মঈনুল ইসলাম মিল্টন
আমার একটি ভাই ছিলো
আমার একটি ভাই
ছিলো
তার নাম লিটন ছিলো
তার জন্ম আমাদের অনেক
আনন্দ দিলো
সে দেখতে অনেক সুন্দর ছিলো
সে মাত্র পাঁচ দিন বেঁচে ছিলো।
লিটন আমাদের অনেক
কান্না দিলো
তার ছোট দু'টি জামা দেখে
বহু বছর পরেও
মা'র চোখে আজও অশ্রু এলো
সে আমার ছোট ভাই ছিলো।
তার নাম লিটন ছিলো
সে আমাদের কি দিলো?
লিটন আমার অন্তরের গভীর চিরে
এতো পরেও তাকে নিয়ে
আমাকে একটি কবিতা লিখতে দিলো
লিটন আমার অতি স্নেহের ভাই ছিলো।
|