স্পর্শহীন কুমারী চাঁদ
-মঈনুল ইসলাম মিল্টন-
স্পর্শহীন রয়ে গেল অমাবশ্যার চাঁদ
যদিও সে অন্ধকারের গহীন গহ্বরে ডুবদিয়ে থাকে
তথাপি সে, অদৄশ্য নয় ।
দিবাকর, তোমার আলোক ছটায় রাঙাবে কি তাকে?
যে অভিমান করে কাটিয়ে দিল রজনী, নিকষ অন্ধকারে।
তোমার স্পর্শ পাবার অধিকার কি তার নেই?
দিবাকর, সে কি এতোই কলঙ্কিনী , অস্পৃশ্য ?
নিষ্পাপ খুঁজে খুঁজে যদি ক্লান্তও হও তুমি
অসম্ভব,অবাস্তব তাহা
এ ধরাধামে কেউই সম্পূর্ণ নিষ্পাপ নয়,
কোন না কোন দোষে গুনে
কলঙ্কিনী সবাই ।
|