[প্রথমপাতা]

 

 

 

বন্ধু হয়েই শুধু থেকো চিরকাল

 

-মঈনুল ইসলাম মিল্টন -

 


তুমি কবি, আমি জানি তুমি শব্দের খেলা খেলো
ভালোবাসার স্বর্গরচ আবারো ভাঙ্গো খেয়ালি মনে।
লোকে তোমার উপরটাই দেখে বুঝতে চায়না অন্তর,
কি অসম্ভব পবিত্র তুমি, উচ্ছল, ছলছল, কলকল
কল্লোলিত জল প্রপাতের মত চঞ্চল, চঞ্চলাহরিণী
নিষ্পাপ নিসর্গ-সম।

বন্ধু বলে পেলাম আমি তোমার নিমন্ত্রন।
এক বিকেলে ছায়াবিথীর তলে, ভাষাহীন ঠোঁটে
ছিলো কি এমন ব্যাকুলতা?

চুলের কবরীতে জোৎস্নার খেলা, আমার মন উদাস হয়েছিলো ক্ষণতরে
তোমার অধরের ঐ তিলক বিন্দুতে
আমার চোখের মনি বারবার আটকে যায়।

তোমার চোখ দু'টি, পৃথিবীর দু'টি শ্রষ্ঠ কবিতা
যা এখনও হয়নি রচিত (চয়ন)
তোমার চোখ, উপমাহীন অপূর্ব সুন্দর,
আমি আপরাগ, আক্ষম, নেই তেমন ভাষা জ্ঞান
এ চোখের কী উপমা দেব আমি?

"সুন্দর চোখের মেয়ে,
তোমার চোখে স্বপ্ন থাকুক
সারা জীবন ভরে।"

আমি তোমার আঙুলটিও স্পর্শ করিনি
কিন্তু তোমার সজীব নিঃশ্বাসের, নির্যাসে
আমি আপ্লুত, স্নান সেরেছি বহুবার

বন্ধু আমার যখন কথা বলো,
আমি রোমাঞ্চিত হই বারবার, তন্ময় হয়ে শুনি তোমার কথা
হৃদয়ে আমার কবিতারা খেলা করে
বন্ধু আমার আমি জানি, তুমি নিজেই
আদ্যোপান্ত এক অতুলনীয়, রোমান্টিক প্রেমের কবিতা।
আমিও কবি, আমার কবিতার প্রয়োজনে, তোমার বন্ধুত্ব বড় প্রয়োজন
বন্ধু আমার, বন্ধু আছ, বন্ধু হয়েই শুধু
থেকো চিরকাল।
 


[বিঃদ্রঃ কবিতাটি কবি বন্ধু তানিয়া হোসেনকে উৎসর্গকৃত]
___________________________
kobi.miltonjpn@gmail.com
 

 

ARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

[প্রথমপাতা]

 

 

লেখকের আগের লেখাঃ

 

 

>>অনন্ত তৃষ্ণা

>>সংসদের আর্তনাদ

>>এখানে যৌবন পোড়ে কর্পূরের মত

>>'যে অভিমানে চলে গেলে তুমি'