মঈনুল ইসলাম মিল্টন
ভালোবেসে পাপ যদি হয় সখী
ভালোবেসে পাপ
যদি হয় সখী
এসো দু'জন পাপের মাঝে ডুবি
হাতের সাথে হাতের আলিঙ্গন
ঠোঁটে ঠোঁটে করিব চুম্বন
দিনের পর দিন যে যাবে চলে
একে অন্যকে ভালোবেসে বেসে।
রাতে দু'জন দেখবো চাঁদের বাতি
নিভিয়ে দিয়ে ঘরের যত আলো
গান কবিতায় যাবে কেটে রাত
না হয় কিছু হলেই হবে পূন্য কিম্বা পাপ।
প্রেম করতে সখী বলো কিসের অপরাধ?
আমি কি আর ডরাই সখী লোকে?
মন্দ কথা বলে যদি কেউ বলুক
তোমার দেয়া ব্যাথায়ও আমি পাই যে দারুন সুখ
বুঝবে কি তা মূর্খ পাড়ার লোক!!
তোমার সাথে আমার আলিঙ্গন
চাঁদ যেমন হয় সূর্যে সমর্পণ
গ্রহণ মোদের লাগবে দু'য়ের দেহে
কালবোশেখী ঝড়ের দাপাদাপি।
এরপরেতে থামবে যখন ঝড়
তোমায় নিয়ে বালু চরে বাধবো আমি ঘর।
স্বপ্ন সুখে যাবে জীবন চলে
কান দেব না কোনো কথায় কে মোদের কী বলে।
এসো সখী প্রেমের মাঝে ডুবি
জীবন মোরা ধন্য করে তুলি
দু'জনাতে থাকবো মুখোমুখি
ভালোবেসে আমরা দু'জন হবো চিরসুখী।
|