[প্রথমপাতা]

 

 

 

আমার নাচ আর হাসিটাকেই দর্শকরা বেশি পছন্দ করেন মনে হয়ঃ কমিউনিটির সাথে একান্ত সাক্ষাতকারে সালমান খান
 

 

কমিউনিটি রিপোর্ট ।।

বিশ্বকাপ ক্রিকেট নিয়ে পুরো উপমহাদেশ যখন বিশ্বকাপ জ্বরে কাঁপছে সেসময় বাংলাদেশে এসে কনসার্ট করে গেলেন বলিউডের দুই তারকা সালমান খান এবং অক্ষয় কুমার। সল্প সময়ের ভয়ানক ব্যস্ততার মাঝেও তারা দু'জনেই কথা বলেছিলেন কমিউনিটির প্রতিনিধি সুকন্যা চৌধুরির সাথে। প্রথম কিস্তিতে সালমান খানের দেয়া সাক্ষাতকারটি এখানে তুলে ধরা হলোঃ

কমিউনিটিঃ কেমন আছেন?

সালমান খানঃ ভালো। তবে ব্যাংকক থেকে শুটিং ফেলে এসেছি শুধু আপনাদের জন্য।

কমিউনিটিঃ কেমন লাগছে বাংলাদেশ?

সালমান খানঃ অনেক ভালো। ১০ বছর আগেও একবার এসেছিলাম। তবে তখনকার বাংলাদেশ আর এখনকার বাংলাদেশের মধ্যে তুলনাই হয়না।

কমিউনিটিঃ কনসার্ট কোন গানটি দিয়ে শুরু করছেন?

সালমান খানঃ দাবাং গানটি দিয়ে শুরু করবো।

কমিউনিটিঃ আর কি কি গান করবেন?

সালমান খানঃ মুঝকো পিনি হে, তাকতে বেহতে তুমকো, আ আ জানে জানা -আপাতত এগুলোই মনে আসছে।

কমিউনিটিঃ এখন কি কি ছবির কাজ করছেন?

সালমান খানঃ বডি গার্ড, রেডি, বান্দা ইয়ে বিন্দাস হ্যায়।

কমিউনিটিঃ বডি গার্ডে আপনার নায়িকা কে?

সালমান খানঃ কারিনা কাপুর।

কমিউনিটিঃ আপনার পুরো নামটা কি জানতে পারি?

সালমান খানঃ আব্দুল রশিদ সেলিম সালমান খান, ২৭শে ডিসেম্বর মধ্যপ্রদেশের ইন্দোরে আমার জন্ম।

কমিউনিটিঃ আপনার কোন গুনটি দর্শকরা বেশি পছন্দ করে বলে মনে করেন?

সালমান খানঃ আমার হাসি আর নাচটাকেই দর্শকরা বেশি পছন্দ করেন বলে মনে হয়।

কমিউনিটিঃ আপনার পছন্দের অভিনেতা-অভিনেত্রী কে?

সালমান খানঃ অমিতাভ জি, ধর্মেন্দ্র জি এবং হেমা মালিনী।

কমিউনিটিঃ কমিউনিটিকে আপনার মূল্যবাল সময় দেবার জন্য অনেক ধন্যবাদ।

সালমান খানঃ আপনাদেরকেও ধন্যবাদ। আমি বারবার বাংলাদেশে আসতে চাই।
 

 

>>ভালো গান গাইতে হলে শুদ্ধ করে বাংলা শব্দগুলো খেয়াল করতে হবেঃ কমিউনিটির সাথে একান্ত সাক্ষাতকারে সাবিনা ইয়াসমিন

>>একান্ত সাক্ষাতকারে দেবাশিষ বিশ্বাসঃ মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে আছি

>>ববিতার মন খারাপ

>>কমিউনিটির মুখোমুখি নায়করাজ রাজ্জাকঃ যতদিন বেঁচে থাকবো জহির রায়হান আমার মাঝে বেঁচে থাকবেন

>>কমিউনিটির মুখোমুখি চিত্রনায়িকা শাবনুরঃ বছরে দু'টির বেশি ছবি করবোনা

>>কমিউনিটির মুখোমুখি লাকি ইনামঃ মঞ্চ নাটক আর নাটক প্রশিক্ষন নিয়েই ব্যস্ত আছি

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে সুকন্যা চৌধুরীঃ
সুপার মডেল হতে চাই

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে তারিনঃ ঈদের নাটক

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে বিপ্লবঃ প্রমিথিউস এখন তার নতুন প্রজেক্ট ও মঞ্চে গান গাওয়া নিয়ে ব্যস্ত

>>ভারতীয় মিডিয়ার আগ্রাসনে বাংলাদেশে ক্ষতি হচ্ছে 

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে নায়ক সোহেল রানাঃ চলচ্চিত্র অঙ্গনের অতীত বর্তমান ও ভবিষ্যত নিয়ে ভাবনা

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে সিনথিয়া: টাকার পেছনে ছুটছে নতুনরা

>>কমিউনিটির সাথে একান্ত সাক্ষাতকারে সাবেক প্রতিমন্ত্রী মোশারফ হোসেনঃ ভারত থেকে কয়লা আমদানি করে বিদ্যুত উৎপাদনের সিদ্ধান্ত আত্মঘাতী

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে মিলাঃ বাবা চাননি আমি পেশাদার কণ্ঠ শিল্পী হই

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে পার্থ বড়ুয়াঃ সংগীত-অভিনয়কে কখনো আলাদা করে দেখিনি

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে এটিএম শামসুজ্জামানঃ কপালে থাকলে ঠেকায় কে

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে মোনালিসা: চলচ্চিত্র আমাকে দিয়ে হবে না

>>কমিউনিটি স্কাইনেটজেপি’র সাথে একান্ত সাক্ষাৎকারে জয়া আহসানঃ
কিছুটা হাততালি হয়তো পাই

>>কমিউনিটির মুখোমুখিঃ অভিনয় মডেলিং ও নতুন সংসার নিয়ে প্রভা

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকার সব কাজই যত্ন নিয়ে করি : চুমকী

>>কমিউনিটির সাথে একান্ত সাক্ষাতকারে চলচ্চিত্র নায়ক ফেরদৌসঃ আমাদের চলচ্চিত্রের কিছু প্রযোজক পরিচালক খুব স্বার্থপর

>>কমিউনিটির সাথে একান্ত সাক্ষাতকারে আব্দুল লতিফ সিদ্দিকীঃ যে পতাকার জন্য লক্ষ মা-বোনরা ইজ্জত হারিয়েছেন, রাজাকারদের গাড়িতে সেই পতাকাই উঠেছিল

>>কমিউনিটিকে দেয়া সাক্ষাতকারে স্পিকারঃ দুর্যোগ থেকে হাওরবাসীকে বাঁচাতে আলাদা
হাওর মন্ত্রণালয় গঠন করতে হবে

>>কমিউনিটিকে অর্থমন্ত্রীঃ বিদ্যুৎ সংকটের কারনে বাংলাদেশে বিনিয়োগ হচ্ছে না

>>১৯৪৮ থেকেই ভাষা আন্দোলনের সূচনাঃ বিশিষ্ট ভাষা সৈনিক রওশন আলম

>>প্রবাসীদের দেশের প্রতি গভীর টান চোখে পড়ার মতঃ বিশিষ্ট চিত্রনির্মাতা তানভীর মোকাম্মেল

  

[প্রথমপাতা]