প্রবাসীর সাফল্য
কাজী ইনসানুল হক
উপদেষ্টা সম্পাদক, কমিউনিটি নিউজ
হতে চেয়েছিলেন ফুটবলার, একজন কৃতি ফুটবলার হিসেবে বাংলাদেশের জাতীয় দলে
খেলবেন এটি ছিলো তার শিশুকালের স্বপ্ন।
জন্ম বিক্রমপুরে, স্থায়ী নিবাস ঢাকার কেরানিগঞ্জের সুভাঢ্যার রানা,
পুরো নাম মোঃ ইয়াকুব আলী ব্যাপারী। না তার স্বপ্ন পূরণ হয়নি। কালীগঞ্জ
ফুটবল ক্লাব থেকে তৃতীয় বিভাগ পর্যন্ত এসেছিলেন। সফল ফুটবলার হিসেবে যখন
চড়াই-উৎরাই পেরুচ্ছেন তখনই দেশে রাজনৈতিক হয়রানির শিকার হয়ে পুলিশের তাড়া
খেয়ে বাধ্য হয়ে দেশ ছাড়তে হয়েছিলো। হ্যাঁ ভাগ্যান্বেষণে তরুণ রানা ১৯৮৭ সালে
জাপানে আসেন।
জাপানে তখন "বাবল ইকনমি"র
রেশ। সাইতাম'র মিসাতো অঞ্চলের একটি রাবার কারখানায় কাজ নিলেন।
যোগ্যতায়, অভিজ্ঞতায় এক সময় গোটা কারখানার দায়িত্ব আসে তার কাঁধে।
আত্মীয়-স্বজন ও প্রবাসী বাংলাদেশীদেরকে নিয়ে তিনি পুরো কারখানাকে লাভজনক
প্রতিষ্ঠানে পরিণত করেন।
দীর্ঘ ২৩ বছর কাজের পর তার মনে হলো নিজে কি কিছু করা যায়? কিন্তু না, মালিক
তাকে ছাড়বেন না। অনেক বুঝিয়ে রানা তাকে রাজি করলেন। নিজের
সদ্য কেনা বাড়ির দু'টি
কক্ষে শুরু করলেন কাবোশিকি গাইশা (স্টক কোম্পানি)। টি টি রাবার কোম্পানি
লিঃ নামে নিজের প্রতিষ্ঠান। গত ৫ বছরে তা আস্তে আস্তে বড় হতে চলছে। জাপান,
তাইওয়ান প্রভৃতি দেশ এ ধরনের ছোট ছোট কারখানার মাধ্যমেই শুরু
করেছিলো। এ
রকম লক্ষ লক্ষ ক্ষুদ্র প্রতিষ্ঠান দিয়েই তাদের শিল্পের বিকাশ হয়েছে। তিনি
নিজে খাটেন, স্ত্রীও সহযোগিতা করেন, কাজ করেন আরো তিন-চারজন।
ইয়াকুব রানার প্রতিষ্ঠান জাপানি প্রতিষ্ঠানের মতই। অর্ডার আসছে, কাজ হচ্ছে,
মালামাল ডেলিভারী হচ্ছে। রাবার
দিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র
নানা জিনিস তৈরি করেন।
সামান্য ছিপি থেকে বিমানের যন্ত্রাংশ পর্যন্ত। গুনগত মানে
তার পণ্য মান উত্তীর্ণ,
তাই অর্ডার পেতে বেগ পেতে হয়না। ইয়াকুব রানার স্বপ্ন এরকম একটি প্রতিষ্ঠান
তিনি বাংলাদেশে প্রতিষ্ঠা করবেন, সেই চেষ্টাই তিনি করছেন।
এবারের গরমের ছুটিতে এক দিনের জন্যে গিয়েছিলাম চিবা'র এক নিভৃত উপশহরে।
নান্দনিক জাপানে শহরের যে
নাগরিক সুবিধা তার সাথেই প্রকৃতির বিশালতা মিলিয়ে এক
ছায়া সুনিবিড় আমেজ এ শহরটিতে। স্নেহষ্পদ মঈনুল ইসলাম মিল্টনের কাছেই জানলাম
পাশেই ইয়াকুব আলী ভাইয়ের বাসা ও ফ্যাক্টরি। একজন প্রবাসীর
এই সাফল্যের কথা জানতে নিজ
আগ্রহে ছুটে গেলাম। পরম মমতায় তিনি আমাদেরকে বরণ করলেন। ঘুরে ঘুরে দেখালেন
