[প্রথমপাতা]

 

 

 

একান্ত সাক্ষাতকারে দেবাশিষ বিশ্বাসঃ মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে আছি
 

 

কমিউনিটি রিপোর্ট ।।
হাবিবুর রহমান, ঢাকা থেকে ।।

বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে ইতোমধ্যেই নিজের নাম ভালো করেই ফুটিয়ে তুলেছেন 'শশুর বাড়ি জিন্দাবাদ' ছবিটি পরিচালনার মাধ্যমে। এর অনেক আগে থেকেই জলন্ত প্রদিপ হয়ে জ্বলে উঠেছে তার সুনিপন উপস্থাপনা দিয়ে। ছবি পরিচালনার পাশাপাশি একজন ভালো উপস্থাপক হিসেবে তার নিজস্ব বাচনবঙ্গি দিয়ে উপস্থাপনায় কেড়েছে কোটি দর্শক হৃদয়। উপস্থাপনায় সবর্দাই দেখায় নতুন নতুন কৌশল এবং মুখে সবর্দাই আঠার মতো লেপটে থাকে হাসি, পাঠকরা যাকে এক নামেই চিনে থাকে সে আর কেউ নয় 'দেবাশীষ বিশ্বাস'। দেবাশীষের সাথে নতুন ছবি তার বর্তমান কিছু বিষয়ে কথা বলে লিখেছেন ঢাকা প্রতিনিধি হাবিবুর রহমান।

কমিউনিটি : দেবাশিষ কেমন আছেন?
দেবাশীষ : মানুষের ভালো বাসা নিয়ে এইতো আছি এবং বেঁচে আছি।

কমিউনিটি : আপনিতো কখনোই স্বস্থিতে নেই তো বর্তমানে কি কি বিষয় নিয়ে ব্যস্ততায় ডুবে আছেন?
দেবাশীষ : ব্যস্ততা বলতে অনেক ব্যস্ততা আছে তবে টেলিভিশনের লাইভ ফিল্মের একটি প্রোগাম নিয়ে ব্যস্ত একটু বেশি।

কমিউনিটি : এ পর্যন্ত কতগুলি ছবি আপনার পরিচালিত এবং বর্তমানে কতগুলির কাজ হাতে আছে?
দেবাশীষ : মূলত দুটি ছবি বড় পর্দার জন্য একটি শশুর বাড়ি জিন্দাবাদ এবং শুভ বিবাহ এর
সাথে আরেকটি ছবি 'টক ঝাল মিষ্টি' যা তৈরি করা হয়েছিলো এটিএন বাংলার জন্য।

কমিউনিটি : দর্শকের জন্য নতুন কোন ছবির শুভ সংবাদ আছে কি? যদি থাকে তবে কি নামে বা কারা অভিনয় করছে ছবিতে?
দেবাশীষ : দর্শকের জন্য নতুন একটি ছবির কাজ করছি এখনো শূটিং শুরু হয়নি। 'আমার মন বলে তুমি আসবে' এই নামের ছবিটিতে নায়কের চরিত্রে ইমন এবং নায়িকার চরিত্রে থাকবে মীম যা ১৯৭০ সালের পটভূমিকে কেন্দ্র করে তৈরি করা হবে।

কমিউনিটি : একজন পরিচালক কিংবা উপস্থাপক হবেন এমন ভাবনা কি আপনার ছোট বেলায় থেকেই, মূলত কি লক্ষ্য নিয়ে বড় হয়েছেন?
দেবাশীষ : আমি মূলত এই ভাবনা নিয়ে বড় হইনি। আর সবচেয়ে বড় বিষয় আমি ছোট কালে খুবই চুপচাপ, লাজুক ছিলাম। মানে মিশুক ছিলাম না (হাসি) হা হা হা।

কমিউনিটি : বর্তমান প্রজন্মের অনেকেই হতে চায় আমনার মতো উপস্থাপক। ভালো একজন উপস্থাপক হতে গেলে কোন বিষটা থাকা জরুরি বলে আপনি মনে করেন?
দেবাশীষ : আমি যা মনে করি, এই বিষয়ে মূলত বিতরে কিছু থাকতে হবে। মানুষের সাথে হবে। সকল শ্রেণীর মানুষের সাথে মিশতে এবং ভালো বাসতে হবে। এই সবের সাথে অবশ্যই বাচনভঙ্গি, ব্যক্তিত্ব এবং উচ্চারণ গুরম্নত্বপূর্ন।

কমিউনিটি : উপস্থাপনা, পরিচালনা দুটিতেই আপনার নৈপূন্য তার পেছনে কারো অনুপ্রেরনা আছে কি?
দেবাশীষ : পরিচালনার ক্ষেত্রে একজনই আমার শিৰক আর্দশ, আর কারো কাছে কিছু শেখার প্রয়োজন মনে করিনি বা চেষ্টা করিনি। তিনি দিলীপ বিশ্বাস।

কমিউনিটি : এতো ব্যস্ততার মাঝে কোন মুহুর্ত আপনার সবচেয়ে ভালো লাগে?
দেবাশীষ : সিনেমা দেখতে খুব ভালো লাগে। প্রশ্ন : অবসর বা স্বস্থির মুহুর্ত কিভাবে উপভোগ করে থাকেন?

