[প্রথমপাতা]

 

 

 

 

প্রহসন

 

 

-মঈনুল ইসলাম মিল্টন-

 

 

লৌহ শেকল ভেঙে মুক্ত হয়েছে রাক্ষস
বিবেক নামক বোধের ভেতর
ঠুকে দেয়া হয়েছে কঠিন শক্ত পেরেক
ক্ষমতার ক্ষুধায়,
লোভী শকুনী ঠুকরে খেতে চায় শুকরের বিষ্ঠা।
আলোর ভেতর অন্ধকার লুকিয়ে থাকে,
সত্যের ভেতর মিথ্যা।
বিচার নামক প্রহসন চলে প্রতিনিয়ত,
আমজনতার চোখে পড়েছে ছানি
চতুর দালাল, তোষামোদির ঝান্ডা তুলে
বুঝে নেয় পাওনা কড়ায়-গন্ডায়,
তার চেয়েও বেশি।
দানবের মুখে আজও গেঁথে আছে
'৭১ এর তাজা রক্তের দাগ
তিরিশ লক্ষ প্রাণ কাঁদে, ধরণী নির্বাক।
ধর্ষিতার আস্ফালন কে দেখে??
বিচারের কাঠগড়ায়, সাক্ষী নতজানু
'৭১ এর শহীদের রক্তের সাথে
এ এক সাক্ষাৎ বেইমানি।
 

 

 

ARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

[প্রথমপাতা]

 

 

লেখকের আগের লেখাঃ