|
শেষবারের মত এলোমেলো ভাবনা
শেষবারের মত তোমার খোঁপায়
গুঁজে দেয়া একটি ফুল
শেষবারের মত আরেকবার
ইচ্ছে করে ভুল।
শেষবারের মত তোমার মুখপানে চাওয়া
শেষবারের মত কল্পনায় তোমায় কাছে পাওয়া।
শেষবারের মত কবিতা পড়া
চায়ের কাপে শেষ চুম্বন
শেষবারের মত আকাশ দেখা,
পাখির কিচিরমিচির কলতান
শেষবারের মত বুক ভরে শেষ নিঃশ্বাস
শেষবারের মত ভালোবাসার বিশ্বাস
শেষবারের মত একটি কবিতা লেখা কিম্বা গান
শেষবারের মত মনের ভেতর জেগে ওঠে
ঘুমন্ত হাজার প্রাণ।
শেষবারের মত তোমাকে নিয়ে সংসার বাঁধার সাধ
শেষবারের মত সমুদ্র দর্শন
শেষবারের মত শোনা তার অন্তরের গর্জন।
শেষবারের মত এলোমেলো ভাবনা
যখন আমি, ফাঁসি কাষ্ঠে দন্ডায়মান
শেষবারের মত মৃত পিতার জায়নামাজ, তজবি, স্পর্শ
শেষবারের মত মায়ের কোলে শুয়ে ঘুমানোর বড় শখ
শেষবারের মত ঘুনে ধরা সমাজ পরিবর্তনের অঙ্গীকার
শেষবারের মত যুদ্ধে যাওয়ার তীব্র আকাংখা
শেষবারের মত তোমার আলোকিত আঙুলের
মৃদু স্পর্শের শিহরণ
শেষবারের মত নিবিড় ভাবে অনুভব করা
বাতাসে ভেসে আসা তোমার দেহের নির্মল নির্যাস
শেষবারের মত একটি শিশুর হাসিমাখা মুখ দর্শন
যা ছিলো আমার আজন্ম স্বপ্ন
শেষবারের মত ধানের শীষে হাতের স্পর্শ
শেষবারের মত স্নিগ্ধ জলাশয়ে সাঁতার,
যেমনি করে সে কোন দূর শৈশবে
উলঙ্গ জলকেলি তোমার সাথে লজ্জাহীন উত্তাল স্নান
শেষবারের মত কল্পনায় চুম্বন তোমার ওষ্ঠ
শেষবারের মত তোমায় জড়িয়ে ধরা
ওগো আমার অধরা
শেষবারের মত কাশবনে একটি ঘাস ফড়িংয়ের
পেছনে পেছনে ছোটা
পাখি হয়ে আকাশে পাখা মেলে ওড়া
শেষবারের মত একটি বাউলের জন্যে অপেক্ষা
শেষবারের মত তোমার জন্যে অনন্ত তৃষ্ণা
শেষবারের মত হাজারো এলোমেলো ভাবনা
শেষবারের মত ইচ্ছে জাগে পূর্ণ করার
আমার যত অন্তিম সাধ।
যখন আমার মুখ ঢেকে দেয়া হয়েছে কালো নেকাবে
হাত-পা বাঁধা ফাঁসির মঞ্চে দন্ডায়মান
হে আমার অন্তিম যাত্রা
আমি এখন মৃত্যুর জন্যে অপেক্ষমান। |