারার জন্যে।
কোলকাতার শরণার্থী শিবিরে যে তিন লাখ শিশু
পুষ্টিহীনতায় ভুগে মারা গেছে, তাদের পা বুকে জড়িয়ে ধরে
হাঁটু গেড়ে বসে, নতজানু হয়ে ক্ষমা ভিক্ষা করো।
হে নির্লজ্জ, দেখে যাও, যে দেশের মানুষকে একদিন তুমি
দ্বিতীয় শ্রেনীর মনে করতে, আজ তাদেরই একজন শিশু,
তোমার অহংকারী, দাম্ভিক, বর্বর পিশাচ,
৭১ এর নেতাদের ছবির উপর দাঁড়িয়ে পেশাব করে।
তুমি কি হুংকার দেবে?
তুমি কি তোমার সাঁড়াশি দাঁত দিয়ে ছিঁড়ে খেতে চাবে তাকে?
যেমনি করে খেয়েছে একাত্তরে?
আমি জানি, তোমার ভেতর কোনো মানবতা নেই,
তথাপিও বলবো শিশুটির সামনে
হাঁটু গেড়ে বসে, নতজানু হয়ে ক্ষমা ভিক্ষা করো।
তোমার অবৈধ বীর্য থেকে তৈরি শিশুর দল
ছড়িয়ে গেছে সমস্ত বিশ্বময়।
আজ তারা ছড়িয়ে গেছে পৃথিবীর সমস্ত প্রান্তে
তাদের অনেকেই লজ্জা আর অপমানে উন্মাদ হয়েছে,
আত্মহত্যা করেছে।
তুমি এ সকল '৭১ এর যীশুদের সামনে
নতজানু হয়ে হাঁটু গেড়ে বসে ক্ষমা ভিক্ষা করো।
আমি তোমার পৈশাচিকতাকে ঘৃণা করি,
তোমার অভ্যন্তরে বসবাসকারী মানুষদেরকে নয়।
কেননা একাত্তুরেই তাদের চোখে ঠুলি বেঁধেছ তুমি।
এ সকল অন্ধ মানুষ, এখনো বাংলাদেশের ইতিহাস পাঠ করেনি
তাদের চোখ থেকে ঠুলি ফসকে পড়লে
অবশ্যই তারা তোমার মুখে থুতু ছেটাবে।
হে নির্লজ্জ তুমি ক্ষমা ভিক্ষা করো।
সত্তুর হাত মাটির নীচ থেকে, কবর থেকে টেনে-হিঁচড়ে
৭১ এর পিশাচদের বের করে আনো।
এ সকল স্বৈরাচারী শাসকদের চোখ উপড়ে দাও,
জিভ কেটে দাও, নাক-কান কেটে ঘাড় মটকে দাও
ওদেরকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করাও,
ওদের ফাঁসি দাও।
না ফাঁসি নয়, তার চেয়েও নিষ্ঠুর কিছু
যে শাস্তির এখনো সৃষ্টি হয়নি,
সে শাস্তি ওদেরকে দাও।
কেননা, ওদের জন্যেই আজ তুমি
বাংলাদেশিদের কাছে, নির্লজ্জ পাকিস্তান নামে পরিচিত।
তুমি তোমার কৃতকর্মের জন্যে- সমস্ত বাংলাদেশিদের সামনে
হাঁটু গেড়ে, মাথা নত করে, নতুজানু হয়ে
ক্ষমা ভিক্ষা করো।
"তোমাকে ক্ষমা ভিক্ষা করতেই হবে।"
ARNING:
Any unauthorized use
or reproduction of
'Community' content is
strictly prohibited
and constitutes
copyright infringement
liable to legal
action.
[প্রথমপাতা] |
লেখকের আগের লেখাঃ
|