|
একান্ত আলাপচারিতায় সুকান্ত ভট্টাচার্যের ভ্রাতা বিভাস ভট্টাচার্য
দীপক রায়, কলকাতা, ভারত
।।
সুকান্ত ভট্টাচার্য যখন
মারা যান, তখন বিভাস
ভট্টাচার্যের বয়স ছিল
১৮ বছর। ফলে সুকান্তের
সব স্মৃতিই তার মনে আছে।
তিনি জানালেন, সুকান্ত
ভট্টাচার্যই তাকে
রাজনীতিতে এবং কিশোর
বাহিনী সংগঠনে এনেছিলেন।
তবে তিনি সুকান্তের মত
সর্বক্ষনের পার্টি কর্মী
ছিলেন না। তিনি
পারিবারিক প্রকাশনা
ব্যবসার সাথে যুক্ত
থেকেই রাজনীতি করে
গিয়েছিলেন। তাদের
পরিবার ছিল পুরোদস্তুর
রাজনীতির পরিবার। পুরানো
দিনের সেইসব স্মৃতি
অনর্গল বলে গেলেন তিনি।
ভাবলে অবাক হতে হয়, এখনো
ছোট্ট একতলা বাড়িতেই
সাধারন মানুষের মত বাস
করে এই পরিবার।
সুকান্তের পরিবার বলে
অবশ্যই গর্ব আছে, কিন্তু
কখনো সেটাকে নিয়ে
প্রচারের আলোয় আসেননি
তারা। তার নাতি ছোট্ট
রূপায়ন ভট্টাচার্য ঘরে
টাঙ্গানো সুকান্তের
ছবিগুলোর দিকে তাকিয়ে
জানালো সে সুকান্তকে "ভালো
দাদু'' বলে ডাকে।
সুকান্ত যে কারো দাদু
হতে পারে এটা আগে কখনো
ভাবিনি। আলাপচারিতার
মাঝেই চা-বিস্কুটে জমে
উঠল গল্প। তার মতে
সুকান্ত রাজনীতিতে
এসেছিলেন সেই সময়ে
বিশ্বযুদ্ধের কারনেই।
সেই ঘটনা তাকে রাজনীতি
ও কিশোর বাহিনীর
সমাজসেবার কাজে বিলিয়ে
দিয়েছিল।
বর্তমান সরকারের
পাঠ্যসূচি থেকে
সুকান্তের কবিতা বাদ
দেওয়ার প্রচেষ্টার বিষয়ে
তিনি যথেষ্টই ওয়াকিবহাল।
তার মতে, এতে কিছু যায়
আসে না। তিনি জনতার কবি
ছিলেন, আছেন, থাকবেন।
মানুষের ভালোবাসা কেউ
আটকাতে পারবে না।
বাংলাদেশে তাদের পৈতৃক
বাড়ি বাংলাদেশ সরকার
অধিগ্রহন করে সংস্কার
করায় তিনি প্রধানমন্ত্রী
শেখ হাসিনা ও ফরিদপুরের
উপজেলা চেয়ারম্যান বিমল
বিশ্বাসকে ধন্যবাদ
জানান।
তবে তার একটি ক্ষেদ এখনো
রয়ে গিয়েছে। বাংলাদেশে
তাদের পৈতৃক বাড়ি যদি
বাংলাদেশ সরকার
অধিগ্রহন করতে পারে,
তাহলে কেন ভারত সরকার
সুকান্ত ভট্টাচার্যের
৩৪ নং হরমোহন ঘোষ লেনের
বাড়িটি অধিগ্রহন করে
সংস্কার করবে না। সেটি
এখনো ভাঙ্গা হয়নি।
অধিগ্রহন করা এখনো
সম্ভব। পড়ন্ত বিকেলে, বৃষ্টির মাঝে তার আলাপচারিতা ভিত্তিক সাক্ষাৎকারটি নিয়ে বেরিয়ে আসার সময় দরজায় দাঁড়িয়ে সুকান্তের নাতি, সুকান্তের ভবিষ্যৎ প্রজন্ম রূপায়নকে দেখে মনে হল সুকান্ত তো এমন বয়সেই আগুন ঝরানো সব কবিতা লিখতেন। বৃষ্টি থামতেই বেরিয়ে এলাম। বাইরে রাস্তার ধারে সুকান্তের আবক্ষ মুর্তি হাসি মুখে বৃষ্টিস্নাত। তার গলায় ঝুলছে জন্মদিনে দেওয়া ফুলের মালাগুলি।
WARNING:
Any unauthorized use
or reproduction of
'Community' content is
strictly prohibited
and constitutes
copyright infringement
liable to legal
action.
