|
||||||||||||||||||
|
বিদেশী কুকুর দিয়ে বাড়ী পাহারা !!
প্রথমে একটি সত্যি গল্প
দিয়ে লেখাটি শুরু করি । আমার পরিচিত বাংলাদেশের একজন বড়মাপের সফল
শিল্পোদ্যোক্তা, যিনি ইউরোপের বাজারের জন্য তার ঢাকার কারখানায় বেশ নাম করা
কয়েকটি ব্র্যান্ডের চামড়াজাত পণ্য তৈরী করেন, একদিন দূঃখ করে বলছিলেন
বাংলাদেশের এক শ্রেণীর মানুষের বিদেশ প্রীতির কারনে তিনি বেশ মর্ম পীড়ায়
ভোগেন । বলেন তার পেশার অনেক শিল্পপতি আর ব্যবসায়ী আছেন যাদেও জন্য
বাংলাদেশকে ততক্ষণ পর্যন্ত ভাল যতক্ষণ এদেশে ব্যবসা করে মোটামুটি গুলশান
বনানিতে দু’একটা বিলাস বহুল বাড়ী আর কোটি টাকা দামের গাড়ীর মালিক হতে পারেন
। ব্যাংক হতে নেওয়া ঋণের পরিমাণ যখন কয়েক শত কোটি গিয়ে ঠেকে তখন বাংলাদেশ
আর নিরাপদ নয় বলে দুবাই, কুয়ালালামপুর অথবা লন্ডন, কানাডায় সেকেন্ড হোমের
মালিক হয়ে সেখানে পরিবারের সদস্যদের পাঠিয়ে দেন । বলেন ছেলেপেলেদের লেখা পড়া
আর পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করে তাদের এই কাজটা করতে হয়েছে । আমার
সেই পরিচতজন আরো জানালেন তিনি যখন প্রতিদিন সাভারে তার কারখানায় আসা যাওয়া
করেন তখন একটি বাড়ীর সামনে একটি সাইন বোর্ড দেখে বেশ মজা পান । সেই বোর্ডে
লেখা আছে ‘বিদেশী কুকুর দ্বারা এই বাড়ী পাহারা দেওয়া হয় ।’ বলেন আমাদের এক
শ্রেণীর মানুষের দেশপ্রেম এমন তলানিতে ঠেকেছে যে বাড়ী পাহারা দেওয়ার জন্য
এখন আর দেশী কুকুরের উপর নির্ভর করা যাচ্ছে না । বলেন দেশী হলে সেটি হয়
কুত্তা আর বিদেশী হলে তা হয় কুকুর । তার আবার একটা বাহারী নামও থাকে । এই
ধরুন ‘টমি’, ‘সিলভি’, অথবা ‘প্রিন্স’। আর কুত্তাদেরতো কোন নাম থাকতে নেই ।
লেখার শুরুতে এই ভূমিকার অবতারণা করার কারণ হচ্ছে ক’দিন আগে এক ভদ্রলোক
আমাকে একটি চিঠি পাঠিয়েছেন । তিনি কয়েক বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে
প্রথম শ্রেণীতে মাস্টারস্ ও একই বিশ্ববিদ্যালয় হতে পিএইচডি ডিগ্রী লাভ
করেছেন । বিদেশের একটি উঁচু মানের বিশ্ববিদ্যালয়ে কয়েক বছর ধরে শিক্ষকতা
করছেন । একাধিক নামকরা আন্তর্জাতিক স্বীকৃত জার্নালে তার বেশ কয়েকটি গবেষণা
প্রবন্ধও রয়েছে । কিছু দিন থাকবেন বলে দেশে এসেছেন । বসে না থেকে কোন একটি
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করবেন বলে বিজ্ঞাপন দেখে একটি নামকরা
বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদের জন্য দরখাস্ত করেছিলেন । তাকে সাক্ষাৎকারেও
ডাকা হয়েছিল । সাক্ষাৎকারে উপস্থিত হলে ভদ্রলোককে বলা হয় তাকে চাকুরি দেওয়া
সম্ভব নয় কারণ তার কোন বিদেশী ডিগ্রী নেই । তিনি পাল্টা জানতে চান বিদেশী
ডিগ্রী থাকতে হবে তাতো বিজ্ঞাপনে লেখা ছিল না । উত্তরে সেই সাক্ষাৎকার
