দেশ গেলো ভাই দেশ
গেলো
-মঈনুল ইসলাম মিল্টন
দেশ গেলো ভাই দেশ গেলো, রসাতলে দেশ গেলো
স্বৈরতন্ত্র, গনতন্ত্র মিলে মিশে এক হলো।
ডাক্তার মিলন আর নূর হোসেনের রক্ত নাকি বৃথা হলো?
আত্মত্যাগের গনতন্ত্র, বানের জলে ভেসে গেলো।
দেশ গেলো ভাই দেশ গেলো, রসাতলে দেশ গেলো
স্বৈরতন্ত্র, গনতন্ত্র মিলে মিশে এক হলো।
স্বৈরাচারী বলে বলে ফেনা মুখে তুললো যারা
ক্ষমতা পেয়ে পেছনের কথা অবলীলায় ভুলল তারা।
দেশটা জ্বলে শশ্মান হলো, কোন শালাদের কী হলো?
স্বৈরাচারী এখন নাকি সম্মানিত দূত হলো।
দেশ গেলো ভাই দেশ গেলো, রসাতলে দেশ গেলো
স্বৈরতন্ত্র, গনতন্ত্র মিলে মিশে এক হলো।
রাজাকার আর মুক্তিযোদ্ধা মিলেমিশে কি এক হবে?
সব হবে, সব হবে, ক্ষমতা পেলে সব হবে
ক্ষমতা পেলে ওরা সবই, যায় ভুলে যায় যায় ভূলে।
ক্ষমতাতে থাকতেই হবে ছলে বলে বা কৌশলে।
বেশ হলো, বেশ হলো
কুটনীতির কুটচাল হলো, জনগন দাবার গুটি হলো
দূর্নীতিবাজরা মন্ত্রী হলো, সন্ত্রাসীরা আঙুল ফুলে
রাতারাতি কলা গাছ হলো।
জনগনের কোন বাল হলো?
উচ্চদরের চাল খেলো,
তারা হরতাল ও অবরোধে মার খেলো
স্বৈরতন্ত্র গনতন্ত্র মিলে মিশে এক হলো।
জনগন তাহলে কী পেলো?
জনগন ঘোড়ার ডিম পেলো,সুভঙ্করের ফাঁকি পেলো।
এ দেশেতে, ক্ষমতা লোভীরাই বারবার ক্ষমতা পায়
বেকুব জনতার কপালে হাত, করে হায় হায়
বেশ হলো বেশ হলো
গনতন্ত্রের মরন হলো
গনতন্ত্র স্বৈরতন্ত্র মিলে মিশে এক হলো।
বাংলাদেশটার সর্বনাশ হলো।
দেশ গেলো ভাই দেশ গেলো, রসাতলে দেশ গেলো
স্বৈরতন্ত্র, গনতন্ত্র মিলে মিশে এক হলো।
ARNING:
Any unauthorized use
or reproduction of
'Community' content is
strictly prohibited
and constitutes
copyright infringement
liable to legal
action.
[প্রথমপাতা] |