আমাকে ক্ষমা করো না
মঈনুল ইসলাম মিল্টন
তোমাকে ফিরিয়ে দিলাম তখন
যখন অনেক সাঁতরে তুমি পৌঁছেছো সৈকতে
ক্লান্ত শ্বাসে যখন তড়পাচ্ছে তোমার বুক
আমি পাষণ্ডের মতো সে বুকে আরও আঘাত করলাম।
তোমার নোনা অশ্রুবিন্দু মিশে গেলো ঐ সাগরের নোনায়
কিন্তু আমাকে জড়িয়ে ধরে আমার মাঝে বিলীন হতে
পারলে না তুমি
তুষারাবৃত মাউন্ট ফুজির মতো সাদা তোমার মন।
তুমি কোনো প্রতিবাদই করলেনা,
শেষবারের মতো শুধু অপলক তাকালে আমার মুখপানে
এরপর তুমি পাখি হয়ে উড়ে গেলে
দূরে
বহু দূরে
আরও দূরে
আমাকে ক্ষমা করো না নরিকো
তুমি পাখি হলে কিন্তু
আমি তোমার নীলাকাশ হতে পারলাম না।
পারলাম না তোমার গলায় শাপলা মালা পরাতে
আমাকে মার্জনা করো হে হৃদয়বতী জাপানিজ ঊর্বষী।
|