তার ছোট্ট কারখানাটি। জানালেন প্রবাস জীবনের নানান ঘাত-প্রতিঘাতের কথা এবং
এ রকম একটি প্রতিষ্ঠান তৈরির ইতিকথা।
শুরু করেছিলাম তার ফুটবলার হবার আকাংখার কথা বলে। জাপানে এসে তার সেই
স্বপ্নেরও আংশিক পূরণ হয়েছে। শত ব্যস্ততার মাঝেও তিনি মিসাতো'তে অনুশীলন
করতেন এবং মিসাতো সকার ক্লাবের সদস্য হয়ে সারা জাপানের বিভিন্ন স্থানে
খেলেছেন। এখন অবশ্য সব ছেড়ে-ছুড়ে ব্যস্ত নিজের কারখানা নিয়ে।
প্রিয় ইয়াকুব
ভাই আপনাকে অভিনন্দন। এগিয়ে যান।
WARNING:
Any unauthorized use
or reproduction of
'Community' content is
strictly prohibited
and constitutes
copyright infringement
liable to legal
action.
>>নিজের
অনেক শ্রমে গড়া এই বার্ণ ইউনিট, পোড়া
রোগী,
এই দেশ ছেড়ে কোথাও যেতে পারিনিঃ ডা. সামন্ত লাল সেন
>>গহরজানের চরিত্র পেলে
মনপ্রাণ দিয়ে করব: সঞ্জিতা
>>একান্ত
আলাপচারিতায় সুকান্ত ভট্টাচার্যের ভ্রাতা বিভাস ভট্টাচার্য
>>বাংলাদেশে মৌলবাদীদের
ভবিষ্যৎ অন্ধকারঃ কবীর
চৌধুরী
>>একক
অবদানে কোনো জুটি গড়ে
উঠে না: অপু বিশ্বাস
>>'নজরুল
আমাদের
কুড়িয়ে
পাওয়া ধন'
>>বাংলাদেশে
মৌলবাদীদের ভবিষ্যৎ
অন্ধকারঃ কবীর চৌধুরী
(১৮ বছর আগে টোকিওতে
সাংবাদিক সজল বড়ুয়ার
নেয়া দুর্লভ এক
সাক্ষাৎকার)
>>জাপান
প্রবাসীদের দেশপ্রেম ও
আতিথেয়তা আমাকে মুগ্ধ
করেঃ খন্দোকার ইসমাইল
>>প্রবাসীদের ব্যবসায়িক বা পেশাগত
প্রতিষ্ঠা আমাকে মুগ্ধ করেছেঃ মুহাম্মদ জাহাঙ্গীর
>>প্রবাসীরা বাংলা গান শুনুন,
বাংলাকে বিশ্বের মাঝে তুলে ধরুনঃ আইয়ূব বাচ্চু
>>কমিউনিটির সাথে একান্ত
সাক্ষাতকারে বাংলাদেশের বিদায়ী রাষ্ট্রদূত এ,কে,এম, মজিবুর রহমান
ভূঁইয়াঃ
জাপান প্রবাসী বাংলাদেশিরা গঠনমুলক এবং ইতিবাচক ভূমিকা পালন করছেন
>>রবীন্দ্রনাথ আমার দুর্বলতাঃ ফেরদৌসি
মজুমদার
>>২৭ বছর আগের বাংলাদেশের সাথে এখনকার
বাংলাদেশের অনেক পার্থক্যঃ কমিউনিটির সাথে একান্ত সাক্ষাতকারে
অক্ষয় কুমার
>>আমার নাচ আর
হাসিটাকেই দর্শকরা বেশি পছন্দ করেন মনে হয়ঃ কমিউনিটির সাথে একান্ত
সাক্ষাতকারে সালমান খান
>>ভালো গান গাইতে হলে
শুদ্ধ করে বাংলা শব্দগুলো খেয়াল করতে হবেঃ কমিউনিটির সাথে একান্ত
সাক্ষাতকারে সাবিনা ইয়াসমিন
>>একান্ত
সাক্ষাতকারে দেবাশিষ বিশ্বাসঃ মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে আছি
>>ববিতার মন খারাপ
>>কমিউনিটির মুখোমুখি
নায়করাজ রাজ্জাকঃ যতদিন বেঁচে থাকবো জহির রায়হান আমার মাঝে বেঁচে থাকবেন
>>কমিউনিটির
মুখোমুখি চিত্রনায়িকা শাবনুরঃ বছরে দু'টির বেশি ছবি করবোনা
>>কমিউনিটির মুখোমুখি
