@
[প্রথমপাতা] @ |
@ @
কমিউনিটির মুখোমুখিঃ অভিনয় মডেলিং ও
নতুন সংসার নিয়ে প্রভা
@
বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী ও মডেল প্রভা অভিনয় ও মডেলিং জগতের এক
উজ্জ্বল নক্ষত্র। এনটিভিতে প্রভা অভিনীত eখুনসুটিf নাটকটি বেশ জনপ্রিয় হয়ে
উঠেছে। এছাড়াও এজাজ মুন্নার রচনা ও পরিচালনায় eধূপছায়াf নাটকটিতে অভিনয়
করেছেন প্রভা। নাটক, মডেলিং ও নতুন সংসার নিয়ে তার সঙ্গে কথা বলেছেন
কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের ঢাকা প্রতিনিধি হাবিবুর রহমান।
কমিউনিটি স্কাইনেটজেপি নিউজ : সম্প্রতি আপনি একটি বিজ্ঞাপনের মডেল হয়েছেন
সেই প্রসঙ্গে কিছু বলুন?
প্রভা : বেশ কিছুদিন হয়েছে এ বিজ্ঞাপনটির চিত্রায়ন কাজ শেষ করেছি।
বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন সৈয়দ জামিম। এটি স্বদেশ প্রপার্টিজের একটি
বিজ্ঞাপনচিত্র। এতে আমার সঙ্গে আরও মডেল হয়েছেন আবুল হায়াত এবং দীঘি। হায়াত
আঙ্কেল ও দীঘির সঙ্গে খুবই আনন্দ করেছি। এ বিজ্ঞাপনটি নির্মাণ হয়েছে তিন
প্রজন্মের তিনজনকে নিয়ে। বিজ্ঞাপনটি সংলাপনির্ভর বিজ্ঞাপন। এখানে আমি একজন
মধ্যম অর্থাৎ বর্তমান প্রজন্ম।
কমিউনিটি স্কাইনেটজেপি নিউজ : বিলবোর্ডে প্রদর্শিত আর একটি বিজ্ঞাপনে আপনাকে
এবং ইমনকে দেখা যাচ্ছে?
প্রভা : আমি এবারই প্রথম ইমনের সঙ্গে বিজ্ঞাপনে কাজ করছি। সম্প্রতি
বিজ্ঞাপনটির বিলবোর্ড এবং পত্রিকায় বিজ্ঞাপনের জন্য ফটোশুট করা হয়েছে। এখনও
টিভিসি নির্মাণ করা হয়নি। জাহিদ আকবরের কথায় হাবিবের সুর ও কণ্ঠে সম্প্রতি
বিজ্ঞাপনটির জিঙ্গেল করা হয়েছে। ওয়ালটন টেলিভিশনের এ নির্মাণ অপেক্ষা
বিজ্ঞাপনটি পরিচালনা করছেন শাহিন কবীর টুটুল।
কমিউনিটি স্কাইনেটজেপি নিউজ : বর্তমানে আপনার অভিনীত eধূপছায়াf নাটক
প্রসঙ্গে পাঠকদের কিছু বলুন?
প্রভা : eধূপছায়াf নাটকটি প্রতি সপ্তাহে দুfদিন প্রচার করা হয়। এ নাটকে
আমার সঙ্গে অভিনয়ে আছেন সৈয়দ হাসান ইমাম, শর্মিলী আহমেদ, আনিসুর রহমান মিলন,
শোয়েব, মম, সজল, বিন্দু, নওশীন, মুনমুন, দিপ্তিসহ আরও অনেকে। ধারাবাহিকটির
গল্প এমন, একটি পরিবারে যখন একটি মেয়ে বিয়ে করে শ্বশুরবাড়িতে আসে তখন তার
জীবনের নতুন অধ্যায়ের সূচনা হয়। নতুন পরিবেশ, সংসারের নতুন মানুষ, সব কিছুর
সঙ্গে মানিয়ে তাকে চলতে হয়। এ মানিয়ে চলতে যে পারে সেই টেকে। আর যে পারে না
সে ছিটকে পড়ে। শুরু হয় বিচ্ছেদ। আর এ eধূপছায়াf নাটকে সুন্দর একটা সংসার গড়া
নিয়েই সাজানো হয়েছে।
কমিউনিটি স্কাইনেটজেপি নিউজ : বর্তমানে আপনার নতুন সংসার কেমন লাগছে?
প্রভা : বর্তমানে আমি এবং রাজীব দুfজনেই আল্লাহর রহমতে সুখেই দিন কাটাচ্ছি।
আমাদের বিয়ের আগে প্রায় আট বছরের চেনা-জানা। গত ১৬ এপ্রিল আমাদের দুfজনের
পারিবারিক সিদ্ধান্তে বাগদান সম্পন্ন হলো। আমরা দুfজনেই সবার কাছে দোয়া চাই,
যেন আমরা সুন্দরভাবে একটি সুখের সংসার গড়তে পারি।
কমিউনিটি স্কাইনেটজেপি নিউজ : এখন কোন চ্যানেলে আপনার অভিনীত কি কি নাটক
চলছে সেই সম্পর্কে বলুন?
প্রভা : বর্তমানে এনটিভিতে eখুনসুটিf নাটকে অভিনয় করছি আমি। নাটকটি রচনা ও
পরিচালনা করছেন ফেরদৌস হাসান রানা। চয়নিকা বৌদির পরিচালনায় eকাগজের ঘরf
নামের একটি ধারাবাহিকে অভিনয় করছি। এছাড়া সম্প্রতি চয়নিকা বৌদির পরিচালনায়
ইমদাদুল হক মিলনের লেখা ধারাবাহিক নাটক eযত দূরে যাইfতে অভিনয় করেছি। এছাড়া
আরও বেশ কিছু একক ও ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করে চলছি। আমি চাই যতদিন
আমি বেঁচে থাকবো ততদিন অভিনয় করে যাবো।
@
[প্রথমপাতা] |
|