প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

 এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

 

  

মঈনুল ইসলাম মিল্টন

 

 

অগোছালো কবিতা-১
 


 

পদ্ম দীঘির জল
করে টলমল
নরের চোখে কামাগ্নি
নারীর চোখে জল।

*******

ভালোবাসা হয়
কত কথা কয়
এক জীবনে ভালোবেসে
কত ব্যাথা বয়?

*******

নদীর চোখে জল
বুঝিনা তোমার ছল
আকাশ ভরা মেঘ
তোমার কাছে মূল্যহীন
আমার এ আবেগ।

*******

নদীর বুকে ঢেউ
ভালোবাসে কেউ
অন্তরেতে কারো ব্যথা
সুখে ভাসে কেউ।

*******

দূরে বাজে বাঁশি
তোমায় ভালোবাসি
আমার চোখে কান্না
তোমার মুখে হাসি।

*******

নর, নারী, কাম
ঘামের পরে ঘাম
এরপরেতে জন্ম নেয়
নতুন একটি নাম।

*******

তোমার সুন্দর মুখ
আমার জ্বলা বুক
প্রশান্তিতে ভরে ওঠে
দেখি যখন তোমার
ডাগর কালো চোখ।

*******

টিপ টিপ বৃষ্টি
একি অনাসৃষ্টি
তোমার আগমনে সব
লাগে দারুন মিষ্টি।

*******

ভালোবাসা মানে ভালোবাসি
ভালোবাসা মানে অন্ধ
ভালোবাসা মানে তোমার হাত ধরা
আর সকল দরজা বন্ধ।

*******

তোমার খোলা চুল
আমার যত ভুল
তোমার হাতে তুলে দিলাম
ভালোবাসার ফুল।
 

 

  

 

ARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

[প্রথমপাতা]

 

 

 

লেখকের আগের লেখাঃ