প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

 

দেশ, সরকার ও শেখ হাসিনাকে নিয়ে দুশ্চিন্তা


আবদুল মান্নান
 


 

বিশিষ্ট প্রবাসী সাংবাদিক ও কলামিস্ট আবদুল গাফ্ফার চৌধুরীর লন্ডন শহরের অদূরে মিডলসেক্স-এ এজওয়ের এলাকার বাড়ীতে যখন তাঁকে গাড়ী হতে নামিয়ে দিলাম তখন রাত প্রায় এগারটা । বাইরে কনকনে শীত । তাপমাত্রা ৩ ডিগ্রী সেলসিয়াস । বিলেতে এ’সময় এরকম শীত পরে না, এবার পরছে । আবদুল গাফ্ফার চৌধুরী তাঁর স্বজনদের কাছে গাফ্ফার ভাই । স্ত্রী বিয়োগের পর এজওয়েরে তিনি মেয়েকে নিয়ে থাকেন । ইদানিং তাঁকে বেশ একা মনে হয় । শরীরটাও তেমন একটা ভাল যাচ্ছে না । তবে এই বয়সেও তিনি সমানে লিখে যাচ্ছেন । অসুস্থ শরীর নিয়ে ৮২ বছর বয়সে তিনি যা করছেন তা নিঃসন্দেহে একটি অসামান্য কাজ । লন্ডনে আসলেই কিছু সময় গাফ্ফার ভাইয়ের সাথে কাটাই । এবার এই সময় কাটানোর সাথে সাথে আমার নতুন গ্রন্থ ‘বৈরী সময়ের রাজনীতি ও অন্যান্য প্রসঙ্গ’ তাঁর হাতে তুলে দিলাম । বইটিতে বিগত সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশে ভয়াবহ সহিংসতার সময় প্রকাশিত আমার লেখা গুলো সংকলিত হয়েছে । গাফ্ফার ভাই আমার অনুরোধে আমার বই-এর মোড়ক উন্মোচন করলেন । সাথে আমার প্রথম জীবনের কৃতী ছাত্র ডঃ মোঃ নুরুন্নবি । তিনজনে মিলে গেলাম কিছুু দূরের এক অভিজাত চীনা রেস্তোরায় । পছন্দ গাফ্ফার ভাইয়ের । খাওয়ার ফাঁকে ফাঁকে কথা হলো অনেক্ষণ । সব কিছুই দেশের রাজনীতি, আর শেখ হাসিনাকে ঘিরে । এই বয়সে দেশ হতে হাজার মাইল দূরে বসেও গাফ্ফার ভাই যে দেশ নিয়ে এতকিছু ভাবেন তা যে কোন মানুষকেই অভিভূত করবে । প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি নিজ কন্যার মতো ভালবাসেন । তবে প্রয়োজনে তাঁকে বা আওয়ামী লীগকে সমালোচনা করতেও তিনি পিছপা হন না । জানা মতে প্রধানমন্ত্রীও তাঁর এই সব সমালোচনা ভালভাবে গ্রহণ করেন । গঠনমূলক সমালোচনা গ্রহণ করা ভাল নেতৃত্বের একটি অপরিহার্য গুনাবলি । ইতোমধ্যে শেখ হাসিনা দক্ষিণ পূর্ব এশিয়ায় একজন উঁচু মাপের দক্ষ নেতৃত্বের স্বীকৃতি পেয়েছেন । দলকে আরো একটু সক্রিয় করতে পারলে তাঁর নেতৃত্বের পারদ অনেক বেশী উপরে উঠে যাবে । গাফ্ফার ভাই জানালেন তিনি শেখ হাসিনার উপর একটি প্রামান্য চিত্র নির্মাণ শেষ করে এনেছেন । আশা করছেন সামনের জুন মাসে ছবিটি দর্শকদের সামনে হাজির করতে পারবেন । তিনি বছর কয়েক আগে বঙ্গবন্ধুর উপর একটি ছবি বানানোর উদ্যোগ নিয়েছিলেন । ছবির মোট বাজেট ছিল প্রায় শতকোটি টাকা । বঙ্গবন্ধুর চরিত্রে ভারতের বিখ্যাত অভিনেতা অমিতাভ বাচ্চন অভিনয় করবেন বলে কথা ছিল । কিন্তু এই বড় বাজেটের ছবি বানানোর অর্থ তিনি পাবেন কোথায়? তাঁকে বলি আওয়ামী লীগেতো অনেক বড় বড় ব্যবসায়ী আছেন তারাতো সহায়তা করতে পারেন । তিনি আক্ষেপ করে জানালেন এদের কয়েকজন সহায়তা করার কথা বলেছিলেন কিন্তু তা নিঃস্বার্থ ছিল না । তিনি তাদের সহায়তার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন । একজন একটি জনসভায় প্রকাশ্য ঘোষণা দিয়েছিলেন তিনি অর্থের যোগান দেবেন । কিন্তু তা ঘোষণাতেই সার । এটি এখন সকলের কাছে পরিষ্কার হওয়া উচিৎ কারণে অকারণে সকলে বঙ্গবন্ধু আর শেখ হাসিনার নাম বিক্রি করেন কিন্তু সময় মতো দলের তেমন একটা কাজে আসেন না । অনুজ প্রতিম সুভাষ সিংহ রায়ের ভাষায় এরা ৬৫-৩৫ আওয়ামী লীগার । বছর কয়েক আগে গাফ্ফার ভাই বঙ্গবন্ধুকে নিয়ে ‘পলাশী থেকে ধানমন্ডি’ নামে একটি নাটক তৈরী করেছিলেন । সেটি তৈরী করতে গিয়ে তাকে অনেকের কাছে হাত পাততে হয়েছিল । তখন লন্ডন প্রবাসী অনেক বঙ্গবন্ধু প্রেমিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন ।
গাফ্ফার ভাই দূঃখ করে বললেন সরকারের মধ্যে আওয়ামী লীগ বিলীন হয়ে যাওয়াটা দলের জন্য খুবই ক্ষতিকর ও বিপদজনক । বললেন এব সময় দেশে সরকার থাকবে কোন দল থাকবে না । এটি সুষ্ঠু রাজনীতির জন্য ক্ষতিকর । তাঁর সাথে একমত হয়ে বলি সামনে আওয়ামী লীগের সম্মেলন আছে এবং সকলে আশা করছে সম্মেলন শেষে দলে নতুন নেতৃত্ব আসবে এবং দল আরো শক্তিশালী হবে । তিনি মনে করিয়ে দিলেন বঙ্গবন্ধু ক্ষমতার চাইতে দলকে বেশী গুরুত্ব দিতেন । তিনি মন্ত্রিত্ব ছেড়ে দলের সাধারণ সম্পাদক হয়েছিলেন । দলের একজন সাধারণ কর্মী হতে জাতির জনক হয়েছিলেন । এখন কেউ আর কর্মী হতে চান না । সকলে রাতারাতি নেতা হতে চান । গাফ্ফার ভাইকে বলি দলের অধিকাংশ তরুণ নেতা কর্মী ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ পড়েছেন বলে মনে হয় না । পড়লে বুঝতে পারতেন কেন টুঙ্গিপাড়ার শেখ মুজিব জাতির জনক আর বঙ্গবন্ধু । যে দিন সন্ধ্যায় গাফ্ফার ভাইয়ের সাথে সময় কাটাচ্ছিলাম ঠিক তার আগের দিন কাঠাল বাগানে বাংলাদেশের নতুন গজিয়ে উঠা ‘চাপাতি পার্টি’ দিন দুপুরে দু’জনকে কুপিয়ে হত্যা করা সহ আরো কয়েকজনকে আহত করেছে । তারও কয়েকদিন আগে রাজাশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজী বিভাগের শিক্ষক ডঃ রেজাউল করিম সিদ্দিকি খুন হলেন একই কায়দায় । কাশিমপুর কারাগারের সামনে চাপাতির আঘাতে খুন হয়েছেন সদ্য অবসরে যাওয়া কারা রক্ষি রুস্তম আলি হাওলাদার । এই সব বিষয় নিয়ে গাফ্ফার ভাই ইতোমধ্যে লিখেছেন এবং তিনি ঠিকই বলেছেন এই সব হচ্ছে শেখ হাসিনাকে হত্যার ক্ষেত্র প্রস্তুতের আলামত । ইতোপূর্বে বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করার একাধিকবার চেষ্টা করা হয়েছে যার মধ্যে ২০০৪ সালে ২১ আগষ্টের গ্রেনেড হামলাটি ছিল সব চাইতে ভয়াবহ । ২০১৩ সালের ৫ই মে হেফাজতিদের ঢাকা দখল এবং তার সাথে বিএনপি’র একাত্মতা ঘোষণা ছিল আর একটি বড় ধরণের মহড়া । সেই রাতে হেফাজতিদের যদি সরকার কঠোর হস্তে দমন না করতেন তা হলে বাংলাদেশ এতদিনে আফগানিস্তান হয়ে যেত । যখন গাফ্ফার ভাই আশংকা প্রকাশ করেন যুক্তরাষ্ট্র সহ কোন কোন দেশ নানা অজুহাতে বাংলাদেশে প্রবেশ করতে চাইছে তার সাথে দ্বিমত করার কোন অবকাশ দেখি না । চাপাতি দিয়ে বা অন্য কোন উপায়ে নিরীহ মানুষ হত্যা করা নিঃসন্দেহে একটি গর্হিত অপরাধ । যারা এই হত্যাকান্ড ঘটায় এবং আইন-শৃঙ্খলা বাহিনীর ধরা ছোঁয়ার বাইরে থাকে তা কোন ভাবে সমর্থন করা যায় না । এটি আইন-শৃঙ্খলা বাহিনীর দক্ষতাকে প্রশ্নবিদ্ধ কওে, তাদেও ব্যর্থতার দলিল । পুলিশ কমকর্তাদের কথাবার্তায় আরো একটু সংযমি হওয়ার প্রয়োজন আছে । কিন্তু যে ভাবে এই সব ঘটনা ঘটার সাথে সাথে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংগঠন সাইট ইন্টেলিজেন্স বলে উঠে এই হত্যাকান্ডটি আইএস ঘটিয়েছে তখন এটি পরিষ্কার যে বাংলাদেশকে আইএস-এর ঘাঁটি প্রমাণ করে যুক্তরাষ্ট্র সহ কয়েকটি রাষ্ট্র নানা ছলচাতুরির সাহায্যে বাংলাদেশে প্রবেশ করতে উদগ্রীব । বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বলেন ‘চাপাতি পার্টি’ দমন করতে যুক্তরাষ্ট্র সহায়তা করতে প্রস্তুত । এর মধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী (সেক্রেটারি অব স্টেট) জন কেরী এই ব্যাপারে ফোনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে সতের মিনিট কথা বলে মার্কিন দূতের বক্তব্যের প্রতিধ্বনি করেছেন । জন কেরি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে এই বিষয়ে সরাসরি কথা বলা বেয়াদবির সামিল । তার কথা বলা উচিৎ ছিল বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী অথবা পররাষ্ট্রমন্ত্রীর সাথে । মার্কিন রাষ্ট্রদূত এক মন্তব্যে বলেছেন বাংলাদেশে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেখানে খুনি খুন করে পার পেয়ে যাচ্ছে এবং সরকারের একার পক্ষে তা সামাল দেয়া সম্ভব হচ্ছে না । সেই কারণেই নাকি যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহযোগিতা করতে প্রস্তুত । যুক্তরাষ্ট্র সহযোগিতা করতে আসলে কী হতে পারে আফগানিস্তান, ইরাক, লিবিয়া, মিশর, সিরিয়া আর পাকিস্তান তার উৎকৃষ্ট প্রমাণ । ২০১৫ সালের ১লা অক্টোবর যুক্তরাষ্ট্রের বিখ্যাত অন-লাইন পত্রিকা হাফিংটন পোষ্ট লিখেছে সেই দেশে গড়ে দৈনিক ৩৬জন মানুষ খুন হয় যার অধিকাংশেরই কোন বিচার হয় না । কথায় কথায় যুক্তরাষ্ট্র আর তার মিত্ররা বাংলাদেশে মানবাধিকার লঙ্গনের কথা বলেন । ২০১৪ সালের জুলাই মাসে জাতিসংঘ সিদ্ধান্ত নিল প্যালেষ্টাইনের গাজা উপতক্যায় ইসরাইল কর্তৃক নির্বিচারে মানুষ হত্যার তদন্ত হবে । সঙ্গে সঙ্গে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট চড়া স্বরে ঘোষণা দিল এমন সিদ্ধান্ত তারা মানে না । ২১ আগষ্ট গ্রেনেড হামলা, অভিজিৎ রায় হত্যাকান্ড তদন্ত করতে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই বাংলাদেশে এসেছিল । তাতে কী হয়েছে? বাংলাদেশে কিছু হলেই ভারতীয় বংশোদ্ভুত মার্কিন পরারাষ্ট্র বিষয়ক সহকারি সেক্রেটারি