মঈনুল ইসলাম মিল্টন
অগোছালো কবিতা-১
পদ্ম দীঘির জল
করে টলমল
নরের চোখে কামাগ্নি
নারীর চোখে জল।
*******
ভালোবাসা হয়
কত কথা কয়
এক জীবনে ভালোবেসে
কত ব্যাথা বয়?
*******
নদীর চোখে জল
বুঝিনা তোমার ছল
আকাশ ভরা মেঘ
তোমার কাছে মূল্যহীন
আমার এ আবেগ।
*******
নদীর বুকে ঢেউ
ভালোবাসে কেউ
অন্তরেতে কারো ব্যথা
সুখে ভাসে কেউ।
*******
দূরে বাজে বাঁশি
তোমায় ভালোবাসি
আমার চোখে কান্না
তোমার মুখে হাসি।
*******
নর, নারী, কাম
ঘামের পরে ঘাম
এরপরেতে জন্ম নেয়
নতুন একটি নাম।
*******
তোমার সুন্দর মুখ
আমার জ্বলা বুক
প্রশান্তিতে ভরে ওঠে
দেখি যখন তোমার
ডাগর কালো চোখ।
*******
টিপ টিপ বৃষ্টি
একি অনাসৃষ্টি
তোমার আগমনে সব
লাগে দারুন মিষ্টি।
*******
ভালোবাসা মানে ভালোবাসি
ভালোবাসা মানে অন্ধ
ভালোবাসা মানে তোমার হাত ধরা
আর সকল দরজা বন্ধ।
*******
তোমার খোলা চুল
আমার যত ভুল
তোমার হাতে তুলে দিলাম
ভালোবাসার ফুল।
|