লাকি ইনামঃ মঞ্চ নাটক আর নাটক প্রশিক্ষন নিয়েই ব্যস্ত আছি
>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে সুকন্যা
চৌধুরীঃ
সুপার মডেল হতে চাই
>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে তারিনঃ
ঈদের নাটক
>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে
একান্ত সাক্ষাৎকারে বিপ্লবঃ প্রমিথিউস এখন তার নতুন প্রজেক্ট ও মঞ্চে গান
গাওয়া নিয়ে ব্যস্ত
>>ভারতীয় মিডিয়ার আগ্রাসনে বাংলাদেশে ক্ষতি হচ্ছে
>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে
একান্ত সাক্ষাৎকারে নায়ক সোহেল রানাঃ চলচ্চিত্র অঙ্গনের অতীত
বর্তমান ও ভবিষ্যত নিয়ে ভাবনা
>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে
একান্ত সাক্ষাৎকারে সিনথিয়া: টাকার পেছনে ছুটছে নতুনরা
>>কমিউনিটির সাথে একান্ত সাক্ষাতকারে
সাবেক প্রতিমন্ত্রী মোশারফ হোসেনঃ ভারত থেকে কয়লা আমদানি করে বিদ্যুত
উৎপাদনের সিদ্ধান্ত আত্মঘাতী
>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে
একান্ত সাক্ষাৎকারে মিলাঃ
বাবা চাননি আমি পেশাদার কণ্ঠ শিল্পী হই
>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে
একান্ত সাক্ষাৎকারে পার্থ বড়ুয়াঃ
সংগীত-অভিনয়কে কখনো আলাদা করে দেখিনি
>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে এটিএম
শামসুজ্জামানঃ
কপালে থাকলে ঠেকায় কে
>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে
একান্ত সাক্ষাৎকারে মোনালিসা:
চলচ্চিত্র আমাকে দিয়ে হবে না
>>কমিউনিটি
স্কাইনেটজেপি’র সাথে একান্ত সাক্ষাৎকারে জয়া আহসানঃ
কিছুটা হাততালি হয়তো পাই
>>কমিউনিটির
মুখোমুখিঃ অভিনয় মডেলিং ও নতুন সংসার নিয়ে প্রভা
>>কমিউনিটি
স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকার সব কাজই যত্ন নিয়ে
করি : চুমকী
>>কমিউনিটির
সাথে একান্ত সাক্ষাতকারে চলচ্চিত্র নায়ক ফেরদৌসঃ আমাদের
চলচ্চিত্রের কিছু প্রযোজক পরিচালক খুব স্বার্থপর
>>কমিউনিটির
সাথে একান্ত সাক্ষাতকারে আব্দুল লতিফ সিদ্দিকীঃ যে পতাকার জন্য
লক্ষ মা-বোনরা ইজ্জত হারিয়েছেন, রাজাকারদের গাড়িতে সেই পতাকাই
উঠেছিল
>>কমিউনিটিকে দেয়া সাক্ষাতকারে স্পিকারঃ দুর্যোগ থেকে হাওরবাসীকে বাঁচাতে
আলাদা
হাওর মন্ত্রণালয় গঠন করতে হবে
>>কমিউনিটিকে
অর্থমন্ত্রীঃ বিদ্যুৎ সংকটের কারনে বাংলাদেশে বিনিয়োগ হচ্ছে না
>>১৯৪৮ থেকেই ভাষা আন্দোলনের সূচনাঃ বিশিষ্ট ভাষা সৈনিক রওশন আলম
>>প্রবাসীদের
দেশের প্রতি গভীর টান চোখে
পড়ার মতঃ বিশিষ্ট চিত্রনির্মাতা তানভীর
মোকাম্মেল
[প্রথমপাতা] |