নিশা বিশওয়াল বাক্স পেটরা নিয়ে ঢাকায় ছুটে আসেন । বাংলাদেশের মিডিয়া এই একজন সহকারি সচিব পর্যায়ের মহিলাকে বেশ গুরুত্ব দেয় । তিনি কিছু নসিহত করে আবার ফিরে যান । দূঃখের বিষয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ আরো কিছু পশ্চিমা দেশ বাংলাদেশকে তাদের করদ রাজ্য মনে করে । ঢাকায় নিযুক্ত বর্তমান মার্কিন রাষ্ট্রদূত আসার আগে বাংলাদেশ বেগম জিয়ার পেট্রোল বোমার আঘাতে আক্রান্ত । চারিদিকে পোড়া লাশ আর লাশ । নব নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্কিন সিনেট কমিটি হিয়ারিং-এ বাংলাদেশের বেগম জিয়ার পেট্রোল বোমা যুদ্ধ সম্পর্কে এমন বক্তব্যে দিলেন যাতে মনে হচ্ছিল তিনি বিএনপি’র ওয়ার্কিং কমিটির একজন সদস্য । মোদ্দা কথা হচ্ছে যে কোন উপায়ে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে প্রবেশ করতে চায় । নিয়ন্ত্রণ করতে চায় সব কিছু । ইতোমধ্যে ঢাকার বেশ কিছু সুশীল ব্যক্তি এই ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে একজোট হয়েছেন । সলা পরামর্শ করছেন । ঢাকায় দু’এক জায়গায় নতুন কাশিম বাজার কুটি সক্রিয় হয়েছে । ‘চাপাতি পার্টি’র মানুষ হত্যা, ধর্মীয় সংখ্যা লঘুদের মন্দিরে হামলা, সুন্দর বনে আগুন, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সমূহের কিছু অপরিনামদর্শী নেতা কর্মীর লেবাসে তষ্করতের কর্মকা-, কোন কনো সুশিলের বাচালতা সর্বস্ব হুঙ্কার, কোনা কিছুই বিচ্ছিন্ন ঘটনা নয় । সামনে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন । অর্ধ-উন্মাদ ডোনাল্ড ট্রাম্প বা হিলারী ক্লিন্টন যেই নির্বাচিত হোক না কেন তারা কেউ শেখ হাসিনা সরকারের বন্ধু হবেন না । বাংলাদেশকে ঘিরে হিলারি ক্লিনটনের বেশ কিছু এজেন্ডা অমীমাংসিত রয়ে গেছে । ক্লিনটন নির্বাচিত হলে তা বাস্তবায়ন করার চেষ্টা করবেন । ট্রাম্পতো ইতোমধ্যেই ঘোষণা দিয়ে রেখেছেন মুসলমানরা তার জানি দুষমন । এই সব ব্যাপারে শেখ হাসিনার সরকার কতটুকু সচেতন তা নিয়ে গাফ্ফার ভাই সন্দেহ প্রকাশ করলেন । তাকে বলি হয়তো প্রধানমন্ত্রী ওয়াকেবহাল কিন্তু তাঁর চার পার্শ্বে যারা সব সময় তাঁর সাথে থাকেন তারা কতটুকু সচেতন বা প্রয়োজনে তাঁকে সহায়তা করতে প্রস্তুত তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে । গাফ্ফার ভাইয়ের কাছ হতে বিদায় নেয়ার সময় তাকে বলি আমার বইটা নিয়ে কিছু একটা লিখলে কৃতজ্ঞ থাকব । তিনি বললেন অবশ্যই লিখবেন এবং দোয়া করলেন অন্তত ওটি পড়ার জন্য যেন ততদিন বেঁচে থাকি । তার ধারণা চাপাতি পার্টির হিট লিস্ট বেশ দীর্ঘ এবং শেখ হাসিনার শেষ না দেখে তারা ক্ষান্ত হবে না । মাথার মধ্যে বেশ কিছু দুশ্চিন্তা নিয়ে দেশে ফিরেছি।

লেখক: গবেষক ও বিশ্লষক । 

 

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

 

[প্রথমপাতা]

 

 

 

লেখকের আগের লেখাঃ

 [......লেখক আর্কাইভ]