প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

করোনা কালের হাইকু

-------------------------------------
কবি মঈনুল ইসলাম মিল্টন



(১) বিষন্ন সন্ধ্যা
ঝরে যায় ফুলেরা
কালো অধ্যায়।
 

 


(২) ভয়াল রাত
লাশ কাঁধে সন্তান
দীর্ঘ নিঃশ্বাস।
 

 


(৩) আধাঁর কালে
শব সৎকারে
ব্যস্থ মানুষ।
 

 


( ৪) ক্ষন জনম
সব সমাপ্ত হয়
মাটি চাপায়।

 

 

(৫) চিতায় লাশ
সমস্ত যবনিকা
দীর্ঘ ইতিহাস।

 

 

(৬) এলো কেশে কে?
ঘুরেফিরে শিজুকা
বিষন্ন দিনে?

 

 

(৭) ঝড়ের পর
চাঁদ উঠে আকাশে
শুভ সময়।
 

 

 

★★★★★★★★

 

 
 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

 

 

[প্রথমপাতা]

 

লেখকের আগের লেখাঃ