>>বাংলাদেশে মৌলবাদীদের ভবিষ্যৎ অন্ধকারঃ কবীর চৌধুরী >>একক অবদানে কোনো জুটি গড়ে উঠে না: অপু বিশ্বাস >>'নজরুল আমাদের কুড়িয়ে পাওয়া ধন' >>জাপান প্রবাসীদের দেশপ্রেম ও আতিথেয়তা আমাকে মুগ্ধ করেঃ খন্দোকার ইসমাইল >>প্রবাসীদের ব্যবসায়িক বা পেশাগত প্রতিষ্ঠা আমাকে মুগ্ধ করেছেঃ মুহাম্মদ জাহাঙ্গীর >>প্রবাসীরা বাংলা গান শুনুন, বাংলাকে বিশ্বের মাঝে তুলে ধরুনঃ আইয়ূব বাচ্চু >>রবীন্দ্রনাথ আমার দুর্বলতাঃ ফেরদৌসি মজুমদার >>আমার নাচ আর হাসিটাকেই দর্শকরা বেশি পছন্দ করেন মনে হয়ঃ কমিউনিটির সাথে একান্ত সাক্ষাতকারে সালমান খান >>একান্ত সাক্ষাতকারে দেবাশিষ বিশ্বাসঃ মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে আছি >>কমিউনিটির মুখোমুখি নায়করাজ রাজ্জাকঃ যতদিন বেঁচে থাকবো জহির রায়হান আমার মাঝে বেঁচে থাকবেন >>কমিউনিটির মুখোমুখি চিত্রনায়িকা শাবনুরঃ বছরে দু'টির বেশি ছবি করবোনা >>কমিউনিটির মুখোমুখি লাকি ইনামঃ মঞ্চ নাটক আর নাটক প্রশিক্ষন নিয়েই ব্যস্ত আছি
>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে সুকন্যা
চৌধুরীঃ >>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে তারিনঃ ঈদের নাটক >>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে বিপ্লবঃ প্রমিথিউস এখন তার নতুন প্রজেক্ট ও মঞ্চে গান গাওয়া নিয়ে ব্যস্ত >>ভারতীয় মিডিয়ার আগ্রাসনে বাংলাদেশে ক্ষতি হচ্ছে >>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে নায়ক সোহেল রানাঃ চলচ্চিত্র অঙ্গনের অতীত বর্তমান ও ভবিষ্যত নিয়ে ভাবনা >>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে সিনথিয়া: টাকার পেছনে ছুটছে নতুনরা >>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে মিলাঃ বাবা চাননি আমি পেশাদার কণ্ঠ শিল্পী হই >>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে পার্থ বড়ুয়াঃ সংগীত-অভিনয়কে কখনো আলাদা করে দেখিনি >>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে এটিএম শামসুজ্জামানঃ কপালে থাকলে ঠেকায় কে >>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে মোনালিসা: চলচ্চিত্র আমাকে দিয়ে হবে না
>>কমিউনিটি
স্কাইনেটজেপি’র সাথে একান্ত সাক্ষাৎকারে জয়া আহসানঃ >>কমিউনিটির মুখোমুখিঃ অভিনয় মডেলিং ও নতুন সংসার নিয়ে প্রভা >>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকার সব কাজই যত্ন নিয়ে করি : চুমকী >>কমিউনিটিকে অর্থমন্ত্রীঃ বিদ্যুৎ সংকটের কারনে বাংলাদেশে বিনিয়োগ হচ্ছে না >>১৯৪৮ থেকেই ভাষা আন্দোলনের সূচনাঃ বিশিষ্ট ভাষা সৈনিক রওশন আলম >>প্রবাসীদের দেশের প্রতি গভীর টান চোখে পড়ার মতঃ বিশিষ্ট চিত্রনির্মাতা তানভীর মোকাম্মেল
|