[প্রথমপাতা]
|
আজ আমার বিয়ে
-মঈনুল ইসলাম মিল্টন-
বাবা আজ আমার বিয়ে, তাই বলে কি এসেছিলে তুমি
কালো চাদর গায় দিয়ে?
স্নেহ ভরে চুমু খেয়ে কপালে, বল্লে তুমি
ওঠ খুকি, ভোর হয়েছে অনেক আগে।
তখনো আমি ছিলাম ঘুমের ঘোরে, তন্দ্রাচ্ছন্ন চোখ দু'টি মোর ছিলো বন্ধ হয়ে
তাই তো তোমায় হয়নি বলা, বাবা আজ আমার বিয়ে
যেওনা বাবা আমায় একা ফেলে, তখনো আমি ছিলেম ঘুমের ঘোরে
তোমার মেয়ে রেখেছে তোমার কথা, আজ সে বড্ড বেশি সম্মানি এই দেশে
শিক্ষা-দীক্ষা, জ্ঞানগরীমায় সকলেই ভালো বলে
এত পাওয়ার পরেও বাবা না পাওয়ারা হাহাকার কেন করে এই অন্তরে?
বাবা তুমি যেওনা আমায় একা ফেলে, আজ যে তোমার স্নেহের খুকির বিয়ে;
তুমি যদি না থাকো বাবা পরবোনা বেনারসি, আঁকবনা মেহেদি এই দু'হাতে
চড়বোনা ছয় বেহারার বড় সাধের বিয়ের পালকিতে।
এই প্রবাসে বড্ড ঠান্ডা বাবা, আমি যে বড্ড শীতার্ত,
তোমার কালো চাদরের উষ্ণতায় আমাকে জড়িয়ে ধর বুকে
তোমার মেয়ে বড় অসহায় এই পরবাসে।
পূর্ণিমার চাঁদ উঠেছিলো সেই রাতে, তুমি চলে যাবার পরে
তোমার চাঁদের মতো কালো, অমাবস্যার অন্ধকার এলো নেমে এই ধরাধামে।
যেওনা বাবা কত দিন দেখিনা তোমায়, দেখি দু'চোখ ভরে
যেওনা বাবা, যেওনা তুমি, আজ আমার বিয়ে।
স্বপ্ন ভেঙে দেখি, বাবা আমার স্বপ্নে এসেছিলো কাল রাতে
বিছানার পাশের চেয়ার খানি তাই শুন্য আছে পড়ে
আমি ছাড়া নেই কেউ আর, জনশুন্য এই ফ্ল্যাটে
আমার বিয়ের দিন বাবা বাড়ি থাকবেনা, থাকবেনা পাশে
ভাবতেই আমার কলিজা যায় যে ছিঁড়ে।
তখনো আমি ছিলাম ঘুমের ঘোরে, বাবা তুমি ধীরে ধীরে
চলে গেলে এ ঘর ছেড়ে, আমায় একা ফেলে।
কতদিন হয় জড়িয়ে ধরিনা বাবা তোমায়, আগের মতন করে
স্বপ্নে নয়, একবার সত্যি সত্যি এসো ফিরে দেখি তোমায় প্রাণ ভরে
মা'ও পরবাসে, তুমিও পরপারে, আমি বাবা কেমনে থাকি
একলা ভূবন মাঝে, বাবা তুমি যেওনা আমায় ছেড়ে।
তুমি চলে যাবার পরে, তোমার আইনের বইগুলো
বুকে জড়িয়ে কেঁদেছি কত, ওখানের প্রতিটি পৃষ্ঠায়
পাই খুঁজে তোমার নিঃশ্বাসের সুগন্ধ, বাবা সত্যিই আমার কপাল মন্দ
বাবা তুমি কি অভিমান করেছো আমার উপর?
ঠিক আছে তোমার পড়ার ঘরে গিয়ে করবোনা বিরক্ত আর
ধরবোনা বায়না আর খেলনা কেনার জন্যে।
বাবা তুমি এসো ফিরে, কেন আছো একা পরে দূর পরপারে?
বাবা তুমি এলে ফিরে বাপ-বেটিতে দেখবো এবার সারা বিশ্ব ঘুরে
বাবা তুমি এসো ফিরে আজকে আমার বিয়ে।
ARNING:
Any unauthorized use
or reproduction of
'Community' content is
strictly prohibited
and constitutes
copyright infringement
liable to legal
action.
[প্রথমপাতা] |
লেখকের আগের লেখাঃ
|