বোর্ডের একজন কর্তা ব্যক্তি বলেন তা লিখলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন চরম
আপত্তি করে । এতসব ঝুট ঝামেলার মধ্যে না গিয়ে তারা সাক্ষাৎকারে ডেকে
প্রার্থীকে দু’একটি প্রশ্ন করে বিদায় করেন । সেই বিশ্ববিদ্যালয়ের বিদেশ
প্রীতি এমনই চরমে পৌঁছেছে যে ইতিহাস পড়ানোর জন্যও তারা কিছুদিন হলো একজন
পশ্চিম বঙ্গের বাঙালি ভারতীয়কে নিয়োগ দিয়েছেন । অন্য কোন বিভাগের হলে তেমন
হয়তো আপত্তি উঠতো না । কিন্তু ইতিহাস পড়ানোর জন্যও বিদেশ হতে শিক্ষক আনতে
হবে তাতো অবিশ্বাস্য এবং অগ্রণযোগ্য । আমার সহকর্মী সদ্য অবসরে যাওয়া ডঃ
মুনতাসির মামুন এই সম্পর্কে কী মন্তব্য করবেন তা জানি না । যেই বিভাগে এই
শিক্ষক কর্মরত সেই বিভাগের প্রধান একজন স্বজ্জন ব্যক্তি। বিশ্ববিদ্যালয়ের
কর্তাব্যক্তিদের দাপটের কাছে তিনি অনেকটা অসহায় । অন্যান্য বিভাগগুলোর
ক্ষেত্রেও তাই । ইতিহাসের সেই শিক্ষক তার বিদেশী স্ত্রীকেও একই
বিশ্ববিদ্যালয়ে চাকুরি দিয়ে নিয়ে আসার পাঁয়তারা করছেন বলে খবর পাওয়া গেছে ।
মহিলা বর্তমানে কোলকাতায় অবস্থান করছেন । বাঁধ সেধেছে আমাদের বোর্ড অব
ইনভেস্টমেন্ট । তারা নাকি মহিলাকে ওয়ার্ক পারমিট দিতে গড়িমসি করছে । সেই
বিশ্ববিদ্যালয়ে সাত আটজন সাদা চামড়ার শিক্ষক অধ্যাপনা করছেন । তাদের কতজনের
বৈধ ওয়ার্ক পারমিট আছে আর কতজন এই দেশে আয়কর দেন তা জানা নেই । এই সাদা
চামড়ার শিক্ষকরা যে তেমন কোন খ্যাতিমান প-িত ব্যক্তি তাও না ।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ধারণা বিশ্ববিদ্যালয়ে সাদা চামড়ার শিক্ষক থাকলে
নাকি তাদের বিশ্ববিদ্যালয়ের শান শওকত আর জেল্লা বাড়ে । এদের বেতন ‘নেটিভ’
শিক্ষকদের তুলনায় সাত-দশগুণ বেশী । আসবাবপত্র সহ এপার্টমেন্ট তাদের জন্য
বিশ্ববিদ্যালয়ের খরচে বরাদ্দ। কর্তা ব্যক্তিদের বিদেশ প্রীতি এমন অবস্থায়
গিয়েছে যে বছরে দুএকটি বোর্ড সভা অনুষ্ঠান অথবা একাডেমিক সফরের নামে
স্বস্ত্রীক বিদেশ ভ্রমণ তাদের জন্য এখন রেওয়াজে পরিণত হয়েছে । দেশে সভা করলে
সিটিং এলাউন্স জনপ্রতি লাখ টাকা । প্রশ্ন উঠতে পারে এই বিশ্ববিদ্যালয়টি কী
বাংলাদেশের বাইরে ? না বাংলাদেশের ভিতরে, কিন্তু তাদের হাত এতই লম্বা যে
তারা অনেকটা দেশের মধ্যে অন্য আর একটা দেশ সৃষ্টি করে রেখেছে । তাদের
সম্পর্কে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন একটি তদন্ত করেছিল । তারপর কেমন করে
যেন সব চাপা পরে গেল । এই যাবৎ এই বিশ্ববিদ্যালয়ে পড়–য়া একাধিক ছাত্র জঙ্গি
সম্পৃক্ততার কারণে দেশে এবং দেশের বাইরে আটক হয়েছে । কিন্তু তারপরও কাঁচা
পয়সাওয়ালাদের কাছে এই বিশ্ববিদ্যালয়ের কদর আকাশচুম্বি ।
WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
|
লেখকের আগের লেখাঃ |