কমিউনিটি : উপস্থাপনা আর পরিচালনায় আপনার শেষ পর্যন্ত প্রত্যাশা কি?
দেবাশীষ : প্রত্যাশা বলতে জীবনেতো অনেক পুরস্কার পেয়েছি ভবিষ্যতেও পুরস্কার পাশাপাশি মানুষের ভালোবাসার মাঝেই থাকতে চাই।
 

 

 

>>ববিতার মন খারাপ

>>কমিউনিটির মুখোমুখি নায়করাজ রাজ্জাকঃ যতদিন বেঁচে থাকবো জহির রায়হান আমার মাঝে বেঁচে থাকবেন

>>কমিউনিটির মুখোমুখি চিত্রনায়িকা শাবনুরঃ বছরে দু'টির বেশি ছবি করবোনা

>>কমিউনিটির মুখোমুখি লাকি ইনামঃ মঞ্চ নাটক আর নাটক প্রশিক্ষন নিয়েই ব্যস্ত আছি

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে সুকন্যা চৌধুরীঃ
সুপার মডেল হতে চাই

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে তারিনঃ ঈদের নাটক

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে বিপ্লবঃ প্রমিথিউস এখন তার নতুন প্রজেক্ট ও মঞ্চে গান গাওয়া নিয়ে ব্যস্ত

>>ভারতীয় মিডিয়ার আগ্রাসনে বাংলাদেশে ক্ষতি হচ্ছে 

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে নায়ক সোহেল রানাঃ চলচ্চিত্র অঙ্গনের অতীত বর্তমান ও ভবিষ্যত নিয়ে ভাবনা

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে সিনথিয়া: টাকার পেছনে ছুটছে নতুনরা

>>কমিউনিটির সাথে একান্ত সাক্ষাতকারে সাবেক প্রতিমন্ত্রী মোশারফ হোসেনঃ ভারত থেকে কয়লা আমদানি করে বিদ্যুত উৎপাদনের সিদ্ধান্ত আত্মঘাতী

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে মিলাঃ বাবা চাননি আমি পেশাদার কণ্ঠ শিল্পী হই

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে পার্থ বড়ুয়াঃ সংগীত-অভিনয়কে কখনো আলাদা করে দেখিনি

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে এটিএম শামসুজ্জামানঃ কপালে থাকলে ঠেকায় কে

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে মোনালিসা: চলচ্চিত্র আমাকে দিয়ে হবে না

>>কমিউনিটি স্কাইনেটজেপি’র সাথে একান্ত সাক্ষাৎকারে জয়া আহসানঃ
কিছুটা হাততালি হয়তো পাই

>>কমিউনিটির মুখোমুখিঃ অভিনয় মডেলিং ও নতুন সংসার নিয়ে প্রভা

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকার সব কাজই যত্ন নিয়ে করি : চুমকী

>>কমিউনিটির সাথে একান্ত সাক্ষাতকারে চলচ্চিত্র নায়ক ফেরদৌসঃ আমাদের চলচ্চিত্রের কিছু প্রযোজক পরিচালক খুব স্বার্থপর

>>কমিউনিটির সাথে একান্ত সাক্ষাতকারে আব্দুল লতিফ সিদ্দিকীঃ যে পতাকার জন্য লক্ষ মা-বোনরা ইজ্জত হারিয়েছেন, রাজাকারদের গাড়িতে সেই পতাকাই উঠেছিল

>>কমিউনিটিকে দেয়া সাক্ষাতকারে স্পিকারঃ দুর্যোগ থেকে হাওরবাসীকে বাঁচাতে আলাদা
হাওর মন্ত্রণালয় গঠন করতে হবে

>>কমিউনিটিকে অর্থমন্ত্রীঃ বিদ্যুৎ সংকটের কারনে বাংলাদেশে বিনিয়োগ হচ্ছে না

>>১৯৪৮ থেকেই ভাষা আন্দোলনের সূচনাঃ বিশিষ্ট ভাষা সৈনিক রওশন আলম

>>প্রবাসীদের দেশের প্রতি গভীর টান চোখে পড়ার মতঃ বিশিষ্ট চিত্রনির্মাতা তানভীর মোকাম্মেল

  

[প্রথমপাতা]